1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিজিৎ হত্যায় নিন্দার ঝড়

২৬ ফেব্রুয়ারি ২০১৫

ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার খবরে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ তাঁর ব্লগ ‘মুক্তমনা’ ২০১৪ সালে ডয়চে ভেলের দ্য বব্স পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল৷

Blogger Avijit Roy ###ACHTUNG SCHLECHTER QUALITÄT###
ছবি: Privat

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা৷ এ সময় তাঁর স্ত্রী ব্লগার নাফিজা আহমেদও গুরুতর আহত হন৷ আলোচিত এই ব্লগার নিহতের ঘটনায় টুইটারে নিন্দার ঝড় উঠেছে৷ নির্বাসিত লেখক তসলিমা নাসরিন, ব্লগার ইমরান এইচ সরকারসহ অনেকে এই হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের বিচার চেয়েছেন৷ ইতোমধ্যে ইংরেজিতে #অভিজিৎরায় এবং #জাস্টিসফরঅভিজিৎ হ্যাশট্যাগ ট্রেন্ড করছে বাংলাদেশে৷

ফেসবুকেও এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকে৷ উঠেছে খুনিদের বিচারের দাবিতে কঠোর আন্দোলনের কথাও৷ ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ডজয়ী ব্লগার রাগিব হাসান লিখেছেন, ‘‘ব্যক্তি অভিজিৎদার মৃত্য ঘটেছে, কিন্তু তাঁর শব্দগুলার মৃত্যু নেই৷ তাঁর সাথে সামনা-সামনি দেখা হলো না, এই দুঃখটা রয়ে যাবে৷ বন্যা আপু এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাঁর সুস্থতা কামনা করছি৷ মন হোক মুক্ত, চিন্তা হোক অবারিত৷ শব্দ হোক অমর৷''

বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, ‘‘অভিজিৎ রায়কে বইমেলায় কুপিয়ে খুন করা হলো৷ আমার বিশ্বাস হচ্ছে না৷ তাঁর স্ত্রী মরণাপন্ন হাসপাতালে৷ পৃথিবীর ভবিষ্যৎ অন্ধকার৷''

উল্লেখ্য, ২০১৪ সালের দ্য বব্স প্রতিযোগিতায় ‘সেরা ব্লগ' বিভাগে মনোনয়ন পায় ব্লগার অভিজিৎ রায়ের বাংলা ব্লগ ‘মুক্তমনা৷' তবে শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি ব্লগটি৷ এদিকে, অভিজিৎ হত্যাকাণ্ডের পর মুক্তমনা ব্লগটিও কে বা কারা বন্ধ করে দিয়েছে৷ ইন্টারনেটে সাইটটি আর ভিজিট করা যাচ্ছে না৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ