গুজরাটের গোধরার কাছে গত বছরেই ঘটেছে এই দুর্ঘটনা৷ ভয়াবহ এই দুর্ঘটনার ছবি পাওয়া গিয়েছে সিসিটিভি থেকে৷ মুহূর্তের মধ্যে যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷
বিজ্ঞাপন
অবিশ্বাস্য বললেও বোধহয় কম বলা হয়৷ গুজরাটের গোধরা অঞ্চলের এক ব্যক্তি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন৷ নির্দিষ্ট স্পিড লিমিটের অতিরিক্ত গতিতেই তিনি গাড়ি চালাচ্ছিলেন৷ হঠাৎই উলটোদিক থেকে আসা একটি ট্রাকের লেনে ঢুকে পড়েন তিনি৷ সংঘর্ষের পর ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় তাঁর গাড়ি৷ কয়েক পাক খেয়ে গাড়িটি পৌঁছে যায় ডিভাইডারের উলটোদিকের লেনে৷
প্রত্যক্ষদর্শীরা ধরেই নিয়েছিলেন ভিতরের ব্যক্তি আর বেঁচে নেই৷ কিন্তু সকলকে অবাক করে দিয়ে মুহূর্তের মধ্যে উল্টে যাওয়া তোবড়ানো গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তি৷ সম্পূর্ণ অক্ষত অবস্থায়৷ যা দেখে অবাক হয়ে যান সকলে৷
ভারতের প্রতিটি হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতেই স্পিডলিমিট থাকে৷ অভিযোগ, গাড়িগুলি নির্দিষ্ট গতিতে চলছে কিনা, তা সবসময় দেখা হয় না৷ যার সুযোগ নিয়ে বহু চালকই নির্দিষ্ট গতির অনেক বেশি গতিতে রাস্তায় গাড়ি চালান৷ যার পরিণতিতে মাঝে মাঝেই ঘটে ভয়ানক সব দুর্ঘটনা৷ এক্ষেত্রেও অভিযোগ, ওই ব্যক্তি নির্দিষ্টগতির অনেক বেশি বেগে গাড়ি চালাচ্ছিলেন৷ সে কারণেই শেষমুহূর্তে উলটোদিকে ট্রাক দেখেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি৷ তবে তাঁর বেঁচে যাওয়াটা সত্যিই একটা মিরাকল৷
এসজি/ডিজি
জার্মানিতে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে যে শাস্তি
জার্মানিতে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা শুধু অপরাধই নয়, এতে চালক ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত হারাতে পারেন৷ সাইকেল চালাকদের ক্ষেত্রেও তথৈবচ৷ সম্প্রতি এর জন্য জরিমানার পরিমাণ আরো বাড়ানো হয়েছে৷
ছবি: picture alliance/Blickwinkel/M
জরিমানা আরো বেড়েছে...
আগে গাড়ি চালানোর সময় স্মার্টফোন ব্যবহার করলে জরিমানা ছিল ৬০ ইউরো৷ কিন্তু বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে ১০০ ইউরো, অর্থাৎ আনুমানিক বাংলাদেশি দশ হাজার টাকা৷ এছাড়াও এমনটা ধরা পড়লে ট্রাফিক নিয়ন্ত্রণ অফিস থেকে চালক পান ‘দুই পয়েন্ট’, যা কিনা দু’শ ইউরো পর্যন্ত হতে পারে৷ এমনকি সাময়িকভাবে ড্রাইভিং লাইসেন্সও হারাতে পারেন চালক৷
ছবি: picture-alliance/dpa/U. Baumgarten
ট্যাবলেট কিংবা ল্যাপটপ
একই নিয়ম গাড়িতে ট্যাবলেট কিংবা ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রেও৷ অর্থাৎ গাড়ি চালানোর সময় শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেট কিংবা ল্যাপটপ ব্যবহারেও একই আইন প্রযোজ্য
ছবি: picture-alliance/empics/Y. Mok
জার্মানির ট্রাফিক আইন-কানুন খুবই কড়া
জরিমানার পরিমাণ অবশ্য নির্ভর করে মোবাইল ফোনে কথা বলার সময় ঘটা অ্যাক্সিডেন্টটি কত বড় তার ওপর৷ যত বড় দুর্ঘটনা বা ক্ষতি হয়, সে অনুযায়ী হয় জরিমানার পরিমাণ৷
ছবি: Imago/kamera24
সাইকেল চালক
অনেক সাইকেল চালককেই মোবাইলে কথা বলতে দেখা যায়৷ এ অবস্থায় ধরা পড়লে নতুন আইন অনুযায়ী তাঁকে জরিমানা হিসেবে দিতে হয় ৫৫ ইউরো৷ যদিও এর আগে ঐ একই অপরাধে জরিমানার পরিমাণ ছিল ২৫ ইউরো৷
ছবি: picture-alliance/Dumont/C. Anzenberger-Fink
বোরকা পরে বা মুখ ঢেকে গাড়ি চলানো নিষেধ
পুরো মুখ ঢেকে বা বোরকা পরে গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জার্মানিতে৷ কেউ মুখ ঢেকে গাড়ি চালালে তাঁকে গুণে গুণে দিতে হবে ৬০ ইউরো৷
ছবি: picture-alliance/AP Photo/H. Jamali
উদ্ধারকারী গাড়ি বাধা পেলে
কারো ভুল পার্কিংয়ের কারণে উদ্ধারকারী গাড়ি, অর্থাৎ অ্যাম্বুলেন্স, দমকল কর্মী বা অন্য কোনো ‘ইমারজেন্সি’ গাড়ির চলাচল বাধাগ্রস্ত হলে, নতুন আইনে তাকে গুণতে হবে ২০০ ইউরো৷ আর ট্রাফিক নিয়ন্ত্রণ বা গাড়ি রেজিস্ট্রি অফিস থেকে চালক পাবে দুই পয়েন্ট, অর্থাৎ দু’শ ইউরো৷ অথচ এ ধরনের অপরাধে আগে মাত্র ২০ ইউরো জরিমানা দিয়েই পার পাওয়া যেত৷
ছবি: picture-alliance/dpa/W. Steinberg
আরো নিয়মকানুন
এছাড়াও গাড়ি চালকদের বিভিন্ন অপরাধের জন্য জার্মানিতে রয়েছে নানা রকম আইনকানুন৷ অপরাধের মাত্রা বুঝে অপরাধীকে জেল পর্যন্ত খাটতে হতে পারে৷ তাই কিন্ডারগার্টেন, স্কুল বা আবাসিক এলাকায় গাড়ি চালককে ভীষণভাবে সতর্ক থাকতে হয়৷ এ সব জায়গায় ‘স্পিড লিমিটের’ সামান্য হেরফের হলেই জরিমানা! সেকারণেই হয়ত গাড়ি চালকরা, বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই ‘ট্রাফিক নিয়ন্ত্রণ ইন্সটিটিউট’ সম্পর্কে সচেতন৷