1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবৈধ অভিবাসীদের জন্যে অ্যারিজোনায় কঠোর আইন

২৪ এপ্রিল ২০১০

এই আইন অনুযায়ি রাজ্যের যে কাউকে পুলিশ প্রশ্ন করতে পারবে এবং সেই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অবশ্যই প্রমাণ পত্র হিসেবে তার স্থায়ী আবাসের গ্রিন কার্ড, অথবা পাসপোর্ট দেখাতে হবে৷

অ্যারিজোনায় অভিবাসীছবি: AP

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অভিবাসী সংক্রান্ত আইন কঠোর করা হয়েছে৷ এই উদ্যোগের সমালোচনা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ বলেছেন, কেন্দ্রীয় অভিবাসন আইন সংস্কার করা না হলে বিক্ষিপ্ত অভিবাসন উদ্যোগের পথ তৈরি হয়ে যাবে৷

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গভর্নর জ্যান ব্রিউয়ার যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত সবচেয়ে কঠোর আইনটিতে সই করেছেন শুক্রবার৷ আইনটি মূলত অবৈধ অভিবাসীদের জন্যে৷ নতুন এই আইন অনুযায়ি বৈধভাবে বাস করার কাগজ পত্র দেখাতে না পারলে পুলিশ এই আইনের আওতায় ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে৷ প্রেসিডেন্ট বারাক ওবামা এই উদ্যোগকে 'বিভ্রান্ত' বলে অভিহিত করেছেন৷

ধারণা করা হচ্ছে, এই আইনটি আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হবে৷ আইনটি এরই মধ্যে বেসামরিক নাগরিক অধিকারের বিষয়ে প্রশ্ন জাগিয়েছে৷ অ্যারিজোনার গভর্নর জ্যান ব্রিউয়ার একজন রিপাবলিকান গভর্নর৷ শুক্রবার তিনি এই আইনটিতে সই করার পর, উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে৷ এই আইন অনুযায়ি রাজ্যের যে কাউকে পুলিশ প্রশ্ন করতে পারবে এবং সেই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অবশ্যই প্রমাণ পত্র হিসেবে তার স্থায়ী আবাসের গ্রিন কার্ড, অথবা পাসপোর্ট দেখাতে হবে৷

আইনটি সই করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রিউয়ার বলেন, এই আইন আইন শৃঙ্খলা বজায় রাখা এবং আবাসিক এলাকাগুলিকে নিরাপদ করার কাজে, এবং দেশের আইনকে শক্তিশালী করতে সমর্থন দেবে৷ তিনি বলেন, অ্যারিজোনার প্রতিটি নাগরিক এবং রাজ্যের সবাইকে আইন অনুযায়ি চলার ক্ষেত্রে এই আইন আমাদের সবাইকে রক্ষা করবে৷ তবে এই আইন কার্যকর করার সময় পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে সাম্প্রদায়িক মনোভাব ছড়াতে পারে এই রকম কোন আশঙ্কা তিনি অস্বীকার করেছেন৷ তিনি বলেন, আমি অ্যারিজোনায় সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব সহ্য করবো না৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: picture alliance/dpa

আর এই অভিবাসী সংক্রান্ত আইনকে বিভ্রান্ত বলে অভিহিত করে এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কোন রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে মন্তব্য করে নজির স্থাপন করলেন৷ শুধু তাই নয়, ওবামা পুরো পরিস্থিতির দিকে নজর রাখার জন্যে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন৷ একই সঙ্গে এই আইন নাগরিক অধিকার খর্ব করছে কিনা, তাও দেখতে বলেছেন তিনি৷ শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে, মার্কিন সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে ওবামা, কেন্দ্রীয় অভিবাসন আইন সংস্কারের গুরুত্ব তুলে ধরেন৷ এই সময় তিনি অ্যারিজোনার আইনকে অভিবাসন আইন সংস্কারের পথে হুমকি হিসেবে চিহ্নিত করেন৷ তিনি বলেন, আমেরিকান জনগণ হিসেবে আমরা যে গর্ব বোধ করি, এর মাধ্যমে তার ভিত্তি দুর্বল করা হয়েছে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুন শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ