অবৈধভাবে বিদেশে যাওয়া
১০ নভেম্বর ২০১২সাম্প্রতিক সময়ে অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর সময় দুটি দুঃখজনক ঘটনা ঘটেছে বাংলাদেশ৷ কক্সবাজার থেকে দালালচক্র মালয়েশিয়ায় ট্রলারে করে লোক পাঠাতে গেলে ট্রলার ডুবে দু'টি ঘটনায় এখনো ১৭২ জন লোক নিখোঁজ আছেন৷ গভীর সমুদ্রে এসব ট্রলার ডুবে যাওয়ায় তাদের আর খুঁজে পাওয়ার সম্ভাবনা কম বলে ডয়চে ভেলেকে জানান বিজিবি'র কক্সবাজার অঞ্চলের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ জাহিদ হাসান৷
দালাল চক্র ৩০ থেকে ৪০ হাজার টাকায় এইসব হতভাগ্যদের মালয়েশিয়া নিয়ে চাকরি দেয়ার প্রলোভনের ফাঁদে ফেলেছিল৷ কিন্তু তাদের সে স্বপ্ন সাগরের নোনা জলে ভেসে গেছে৷ এসব ঘটনায় দালালদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হলেও তাদের তৎপরতা থামছেনা৷ প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান ডয়চে ভেলেকে বলেন, এইসব দুঃখজনক ঘটনা যাতে আর না ঘটে সে জন্য প্রতারক দালালদের বিরুদ্ধে এখন থেকে মানব পাচার আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে৷ আর পুলিশ সরাসরি বাদি হয়ে মামলা করবে৷
তিনি জানান, তারা জনসচেতনতামূলক কর্মসূচিও হাতে নিয়েছেন, যাতে নিরীহ মানুষ দালালদের খপ্পরে পড়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা না করেন৷ এজন্য গণ বিজ্ঞপ্তি জারিরও সিদ্ধান্ত হয়েছে৷ তিনি বলেন, সাধারণ মানুষেরও উচিত হবে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা না করা৷ আর কোন দালাল বা আদম ব্যাপারী যদি কাউকে প্রলুব্ধ করে, তাহলে তিনি আইন-শৃঙ্খলাবাহিনী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করেন৷