1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোগ ব্যাধি

১৮ ফেব্রুয়ারি ২০১২

প্রতি বছর বহু মানুষ এমন সব রোগে মারা যায়, যেগুলিকে চিকিত্সার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব৷ বিশ্বে প্রতি মিনিটে পাঁচজন মানুষ মারা যায় শুধুমাত্র ম্যালেরিয়া ও যক্ষ্মা রোগে৷ বিশেষ করে উন্নয়শীল দেশেই এ সব অসুখের প্রকোপ দেখা যায়৷

Im Rahmen der Jahrespressekonferenz des Hauptzollamts Koblenz sind am Freitag (23.04.2010) beschlagnahmte Medikamente ausgestellt. Vielen Verbrauchern ist nicht bewusst, dass die Einfuhr von Produkten, die dem Arzneimittelgesetz unterliegen, nicht gestattet ist. Das Jahresergebnis des Hauptzollamts Koblenz aus den Zolleinnahmen belief sich im Jahr 2009 auf mehr als 1,1 Milliarden Euro. Foto: Thomas Frey dpa/lrs
প্রতীকী ছবিছবি: picture alliance/dpa

ম্যালেরিয়া, যক্ষ্মা, এইডস বিশেষ করে এই তিন রোগে প্রতি বছর সারা বিশ্বে বহু মানুষ মারা যায়৷ এই সব অসুখের উপর গবেষণা অনেক দূর এগিয়ে গেলেও উন্নয়নশীল দেশের মানুষদের কাছে তার সুফল পৌঁছাতে পারেনি এখনও৷ গত বছরগুলিতে অনেক চেষ্টা সত্ত্বেও ক্রমেই বিস্তৃত হচ্ছে এইসব রোগ ব্যাধি৷ বিশেষ করে যক্ষ্মা রোগের জীবাণুরা ওষুধ প্রতিরোধী হয়ে পড়ছে৷ এর কারণ ভুল ও ঘন ঘন ওষুধের প্রয়োগ৷ প্রতি বছর শুধুমাত্র যক্ষ্মারোগেই মৃত্যু হয় ১৫ লক্ষ মানুষের৷

জীবাণুরা রোগ প্রতিরোধী হয়ে পড়ছে

ডক্টর উইদাউট বর্ডার্স' এর মুখপাত্র অলিভার মল্ডেনহাউয়ার এক্ষেত্রে নতুন ওষুধ তৈরির ব্যাপারে জোর দেন, তাঁর ভাষায়, ‘‘যক্ষ্মা রোগের জীবাণুদের প্রতিরোধী ক্ষমতাটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে৷ নতুন ওষুধ তৈরি না হলে এই অবস্থার কোনো পরিবর্তন হবে না৷ লাভজনক নয় বলে এই খাতে বিনিয়োগ করতেও খুব একটা আগ্রহী হচ্ছে না ওষুধ কোম্পানিগুলি৷''

জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় এ অবস্থার উন্নতি করতে এক কর্মসূচি হাতে নিয়েছে৷ এই প্রসঙ্গে রাষ্ট্রসচিব হেলগে ব্রাউন বলেন, ‘‘আমাদের গবেষণা মন্ত্রণালয়ের বেশ কিছু বিশেষজ্ঞ রয়েছেন৷ এ জন্য আমরা এ ক্ষেত্রে দায়িত্ব নেয়ার চেষ্টা করছি৷ আমরা উন্নয়নশীল দেশের গবেষণার ফলাফলের সঙ্গে জার্মানিতে লব্ধ গবেষণার সমন্বয় ও নেটওয়ার্ক তৈরি করতে পারি৷''

জার্মানির এই প্রচেষ্টাকে স্বাগত জানায় ডক্টর্স উইদ আউট বর্ডার্স৷ তবে এই সংস্থার মতে উদ্যোগটা যথেষ্ট নয়৷ মল্ডেনহাউয়ার বলেন, ‘‘জার্মানির গবেষণার ফলাফল যাতে দরিদ্র দেশগুলির মানুষের মঙ্গলে লাগতে পারে, তার একটা নিশ্চয়তা অবশ্যই থাকতে হবে৷''

মশার উপদ্রবছবি: Bayer CropScience AG

সহযোগিতামূলক কর্মসূচি

এই লক্ষ্য সামনে রেখেই প্রোডাক্ট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বা পিডিপি নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে৷ এটি উন্নত মানের ওষুধ তৈরির জন্য ওষুধের কারখানাগুলির সঙ্গে সহযোগিতামূলক কাজ করছে, যাতে দ্রুত ও সুলভ মূল্যে তা রোগীদের কাছে পৌঁছানো সম্ভব হয়৷ হেলগে ব্রাউন বলেন, ‘‘পিডিপি সংগঠনটিতে সম্পৃক্ত রয়েছেন ভাল ভাল বিজ্ঞানী, আর্থিক সহায়তাকারী৷ রয়েছেন ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষার সমন্বয়কারী৷ এই সব কিছু একত্রিত হওয়ায় তুলনামূলকভাবে কম অর্থে গবেষণা থেকে শুরু করে চিকিত্সা সেবা সহজ হতে পারে৷''

নিদ্রারোগের চিকিত্সা

গবেষণা মন্ত্রনালয়ের আশা, পিডপি'র মাধ্যমে চিকিত্সার সুযোগ সুবিধা বৃদ্ধি করা যাবে ও উপেক্ষিত রোগ ব্যাধির গবেষণাকে উত্সাহিত করা হবে৷ যেমন স্লিপিং সিকনেস বা নিদ্রা রোগের চিকিত্সায় আশার আলো দেখা যাচ্ছে৷ নিদ্রা রোগটি গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় এক ধরনের মাছির মাধ্যমে ছড়ায়৷ মাছি থেকে জীবাণু মানুষের শরীরে ঢুকে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, চলে যেতে পারে মস্তিষ্কে৷ অনেকটা ম্যালেরিয়ার মতো লক্ষণ হলেও রোগটি শনাক্ত করা বেশ কঠিন৷ এতে মানসিক বৈকল্যও ঘটতে পারে৷ বিশেষ করে মধ্য আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলিতে এই অসুখ বিস্তৃত৷ কঙ্গো, চাড ও সুদানের অনেক মানুষ ভুগছেন এই অসুখে৷ এই সব দেশের বিভিন্ন অঞ্চলে চলছে রাজনৈতিক নিরাপত্তাহীনতা, তাই চিকিত্সার সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত সেখানকার মানুষরা৷ আক্রান্তরা আচ্ছন্নের মত থাকেন বলে নিজেরা চিকিত্সা করাতে পারেন না, হয়ে পড়েন অন্যের ওপর নির্ভরশীল৷ যথা সময়ে ধরা না পড়লে ও চিকিত্সা করাতে না পারলে মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগীরা৷ কয়েক বছর আগেও স্লিপিং সিকনেসের একমাত্র ওষুধ ছিল আর্সেনিক থেকে তৈরি উপাদান৷ এক ধরনের বিষাক্ত পদার্থ, যার পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক৷ ড্রাগস ফর নেগলেক্টেড ডিজিজেস ইনিশিয়েটিভ নামের প্রতিষ্ঠানের পরিচালক এবং আফ্রিকার রোগ ব্যাধি সম্পর্কে অভিজ্ঞ ডা ব্যার্নার্ড পেকুল এ প্রসঙ্গে বলেন, ‘‘আমরা দুই ধরনের ওষুধের সংমিশ্রণে এই অসুখের চিকিত্সা করছি৷ এ ক্ষেত্রে সাফল্যও লক্ষ্য করেছি৷ ব্যবহার পদ্ধতি কিছুটা জটিল হলেও এর একটা সুবিধা হল যে, এটি বিষাক্ত নয়৷''

প্রথম দিকে ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বলে এই ওষুধের উত্পাদন বন্ধ করে দিতে হয়েছিল৷ পরে আফ্রিকান চিকিত্সা কেন্দ্রে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়৷ আর তাই বিশ্ব স্বাস্থ্যসংস্থা ডাব্লিউএইচ-ওর দৃষ্টি আকৃষ্ট হয় এই দিকে৷ ছাড়পত্র দেয়া হয় এই ওষুধকে এবং রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের ব্যবস্থাও করা হয়৷ এটা ডিনডির এক বিরাট সাফল্য৷ তবে এই সংস্থাটির লক্ষ্য আরো উচ্চাভিলাষী৷ আর তা হল, আরো ভাল ওষুধ তৈরি করে নিদ্রারোগকে সম্পূর্ণ দূর করা৷

প্রতিবেদন: রায়হানা বেগম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ