1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবৈধভাবে গাছ কাটা প্রতিরোধ

জেনিফার কলিন্স/জেডএইচ৯ মে ২০১৫

বিশ্বের অনেক দেশের বনজঙ্গলেই অবৈধভাবে গাছ কাটা বেড়ে চলেছে৷ বনের বিশালত্বের কারণে এই অবৈধ কাজ বন্ধ করতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট দেশের সরকারগুলোকে৷ এক্ষেত্রে সহায়ক হতে পারে প্রযুক্তি৷

Teaser Globalideas / ohne Logo – Kongo
ছবি: Jürgen Schneider

পরিবেশ ও বন সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার' বা ডাব্লিউডাব্লিউএফ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে আশঙ্কা করা হয়, আগামী ১৫ বছরে প্রায় ১৭০ মিলিয়ন হেক্টর বন ধ্বংস হতে পারে৷ এর প্রায় ৮০ শতাংশই হতে পারে আমাজন সহ বিশ্বের ১১টি বনে৷

এই অবস্থায় অবৈধ গাছ কাটা প্রতিরোধে কার্যকর উপায়ের কথা ভাবছে বিশেষজ্ঞসহ বিভিন্ন সংস্থা৷ ক্রাউডসোর্সিং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে৷ এর মাধ্যমে বনজঙ্গল এলাকায় বসবাসকারীরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবৈধ গাছ কাটার ব্যাপারে বনের নিরাপত্তারক্ষীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন৷ তবে এক্ষেত্রে সমস্যা হলো, সব জায়গায় তো আর ইন্টারনেট সংযোগ নাও থাকতে পারে৷ সেক্ষেত্রে কি হবে?

এই সমস্যা থেকে বেরিয়ে আসারও একটি উপায় বের করেছে ব্রিটেনের ‘রেনফরেস্ট ফাউন্ডেশন' বা আরএফইউকে৷

এই ব্যবস্থায় স্যাটেলাইট মডেম ট্রান্সমিটার ব্যবহার করে মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই অবৈধ গাছ কাটার খবর একটি সার্ভারে পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছে আরএফইউকে৷ এভাবে পাওয়া তথ্য বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবে৷ মোবাইলের একটি এসএমএস পাঠাতে যে খরচ হয় এক্ষেত্রেও সেটাই হবে বলে জানিয়েছে আরএফইউকে৷

উদ্ভাবিত এই পদ্ধতি কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ এ লক্ষ্যে ক্যামেরুনের রেনফরেস্ট এলাকায় বসবাসকারী দু'টি সম্প্রদায়ের লোকজনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷

শুধু অবৈধ গাছ কাটাই নয়, এই পদ্ধতি ব্যবহার করে বন্য প্রাণীদের গতিবিধি পর্যবেক্ষণ, অবৈধ পশুপাখি শিকার সহ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার উপর নজরদারি করা যেতে পারে বলে জানিয়েছে আরএফইউকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ