1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিজিৎ হত্যায় নিন্দার ঝড়

২৬ ফেব্রুয়ারি ২০১৫

ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার খবরে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ তাঁর ব্লগ ‘মুক্তমনা’ ২০১৪ সালে ডয়চে ভেলের দ্য বব্স পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল৷

Blogger Avijit Roy ###ACHTUNG SCHLECHTER QUALITÄT###
ছবি: Privat

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ এ সময় তাঁর স্ত্রী ব্লগার নাফিজা আহমেদও গুরুতর আহত হন৷ আলোচিত এই ব্লগার নিহতের ঘটনায় টুইটারে নিন্দার ঝড় উঠেছে৷ নির্বাসিত লেখক তসলিমা নাসরিন, ব্লগার ইমরান এইচ সরকারসহ অনেকে এই হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের বিচার চেয়েছেন৷ ইতোমধ্যে ইংরেজিতে #অভিজিৎরায় এবং #জাস্টিসফরঅভিজিৎ হ্যাশট্যাগ ট্রেন্ড করছে বাংলাদেশে৷

ফেসবুকেও এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকে৷ উঠেছে খুনিদের বিচারের দাবিতে কঠোর আন্দোলনের কথাও৷ ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ডজয়ী ব্লগার রাগিব হাসান লিখেছেন, ‘‘ব্যক্তি অভিজিৎদার মৃত্য ঘটেছে, কিন্তু তাঁর শব্দগুলার মৃত্যু নেই৷ তাঁর সাথে সামনা-সামনি দেখা হলো না, এই দুঃখটা রয়ে যাবে৷ বন্যা আপু এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাঁর সুস্থতা কামনা করছি৷ মন হোক মুক্ত, চিন্তা হোক অবারিত৷ শব্দ হোক অমর৷''

বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, ‘‘অভিজিৎ রায়কে বইমেলায় কুপিয়ে খুন করা হলো৷ আমার বিশ্বাস হচ্ছে না৷ তাঁর স্ত্রী মরণাপন্ন হাসপাতালে৷ পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকার৷''

উল্লেখ্য, ২০১৪ সালের দ্য বব্স প্রতিযোগিতায় ‘সেরা ব্লগ' বিভাগে মনোনয়ন পায় ব্লগার অভিজিৎ রায়ের বাংলা ব্লগ ‘মুক্তমনা৷' তবে শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি ব্লগটি৷ এদিকে, অভিজিৎ হত্যাকাণ্ডের পর মুক্তমনা ব্লগটিও কে বা কারা বন্ধ করে দিয়েছে৷ ইন্টারনেটে সাইটটি আর ভিজিট করা যাচ্ছে না৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ