1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অবৈধ' গর্ভপাতের দায়ে সাংবাদিকের কারাদণ্ড

১ অক্টোবর ২০১৯

বিবাহ বহির্ভূত যৌনসম্পর্ক এবং ‘অবৈধ' গর্ভপাতের দায়ে মরক্কোর এক সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ তবে সরকারের সমালোচক হওয়ায় তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি এ সাংবাদিকের ৷

Marokko Prozess Hajar Raissouni Protest
ছবি: picture-alliance/AP Photo/M. Elshamy

মরক্কোর এক আদালত ২৮ বছর বয়সি সাংবাদিক হাজার রেইসনিকে অবৈধ গর্ভপাতের দায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছে৷

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো রেইসনির বিরুদ্ধে দায়ের করা মামলাটির শুরু থেকেই সমালোচনা করে আসছিল৷ মরক্কোয় নারীদের দুরবস্থার এক উদাহরণ হিসেবেও মামলাটি তুলে ধরছে অনেক সংগঠন৷

গত ৩১ আগস্ট মরক্কোর রাজধানী রাবাতে এক স্ত্রীরোগবিশেষজ্ঞের ক্লিনিক থেকে বের হওয়ার সময় রেইসনিকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাঁর আইনজীবী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউজ)-কে জানিয়েছেন যে, তাঁকে গ্রেপ্তারের পর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জোর করে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়৷

সেই ঘটনার কিছুদিন পরই রেইসনির বিরুদ্ধে গর্ভপাত এবং বিবাহ বহির্ভূত যৌনসম্পর্কে জড়ানোর অভিযোগ আনা হয়৷

রেইসনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, একটি রক্তের চাকের কারণে চিকিৎসা নিতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি৷ তবে, প্রসিকিউশন জানিয়েছে, হাজার রেইসনির স্বাস্থ্য পরীক্ষায় ‘স্বেচ্ছায় গর্ভপাতের' প্রমাণ মিলেছে৷

মরক্কোর দণ্ডবিধির ৪৯০ ধারা অনুযায়ী, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক অবৈধ৷ আর একজন নারীর জীবনের ঝুঁকি তৈরি হওয়ার ছাড়া অন্য কোনো কারণে গর্ভপাতও অবৈধ৷ রেইসনি যে স্ত্রীরোগবিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন তাঁকে অবৈধ গর্ভপাত করানোর দায়ে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷

আলোচিত এই সাংবাদিকের বাগদত্তা আমিন রিফাতকেও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ রেইসনির আইনজীবীরা অবশ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন৷

সমালোচকরা অবশ্য বলছেন যে, মরক্কোর সরকার সমালোচক সাংবাদিকদের উপর দমনপীড়নের অংশ হিসেবে রেইসনিকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি ‘আখবার আল ইয়াওম' নামের একটি পত্রিকার সাংবাদিক যেটি মাঝেমাঝেই সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করে৷ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স পত্রিকাটিকে মরক্কোর যে কয়েকটি পত্রিকা এখনো স্বাধীন সাংবাদিককতার চর্চা করছে সেগুলোর একটি বলে উল্লেখ করেছে৷

মরক্কো সরকার অবশ্য গর্ভপাত মামলার সঙ্গে রেইসনির সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে৷

এআই/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ