1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবহেলিত শিশুদের জন্য স্বীকৃতি

গাব্রিয়েল ডমিঙ্গেজ/এসি১৪ অক্টোবর ২০১৪

শিশুশ্রমের বিরুদ্ধে সংগ্রামের জন্য কৈলাশ সত্যার্থী নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন৷ এবং তিনি অপর নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই-এর সঙ্গে একত্রে কাজ করার পরিকল্পনা রাখেন, একান্ত সাক্ষাৎকারে ডিডাব্লিউ-কে বললেন সত্যার্থি৷

Ausschnitt Hindi TV Wissenschaftsmagazin DW Manthan
ছবি: DW

কৈলাশ সত্যার্থী তাঁর জীবন উৎসর্গ করেছেন, যে সব লক্ষ লক্ষ শিশু শ্রমের দাসত্বে বাঁধা পড়ে আছে, তাদের মুক্তির জন্য, তাদের পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য৷ সত্যার্থীর জন্ম ১৯৫৪ সালে, পেশায় তিনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার৷ ১৯৮০ সালে তিনি ‘বচপন বচাও আন্দোলন' (বিবিএ), বা শৈশব বাঁচাও আন্দোলন সংগঠনটি প্রতিষ্ঠা করেন৷

সে'যাবৎ বিবিএ হাজার হাজার দোকান-কারখানা ও বসতবাড়িতে হানা দিয়ে শিশু শ্রমিকদের উদ্ধার করেছে৷ সত্যার্থীকে বারংবার শিশুশ্রম সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টায় সংশ্লিষ্ট হতে দেখা গেছে৷ ১৯৯৮ সালে শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্ব পদযাত্রার নেতৃবর্গের মধ্যে ছিলেন সত্যার্থী: সেই পদযাত্রা ১০৩টি দেশ পরিব্রজনা করে৷

গত ১০ই অক্টেবর নরওয়ের নোবেল কমিটি ‘‘শিশু-কিশোরদের নিপীড়নের বিরুদ্ধে এবং সব শিশুর শিক্ষার অধিকারের দাবিতে সংগ্রামে'' উভয়ের অবদানের জন্য ৬০-বছর-বয়সি কৈলাশ সত্যার্থী ও ১৭-বছর-বয়সি মালালা ইউসুফজাইকে যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার প্রদান করে৷ ডয়চে ভেলের সাক্ষাৎকারে কৈলাশ সত্যার্থী শিশুশ্রমের বিরুদ্ধে তাঁর সংগ্রামের প্রেরণা, সেই সংগ্রামের পথে প্রতিবন্ধক ও তাঁর ভবিষ্যতের স্বপ্নের কথা বলেন৷

ডয়চে ভেলে: আপনার কাছে, এবং আপনার কাজের জন্য এই পুরস্কারের মূল্য কী?

কৈলাশ সত্যার্থী: এই পুরস্কার শিশুদের দাসত্ব ও শোষণের বিরুদ্ধে সংগ্রামে আমাকে আরো শক্তি যোগাবে৷....যে সব লক্ষ লক্ষ শিশুরা উপেক্ষিত এবং অবহেলিত, তাদের পক্ষে এ'টি একটি বড় সম্মান ও স্বীকৃতি৷

শিশুশ্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা পেলেন কোথা থেকে?

আমি শৈশব এবং ছাত্রজীবন থেকেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করে থাকি৷ তা থেকে আমি এই সিদ্ধান্তে আসি যে, যে সব শিশুর শৈশব কেড়ে নেওয়া হয়েছে, আমাকে তাদের হয়ে কাজ করতে হবে৷....ধীরে ধীরে আমি বুঝতে শিখি যে, শিশুশ্রম বুনিয়াদী মানবাধিকার ভঙ্গের সমতুল৷

শিশুশ্রমের বিরুদ্ধে সংগ্রামে কী ধরনের বাধা পেয়েছেন?

এটা চিরকালই একটা কঠিন যুদ্ধ ছিল৷ আমি আমার দু'জন সহকর্মীকে হারিয়েছি: একজনকে গুলি করে মারা হয়েছে, অন্যজনকে পিটিয়ে মারা হয়েছে৷ আমাকে এবং আমার পরিবারের সদস্যদের একাধিকবার আক্রমণ করা হয়েছে৷

[No title]

This browser does not support the audio element.

(নোবেল শান্তি পুরস্কার) একজন পাকিস্তানি নাগরিক ও মানবাধিকার আন্দোলনকারী, মালালা ইউসুফজাইকেও প্রদান করা হয়েছে৷ একজন ভারতীয় ও একজন পাকিস্তানির যুগ্ম বিজয়ী হওয়া সম্পর্কে আপনার কী বক্তব্য?

আমি মালালাকে শ্রদ্ধা করি৷ উনি একজন চমৎকার মহিলা৷ পুরস্কার ঘোষণার পর আমি ফোনে ওঁর সঙ্গে কথা বলেছি , এবং আমরা কিভাবে বিভিন্ন বিষয়ে একত্রে কাজ করতে পারি, এখানে যেমন মেয়েদের জন্য শিক্ষা ও শিশুশ্রম – তা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি৷ তবে আরো বড় কথা, আমরা কিভাবে আমাদের এলাকায় – এবং সারা বিশ্বে – শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, শান্তির পরিবেশ সৃষ্টি করতে পারি, তা নিয়েও আমরা আলোচনা করেছি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ