1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবিশ্বস্ত গুগল!

২৫ জুন ২০১১

ধরুন, আপনি সরল মনে গুগলে কিছু খুঁজছেন৷ সেটা হয়তো পেয়েও গেলেন৷ মনে করলেন, যা পাওয়া গেছে তাতেই কাজ চলবে৷ তবে এমনওতো হতে পারে, ইন্টারনেটে এর চেয়েও ভাল কিছু আছে, কিন্তু গুগল আপনাকে সেগুলো দেখায়নি!

Google Website (http://www.google.com/logos/logos09-1.html) das Logo zum Persian New Year Mar 20, 2009 Google Persisches Neues Jahr Logo

গুগল চুপে চুপে এধরনের কাজ করছে কীনা সেটাই এবার তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এফটিসি৷ ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা দিয়েছে এই খবর৷

গুগল বিরোধী ও সমালোচকরা বলছেন, গুগল এখন আর শুধু সার্চ ইঞ্জিনই নয়৷ দিনে দিনে গুগল তার ব্যবসার পরিধি বাড়িয়েছে৷ অনলাইন ম্যাপিং, শপিং আর ট্রাভেল খাতে গুগলের ব্যবসা রয়েছে৷ ফলে গুগল চাইবে, এই বিষয়গুলো নিয়ে কেউ যদি কিছু খুঁজতে চায়, তাহলে যে সাইটগুলো থেকে গুগল লাভবান হবে বলে মনে করবে, সেগুলোতেই ব্যবহারকারীদের পাঠিয়ে দেবে৷

সমালোচকদের এই অভিযোগ ঠিক কীনা সেটা তদন্ত করবে মার্কিন কর্তৃপক্ষ৷

তবে এই ধরনের তদন্ত গুগলের জন্য নতুন নয়৷ ইউরোপীয় ইউনিয়ন গত নভেম্বর থেকে এ ধরনের একটি তদন্ত শুরু করেছে৷ যুক্তরাষ্ট্রেরই টেক্সাস রাজ্য কর্তৃপক্ষও এরকম তদন্ত করছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ