1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভাবনীয় গরম, জ্বলছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গ

১৪ এপ্রিল ২০২৩

ভয়ংকর গরম, লু বইছে। জ্বলছে কলকাতা, জ্বলছে পশ্চিমবঙ্গ। ১১টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি। তাপপ্রবাহ চলবে।

গরমে নাজেহাল কলকাতা-সহ পশ্চিমবঙ্গের মানুষ। ফাইল ছবি।
গরমে নাজেহাল কলকাতা-সহ পশ্চিমবঙ্গের মানুষ। ফাইল ছবি। ছবি: Satyajit Shaw/DW

ভয়ঙ্কর গরমে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গ। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি। সাধারণত পশ্চিমবঙ্গের গরমে আদ্রতা অনেক বেশি থাকে। কিন্তু এবার এই গরম ব্যতিক্রমী। অত্যন্ত শুকনো গরম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বা শুকনো গরম হাওয়া বইছে। মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

এর মধ্যে পানাগড়ে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুরের কিছু জায়গায় তাপমাত্রা ৪১ বা তার বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

পরিস্থিতি এখন এমনই কলকাতার তাপমাত্রা এখন দিল্লির থেকে বেশি। দিল্লিতে তাপমাত্রা এখনো ৪০ ডিগ্রিতে পৌঁছায়নি। বরং কলকাতা এখন রাজস্থানের মরুশহর জয়সলমিরের সঙ্গে পাল্লা দিচ্ছে। সেখানেও বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি।

সাধারণ মানুষের চিন্তা হলো, এপ্রিলেই যদি এই অবস্থা হয়, তাহলে মে-জুন মাসে কী হবে? রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হবে। সাধারণত ২৪ মে এই ছুটি হত, এবার ২ মে থেকে তা শুরু হয়ে যাবে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আপাতত চার-পাঁচদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ছে। মালদহে প্রায় ৪০, দুই দিনাজপুরে ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমছে।

আবহাওয়াবিদেরা বেলা ১২টার পর মানুষকে রাস্তায় বেরোতে মানা করেছেন। লু-এর হাত থেকে বাঁচতে বেশ কয়েকটি সতর্কতা নেয়ার কথাও বলা হয়েছে।

বাঘের জন্য ওআরএস, বাথটব

প্রচন্ড গরমে রয়্যাল বেঙ্গল টাইগারও কাহিল হয়ে পড়েছে। সুন্দরবনের ঝড়খালিতে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘেদের দিনে দুইবার স্নান করানো হচ্ছে। তাদের ওআরএস দেয়া হচ্ছে। ২৪ ঘণ্টা ফ্যান চালিয়ে রাখা হচ্ছে। বাথটব রাখা হয়েছে। বড় পাত্রে জল রাখা হয়েছে।

ঝড়খালিতে এখন তিনটি বাঘ রয়েছে। বাঘ যেখানে ঘোরে, সেখানে ছায়ার ব্যবস্থাও করা হয়েছে।

বীরভূমে অমিত শাহ

এই প্রবল গরমে শুক্রবার বীরভূমে জনসভা করবেন অমিত শাহ। বেণীমাধব স্কুলমাঠে জনসভা সেরে তিনি সিউড়ি হেলিপ্যাডে যাবেন। সেখান থেকে কলকাতায় আসবেন। ফলে দুপুর-বিকেলের মধ্যেই জনসভা সেরে ফেলতে হবে। প্রচণ্ড গরমের মধ্যেই সভা হবে।

জিএইচ/এসজি (পিটিআই, আনন্দবাজার, টিভি৯, নিউজ১৮)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ