1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তানের লিঙ্গপরিচয় জানালেন মা-বাবা!

২৩ জুন ২০১৭

ওকলাহোমাসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি রাজ্যে খালি হাতে ক্যাটফিশ ধরা একটি ঐতিহ্য৷ একে ‘নুডলিং' বলা হয়৷ আত্মীয়স্বজনকে সন্তানের লিঙ্গপরিচয় জানাতে এই প্রক্রিয়াই বেছে নিয়েছিলেন এক মা-বাবা৷

ছবি: Facebook/Shelby Leaming Moore

তাঁদের নাম শেলবি মুর ও কোল্ট মুর৷ তাঁরা থাকেন ওকলাহোমার মানফর্ড এলাকায়৷ শেলবি মুর সোমবার তাঁর ফেসবুকে ঘটনাটির ভিডিও প্রকাশ করেন৷ এখন পর্যন্ত সেটি প্রায় ৪০ লাখবার দেখা হয়েছে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্ল্যাটহেড ক্যাটফিশ ধরতে কোল্ট মুর পানির নীচে ডুব দিচ্ছেন৷ কিছুক্ষণ পর তাঁকে ক্যাটফিশ নিয়ে উপরে উঠতে দেখা যায়৷ তবে ক্যাটফিশের মুখে গোলাপি রংয়ের একটি ফিতা লাগানো ছিল৷ যার মানে হচ্ছে, ‘ইটস আ গার্ল!' এটি দেখার পর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন এই দম্পতির আত্মীয়স্বজন৷

ফেসবুকে আপলোড করার সময় শেলবি লিখেছেন, ‘‘ইটস আ গার্ল! কলিন্স টেলর মুরকে ডিসেম্বরের ২ তারিখে এই বিশ্বে স্বাগত জানানো হবে৷''

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ