1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবাধে ঘুরে বেড়াচ্ছেন করোনা আক্রান্তরা

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২১ জুন ২০২১

বাংলাদেশে অনেকেই এখন করোনা আক্রান্ত হওয়ার পরও ঘুরে বেড়াচ্ছেন৷ চিকিৎসকের কাছে যাচ্ছেন না বা নিজেরাও বুঝতে পারছেন না যে তারা আক্রান্ত৷ আর এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷

বাংলাদেশ
প্রতীকী ছবিছবি: Mortuza Rashed

রোববার করোনায় সর্বোচ্চ মৃত্যু নিয়ে আলোচনায় আসে খুলনা৷ ঢাকাকে টপকে ২৪ ঘন্টায় ৩২ জন মারা যান সেখানে৷ ওই দিন ঢাকায় মারা যান ২১ জন৷ তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় খুলনায় মৃত্যু কমেছে৷ ১২ জন মারা গেছেন৷ কিন্তু খুলনার দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তাদের ভয়াবহ অভিজ্ঞাতার কথা৷

দুইটি উপজেলার একটি দাকোপ৷ সেখানে গত এক সপ্তাহ ধরে মাস্ক পরাতে হাটে-বাজারে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস জানান, এই অভিযান পরিচালানার সময় তারা প্রতিদিনই একটি অংশের অ্যান্টিজেন টেস্ট করান৷ আর সেই টেস্টে অনেক করোনা পজেটিভ পাচ্ছেন৷ তাদের হাসপাতালেও পাঠানো হচ্ছে৷

তিনি বলেন, ‘‘অনেকে উপসর্গ থাকার পরও বাইরে বের হচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন৷ কিন্তু টেস্ট করাচ্ছেন না৷ হাসপতালেও যাছেন না৷ আবার কেউ কেউ আছেন তাদের উপসর্গ প্রকাশ পায়নি ৷ কিন্তু টেস্টে পজেটিভ আসছে৷’’

অনেকেই মাস্ক পড়তে চান না, এখন তারা অজুহাত দিচ্ছেন গরম লাগে বলে: এবিএম খালিদ হোসেন

This browser does not support the audio element.

তিনি বলেন, অভিযান চালিয়ে, জরিমানা করেও তেমন মাস্ক পরানো যাচ্ছে না৷ অনেকের মধ্যেই উদাসীনতা রয়েছে৷ তারা করোনাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না৷

খুলনার আরেকটি উপজেলা পাইকগাছা৷ সেখানেও একই অভিজ্ঞতার কথা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন৷ তিনি বলেন, ‘‘গত সাত দিন অভিযান চালানোর সময় আমরা ১২০ জনের অ্যান্টিজেন টেস্ট করিয়েছি৷ তাদের মধ্যে সাত জনের করোনা পজেটিভ পেয়েছি৷ যাদের কোনো উপসর্গ ছিল না৷’’

‘‘অনেকেই মাস্ক পড়তে চান না৷ এখন তারা অজুহাত দিচ্ছেন গরম লাগে বলে৷ তারা মনে করেন করোনায় তাদের কিছু হবে না,’’ বললেন এই কর্মকর্তা৷

আর খুলনার সাংবাদিক হেদায়েত হোসেন জানান, শহরের দুইটি সরকারি কোভিড হাসপাতাল করোনা ছড়ানোর কেন্দ্রে পরিণত হয়েছে৷ সেখানে কোনো নিয়ন্ত্রণ নাই৷ সবাই হাসপাতালে খোলা হাটের মত আসা যাওয়া করছেন৷ মাস্ক পরা বা স্বাস্থ্যবিধির বালাই নাই৷ হাসপাতালের সামনের আড্ডায় অভিযান চালিয়ে অ্যান্টিজেন টেস্টে অনেক করোনা আক্রান্ত পাওয়া গেছে৷

এখন পরিস্থতি সামাল দিতে স্থানীয়ভাবে বিভিন্ন এলাকায় লকডাউন দেয়া হচ্ছে৷ সীমান্ত এলাকাসহ খুলনা, যশোরের বেশ কিছু এলাকায় লকডাউন চলছে৷ আর মঙ্গলবার থেকে ঢাকার আশপাশের সাতটি জেলায় লকডাউন শুরু হবে৷

জেলাগুলো হলো: নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি ও মাদারীপুর৷ মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, প্রয়োজন মনে করলে যোকোনো জেলা স্থানীয়ভাবে লকডাউন দিতে পারবে৷

নারায়ণগঞ্জ গত বছর করোনার শুরুতেই হটস্পটে পরিণত হয়েছিলো৷ পরে সেটা লকডাউনসহ নানা প্রক্রিয়ায় কমিয়ে আনা যায়৷ কিন্তু এখন আবার করোনা আক্রান্ত বাড়তে শুরু করেছে বলে জানান সেখানকার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ৷ তিনি বলেন, ‘‘স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবার করোনা পরিস্থিতির অবনতি ঘটছে৷ আর  নতুন করে লকডাউনে যেতে হচ্ছে৷’’ তিনি জানান, তারা পিসিআরের সাথে সাথে অ্যান্টিজেন টেস্ট করছেন৷ কিন্তু উপসর্গ না থাকলে টেস্ট করেন না৷ দৈব চয়নের ভিত্তিতে টেস্ট করলে হয়ত প্রকৃত অবস্থা বোঝা যেত৷

এভাবে আক্রান্তরা ঘুরে বেড়ালে এটা জ্যামিতিকভাবে ছড়িয়ে পড়বে: ডা. কামরুল ইসলাম

This browser does not support the audio element.

করোনার ভারতীয় ভেরিয়েন্ট (ডেল্টা) সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ার পর এখন সারা দেশেই ছড়িয়ে পড়ছে৷ ঢাকায় আক্রান্তদের ৬৮ ভাগের মধ্যেই এই ভেরিয়েন্ট পাওয়া গেছে৷ দেশে এখন গড়ে প্রতিদিন অ্যান্টিজেন টেস্টসহ ২২ হাজার নমুনা পরীক্ষা করা হচেছ৷ গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ১৯.২৭ ভাগ৷ আর এপর্যন্ত গড় আক্রান্তের হার ১৩.৪৮ শতাংশ৷ গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৮ জন৷ এই ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় এক হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ ঘন্টায় চার হাজার ৫৬৯ জন আক্রান্ত হয়েছেন৷ তবে পরীক্ষা বাড়ালে আক্রান্তের হার আরো বাড়বে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷

বিএসএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম মনে করেন, ‘‘এভাবে আক্রান্তরা ঘুরে বেড়ালে এটা জ্যামিতিকভাবে ছড়িয়ে পড়বে৷ তখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ এখন গ্রামে যেভাবে ছাড়াচ্ছে তা নিয়ন্ত্রণ করা না গেলে তাদের চিকিৎসা কোথায় হবে৷’’

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ