1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিজিৎ হত্যা: অনলাইনে প্রতিবাদের ঝড়, অফলাইনে নীরবতা

আরাফাতুল ইসলাম৬ মার্চ ২০১৫

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড নিয়ে অনলাইনে প্রতিবাদের ঝড় বয়ে গেলেও, রাজপথে সেই ঝড়ের কোনো আভাস নেই৷ বরং বিভিন্ন মহলের নীরবতার কারণে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে, কাটছে না ধোঁয়াশা৷

Bangladesch Protest gegen Ermordung von US-Blogger (Bildergalerie)
ছবি: DW

অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রতিবাদ' শীর্ষক একটি কর্মসূচির কথা ২৬ ফেব্রুয়ারি রাতেই ফেসবুকে শেয়ার করেছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া৷ ফেসবুক ইভেন্টটি শেয়ার করার সময় তিনি লেখেন, ‘‘হাজার পাঁচেক লোক হলেও একটা ভিন্ন ম্যাসেজ দেয়া যেত৷ কোটি মানুষের ঢাকায় কি হাজার পাঁচেক মানুষও নেই যারা হত্যার প্রতিবাদ করতে পারে? জানি নেই৷ আসবে না৷ যারা আসবে তারা নিজের টানেই আসবে৷''

জ্যোতির্ময় বড়ুয়া একজন বিজ্ঞ মানুষ৷ ব্লগারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ সেই অভিজ্ঞতা থেকে সম্ভবত এটা শঙ্কা করেছিলেন তিনি৷ বিস্ময়কর হলেও সত্য বর্বর এই হত্যাকাণ্ডের পর সরকারের উচ্চ পর্যায় থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিজিৎ হত্যাকাণ্ডের নিন্দা জানাননি, এই নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেননি৷ সাংবাদিক গোলাম মোর্তোজা এই বিষয়ে ফেসবুকে লিখেছেন, ‘‘হত্যাকাণ্ডের পর ব্লগার রাজীবের বাড়িতে প্রধানমন্ত্রী যাওয়ায় যে প্রতিক্রিয়া হোফাজতে ইসলাম দেখিয়েছিল, সেই সুযোগ আর একবার দিতে চায়নি সরকার৷''

তবে সরকার নীরব আর রাজপথে প্রতিবাদী মানুষের উপস্থিতি কম হলেও অনলাইনে কিন্তু অভিজিৎ হত্যাকাণ্ডের শক্ত প্রতিবাদ হচ্ছে৷ বিশ্বের বড় বড় সব গণমাধ্যম এই বিষয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে৷ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন৷ অনলাইন পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট টপসি ডটকম জানাচ্ছে, ‘অভিজিৎ রায়' নামটি রয়েছে এমন টুইটের সংখ্যা পঁয়ত্রিশ হাজারের বেশি৷ এরমধ্যে ২৬ হাজার টুইট করা হয়েছে গত এক সপ্তাহে৷

উল্লেখ্য, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট অভিজিৎ রায়কে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷ হামলায় গুরুতর আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ৷ নাস্তিক এই ব্লগারকে হত্যার হুমকি আগেই অনলাইনে দিয়েছিল উগ্রপন্থিরা৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফারাবি শফিউর রহমান নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ