1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবিশ্বাস্য বেঁচে যাওয়া

৭ মার্চ ২০১৮

গুজরাটের গোধরার কাছে গত বছরেই ঘটেছে এই দুর্ঘটনা৷ ভয়াবহ এই দুর্ঘটনার ছবি পাওয়া গিয়েছে সিসিটিভি থেকে৷ মুহূর্তের মধ্যে যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷

Peru, Bus Unfall
ছবি: picture-alliance

অবিশ্বাস্য বললেও বোধহয় কম বলা হয়৷ গুজরাটের গোধরা অঞ্চলের এক ব্যক্তি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন৷ নির্দিষ্ট স্পিড লিমিটের অতিরিক্ত গতিতেই তিনি গাড়ি চালাচ্ছিলেন৷ হঠাৎই উলটোদিক থেকে আসা একটি ট্রাকের লেনে ঢুকে পড়েন তিনি৷ সংঘর্ষের পর ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় তাঁর গাড়ি৷ কয়েক পাক খেয়ে গাড়িটি পৌঁছে যায় ডিভাইডারের উলটোদিকের লেনে৷

প্রত্যক্ষদর্শীরা ধরেই নিয়েছিলেন ভিতরের ব্যক্তি আর বেঁচে নেই৷ কিন্তু সকলকে অবাক করে দিয়ে মুহূর্তের মধ্যে উল্টে যাওয়া তোবড়ানো গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তি৷ সম্পূর্ণ অক্ষত অবস্থায়৷ যা দেখে অবাক হয়ে যান সকলে৷

ভারতের প্রতিটি হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতেই স্পিডলিমিট থাকে৷ অভিযোগ, গাড়িগুলি নির্দিষ্ট গতিতে চলছে কিনা, তা সবসময় দেখা হয় না৷ যার সুযোগ নিয়ে বহু চালকই নির্দিষ্ট গতির অনেক বেশি গতিতে রাস্তায় গাড়ি চালান৷ যার পরিণতিতে মাঝে মাঝেই ঘটে ভয়ানক সব দুর্ঘটনা৷ এক্ষেত্রেও অভিযোগ, ওই ব্যক্তি নির্দিষ্টগতির অনেক বেশি বেগে গাড়ি চালাচ্ছিলেন৷ সে কারণেই শেষমুহূর্তে উলটোদিকে ট্রাক দেখেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি৷ তবে তাঁর বেঁচে যাওয়াটা সত্যিই একটা মিরাকল৷

এসজি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ