সমাজে যৌন হয়রানির বাস্তবতা তুলে ধরতে জার্মানিতে নারী অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন তিনটি ভাস্কর্যের দিকে সবার নজর আকর্ষণের চেষ্টা করেছে৷
মিউনিখের জুলিয়েট ক্যাপুলেট ভাস্কর্য ও ব্রেমেনের ‘ইয়ুথ' ভাস্কর্যের পেছনে এবং বার্লিনের নেপচুন ফোয়ারার অংশ ‘ফ্রাউ রাইন' ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড স্থাপন করে টেয়ার ডে ফামছবি: Peter Kneffel/dpa/picture alliance
বিজ্ঞাপন
নগ্ন নারীদের প্রদর্শন করা এসব ভাস্কর্যে দেখা যাচ্ছে, শরীরের অন্য অংশের চেয়ে স্তনের অংশটির রং হালকা হয়ে গেছে৷
এ থেকে বোঝা যায় ‘বেশিরভাগ সময় কোথায় স্পর্শ করা হয়', সোমবার এক বিবৃতিতে বলেছে ‘টেয়ার ডে ফাম' সংগঠন৷
মিউনিখের জুলিয়েট ক্যাপুলেট ভাস্কর্য ও ব্রেমেনের ‘ইয়ুথ' ভাস্কর্যের পেছনে এবং বার্লিনের নেপচুন ফোয়ারার অংশ ‘ফ্রাউ রাইন' ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড স্থাপন করছিল টেয়ার ডে ফাম৷ এতে লেখা ছিল ‘যৌন হয়রানি চিহ্ন রেখে যায়'৷ শুক্রবার স্থাপন করা প্ল্যাকার্ডগুলো সোমবার তুলে ফেলা হয়৷ প্ল্যাকার্ডে একটি কিউআর কোড ছিল, যেটি স্ক্যান করে ভাস্কর্যগুলোর ছোট অডিও বার্তা শোনা গেছে৷
সংগঠনের মুখপাত্র জিনা টোঙ্ক এক বিবৃতিতে বলেন, ‘‘যৌন হয়রানি এমন এক সমস্যা যা প্রায়ই তুচ্ছ বা উপেক্ষা করা হয়৷'' তিনি বলেন, ‘‘ভুক্তভোগীদের কথা শোনা ও অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে৷''
যৌন হয়রানির দায়ে অভিযুক্ত সেলিব্রেটিরা
বিশ্বজুড়ে অনেক বিখ্যাত ব্যক্তিই যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছেন৷ অনেক সেলিব্রেটিই শিকার হয়েছেন মিথ্যা অভিযোগের, আবার কেউ কেউ ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে সাজাপ্রাপ্তও হয়েছেন৷ এমন কয়েকজনের কথা থাকছে ছবিঘরে৷
ছবি: Reuters/A. Fadnavis
স্নুপ ডগ
২০২২ সালের শুরুর দিকে মার্কিন ব়্যাপার স্নুপ ডগের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন এক নারী৷ তিনি একসময় স্নুপ ডগের দলের নৃত্যশিল্পী ছিলেন। ২০১৩ সালে মারধর এবং গালিগালাজের ঘটনা ঘটেছিল দাবি করে এই ব়্যাপারের দীর্ঘদিনের বন্ধু ও হিপ হপ ব্যক্তিত্ব বিশপ ডন হুয়ানের বিরুদ্ধেও মামলা করেছেন এ নারী৷
ছবি: Willy Sanjuan/Invision/AP/picture alliance
হার্ভি ওয়াইনস্টিন
বিনোদন শিল্পে অনেকের কাছেই প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন হার্ভে ওয়াইনস্টিন৷ কিন্তু তার অন্ধকার দিকের কথা জানতেন কিছু নারী৷ অ্যাশলে জুড এবং রোজ ম্যাকগোয়ানের মতো অভিনেত্রীরা তাদের অভিজ্ঞতা প্রকাশ করার পর ওয়াইনস্টিন শুরুতে অভিযোগ অস্বীকার না করলেও পরবর্তীতে ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন৷ নিউ ইয়র্কে হওয়া ধর্ষণ এবং যৌন নির্যাতনের মামলায় সাজা হিসাবে ২৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি৷
ছবি: Angela Weiss/AFP
বিল কসবি
প্রায় অর্ধ শতক আগের নানা ঘটনাতেও অভিযোগ উঠেছে জনপ্রিয় মার্কিন অভিনেতা বিল কসবির বিরুদ্ধে৷ ১৯৮০ দশক থেকেই কসবির বিরুদ্ধে কানাঘুষা ছিল৷ ঘটনাগুলো প্রকাশ্যে আসতে শুরু করে ২০০৪ সালে৷ টেম্পল বিশ্ববিদ্যালয়ের কর্মী আন্দ্রেয়া কনস্টান্ড কসবির বিরুদ্ধে অভিযোগ করলেও পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় মামলা করা সম্ভব হয়নি৷ পরবর্তীতে একে একে প্রায় ৬০ জন নারী বিল কসবির বিরুদ্ধে মাদক প্রয়োগ করে ধর্ষণ করার অভিযোগ তোলেন৷
ছবি: Dennis Van Tine/STAR MAX/IPx/picture alliance
প্রিন্স অ্যান্ড্রু
ইংল্যান্ডের রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধেও রয়েছে যৌন নির্যাতনের অভিযোগ৷ মার্কিন বিনিয়োগকারী জেফ্রি এপস্টাইনের সহায়তায় অভিনেত্রী ভার্জিনিয়া রবার্টস জিউফ্রেকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে৷ নারী পাচারের দায়ে এপস্টাইনের সাজা হয় ২০০৮ সালে৷ তখন থেকেই অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগের তির ধেয়ে আসছে৷ এরপরই রাজকীয় সব দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাকে৷
এপস্টাইনের সঙ্গে সম্পর্ক থাকা আরেক সেলিব্রিটি হিসাবে নাম এসেছে মার্কিন অভিনেতা কেভিন স্পেসিরও৷ অল্পবয়স্ক ছেলেদের হয়রানির অভিযোগ তার বিরুদ্ধে৷ ২০২০ সালে স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন অভিনেতা অ্যান্থনি ব়্যাপ৷ অভিযোগ, ১৯৮৬ সালে ১৪ বছর বয়সের থাকাকালীন মাতাল অবস্থায় ব়্যাপকে হয়রানি করেন স্পেসি৷ এরপর আরো অন্তত ১৫ জন একই ধরনের অভিযোগ করেন৷ স্পেসি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন৷
ছবি: zz/Dennis Van Tine/STAR MAX/IPx/picture alliance
মাইক টাইসন
১৮ বছর বয়সি ডিজায়ার ওয়াশিংটন নামের এক নারীকে ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত হন বক্সিং কিংবদন্তী মাইক টাইসন৷ ১৯৯২ সালে মামলার রায় ঘোষণার পর টাইসনকে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হয়৷ ওয়াশিংটন ছিলেন তৎকালীন মিস ব্ল্যাক রোড আয়ল্যান্ড৷
ছবি: Joe Scarnici/Getty Images
মাইকেল জ্যাকসন
১৯৯৩ সালে শিশুদের যৌন হয়রানির অভিযোগ ওঠে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে৷ ১৯৯৪ সালে সমঝোতার মাধ্যমে এই মামলার নিষ্পত্তি হয়৷ কিন্তু ২০০৩ সালে তার বিরুদ্ধে এমন আরো সাতটি অভিযোগে মামলা দায়ের হয়৷ ২০০৫ সালে মাইকেল জ্যাকসনকে নির্দোষ বলে রায় দেয় আদালত৷