1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউতে ঢুকছে বিশ্বকাপের দর্শক

২২ জুন ২০১৮

এশিয়া এবং আফ্রিকা থেকে রাশিয়া বিশ্বকাপ দেখতে আসা অনেক দর্শকই ইউরোপীয় ইউনিয়নে ঢুকে পড়ছে৷ জার্মানির গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বেশ কয়েকজন এরমধ্যে ফিনল্যান্ড সীমানা দিয়ে ইইউতে প্রবেশ করেছে৷

Fußball WM Russland Fan-ID
ছবি: picture-alliance/TASS/S. Bobylev

ইউরোপের বিভিন্ন দেশের সীমান্ত কর্তৃপক্ষের অভিযোগ, রাশিয়ার দুর্বল ভিসা নিয়মের সুযোগ নিয়ে বিশ্বকাপ দেখার নাম করে অনেকেই ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত দেশগুলোতে অবৈধভাবে অনুপ্রবেশ করছে বা করার চেষ্টা করছে৷

এক সপ্তাহ আগে বিশ্বকাপ শুরুর পর থেকে অন্তত পাঁচজন বেআইনিভাবে ফিনল্যান্ডে প্রবেশ করেছে কেবল তাদের কাছে থাকা তথাকথিত ‘ফ্যান আইডি' ব্যবহার করে৷ রাশিয়ার নাগরিক নন, এমন ব্যক্তিদের বিশ্বকাপের যে-কোনো খেলা দেখতে হলে টিকেট কেনার বিপরীতে ‘ফ্যান আইডি' সংগ্রহ করতে হচ্ছে৷ 

বৃহস্পতিবার জার্মান অনলাইন পত্রিকা স্পিগেল জানায়, এরই সুযোগ নিচ্ছে এশিয়া ও আফ্রিকার দর্শকরা৷

ফিনল্যান্ডের প্রশাসনের বরাত দিয়ে স্পিগেল অনলাইন তাদের প্রতিবেদনে জানায়, মরক্কোর তিনজন, একজন নাইজেরিয়ান এবং একজন চীনা বিশ্বকাপ দেখতে এসে ফিনল্যান্ডে প্রবেশের পর দেশটিতে ‘অ্যাসাইলাম' বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন৷

এরমধ্যে মরক্কোর নাগরিকরা স্থলপথে সীমান্ত পাড়ি দিয়েছেন৷ চীনা ব্যক্তি রাশিয়া থেকে বিমানে সরাসরি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে গিয়েছেন৷

‘ফ্যান আইডি' থাকার কারণে বিনা ভিসাতেই রাশিয়ায় থাকার সুযোগ মিলছে দর্শকদের৷ আর বিশ্বকাপ প্রতিযোগিতা শেষ হওয়ার দশ দিন পর পর্যন্ত এই আইডিতে রাশিয়ায় থাকার অনুমতি পাচ্ছেন৷ বিশ্বকাপ শেষ হচ্ছে জুলাইয়ের ১৫ তারিখে৷

সবচেয়ে বেশি সমর্থক কোন দলের?

01:33

This browser does not support the video element.

রাশিয়ার পুলিশের বরাত দিয়ে স্পিগেল অনলাইন তাদের প্রতিবেদনে বলেছে, এছাড়াও আরও বেশকিছু সীমান্ত পাড়ি দিতে চাওয়া মানুষকে ইইউতে প্রবেশের আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছে৷ এর মধ্যে চারজন মরক্কোর নাগরিক আছেন, যাদের নরওয়ে সীমান্তে আটকানো সম্ভব হয়েছে৷

তাদের প্রত্যেককে ২৭ ইউরো বা ২৭০০ টাকার সমপরিমাণ জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে৷

বেলারুশের কর্তৃপক্ষও মরক্কোর চার নাগরিককে ‘ফ্যান আইডি'সহ গ্রেপ্তার করেছে, যারা পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছিলেন৷ ঢোকা বেশ সহজ, কেননা, সেখানে ঢিলেঢালাভাবে প্রবেশকারীদের কাগজপত্র পরীক্ষা করা হয়, আবার কখনো হয়তো এ পরীক্ষা এড়ানোও যায়৷

টিমোথি জোন্স/এইচআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ