1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাত্র আন্দোলনের ভাইরাল ভিডিওগুলো

২ আগস্ট ২০১৮

কোথাও ক্ষুদে শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স পরীক্ষা করছেন, কোথাও মন্ত্রীকে তাঁরা নামিয়ে দিচ্ছেন গাড়ি থেকে, কোথাও আবার মা তাঁর সন্তানকে আন্দোলনে নিয়ে এসেছেন, নিজ হাতে অন্যদের খাবার খাওয়াচ্ছেন৷

ছবি: DW/Muhammad Mostafigur Rahman

শুধু রাস্তা আটকে রাখার কারণে জনদুর্ভোগই চোখে পড়ছে? কিন্তু ভেবে দেখুন, বাংলাদেশ তো বটেই, বিশ্বেও হয়ত এমন আন্দোলনের নজির নেই যেখানে স্কুলের শিক্ষার্থীরা ৪৭ বছরের জঞ্জাল নিজ হাতে শান্তিপূর্ণ উপায়ে দূর করার দায়িত্ব নিয়েছে৷

যেমন এই ভিডিওতে দেখা যাচ্ছে এক রিকশাওয়ালা অসুস্থ হয়ে যাওয়ায় তাকে যাত্রীর আসনে বসিয়ে নিজেই রিকশা চালিয়ে নিয়ে যাচ্ছেন এক শিক্ষার্থী৷

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এক মাকে দেখা যাচ্ছে সন্তানদের নিজ হাতে ভাত খাইয়ে দিতে৷ তাঁর মতোই অনেক অভিভাবকও রাস্তায় নেমেছেন সন্তানদের সাথে নিরাপদ সড়কের দাবিতে একাত্ম হতে৷

পুলিশের বিরুদ্ধে ছাত্রদের ওপর হামলা ও নির্যাতনের নানা অভিযোগ থাকলেও এক ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মকর্তা রীতিমতো গলা ছেড়ে গান গাইছেন৷ তার সাথে গানে গলা মেলাচ্ছেন উপস্থিত আন্দোলনকারী ছাত্র-জনতাও৷

সাংবাদিক, পুলিশ, মন্ত্রি, সচিব, সমাজের তথাকথিত ‘প্রভাবশালী' কাউকেই ছাড় দেয়নি শিক্ষার্থীরা৷ ‘আইন সবার জন্য সমান', ‘বিচার চাই' দানিতে তাঁরা রুখে দিচ্ছে ‘প্রভাবশালী' মন্ত্রীদেরও৷ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পর এবার আনোয়ার হোসেন মঞ্জুকেও গাড়ি থেকে নামিয়ে দিলো ছাত্ররা৷ তাঁর গাড়ির চালকেরও লাইসেন্স নেই!

কোথাও কোথাও গাড়ির লাইসেন্স পরীক্ষা করার পাশাপাশি দীর্ঘদিনের ভাঙা রাস্তা মেরামতের দায়িত্বও নিয়েছেন শিক্ষার্থীরা৷

এদিকে দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেই মিরপুরে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে পুলিশ৷ শোনা গেছে গুলির শব্দও৷

পুলিশের সাথে লাঠি হাতে কিছু যুবকও অংশ নিয়েছেন শিক্ষার্থীদের ওপর হামলায়৷ তাদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলাকারীরা ছাত্র ও যুবলীগের কর্মী৷

এডিকে/ডিজি

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ