1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাজ্য

অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের কঠোর নীতিমালা

১২ মে ২০২৫

যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে নতুন এক নীতমালা প্রণয়ন করেছে দেশটির সরকারা৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, নিজেদের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান তিনি৷

কিয়ার স্টারমার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার৷ ফাইল ফটোছবি: Wiktor Szymanowicz/IMAGO

এই লক্ষ্যে সোমবার ইমিগ্রেশন হোয়াইট পেপার পলিসি নামে নীতিমালা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার৷

নতুন এই নীতিমালায় অভিবাসীদের যু্ক্তরাজ্যে নাগরিকত্ব পাওয়ার বিধান পরিবর্তন করা থেকে শুরু করে তাদের ভাষাগত দক্ষতা, দক্ষ শ্রমিক নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে৷  

লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘গবেষণামুলকভাবে সীমান্ত খোলা রাখার’ বিষয়টি তিনি বন্ধ করতে চান৷ এমন কার্যক্রমের ফলে যুক্তরাজ্যে কনজারভেটিভ সরকারের আমলে নিট মাইগ্রেশন প্রায় এক মিলিয়ন বেড়েছে বলে দাবি লেবার পার্টির গঠিত সরকারের৷  

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই নীতিমালার (শ্বেতপত্র) ফলে পুনরায় সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হবে৷”

উল্লেখ্য, গত বছর জাতীয় নির্বাচনে নির্বাচনি প্রতিশ্রতির অংশ হিসেবে দেশের নিট মাইগ্রেশন ব্যপকভাবে কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলো লেবার পার্টি৷ এরই অংশ হিসেবে এই শ্বেতপত্র ঘোষণা করেছে সরকার৷ 

নতুন নীতিমালায় যা থাকছে

সরকারের শ্বেতপত্রে নাগরিকত্ব পাওয়ার বিধান কঠিন করা হয়েছে৷ সোমবার প্রকাশিত শ্বেতপত্রে যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন কারার আগে প্রার্থীকে ১০ বছর দেশটিতে অবস্থান করার  বিধারনযুক্ত করা হয়৷ আগের নিয়মে এটি ছিল পাঁচ বছর৷ 
 
ভাষাগত দক্ষতার ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন৷ প্রাপ্তবয়স্ক নির্ভরশীল ব্যক্তিদেরকে ইংরেজি ভাষায়  দক্ষতার প্রমাণ দিতে হবে৷ এদিকে বিদেশি শিক্ষার্থীদের বেলায়ও সরকারের কঠোর হবে বলে নীতিমালায় ইঙ্গিত মিলেছে৷ জানা গেছে, পড়াশোনা শেষে শিক্ষার্থীদের যুক্তরাজ্যে অবস্থান করার মেয়াদ কমিয়ে আনা হবে৷ 

এদিকে শ্বেতপত্রে অপরাধের সাথে যুক্ত অভিবাসীদেরকে প্রত্যাবাসনের জন্য সরকারকে নতুন করে ক্ষমতা দেওয়া হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের মতে, অপরাধের সঙ্গে যুক্ত বিদেশিদের ফেরত পাঠানোর পদ্ধতিটি খুব দুর্বল৷ তিনি বলেন, ‘‘আমাদের আরো শক্তিশালী পদ্ধতি প্রয়োজন৷’’

শুধু তাই নয়, বিদেশি দক্ষ কর্মীদের দেশটিতে কাজের সুযোগ পেতে ন‍্যূনতম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকার বিধানের কথা শ্বেতপত্রে বলা হয়েছে৷ সেইসাথে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছর কম দক্ষ শ্রমিকের সংখ্যা ৫০ হাজারে নামিয়ে আনা হবে৷ 

অভিবাসন বিষয়ে এমন কঠোর  অবস্থান দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে পারে- ব্যবসায়ীদের এমন সতর্কতাকেও আমলে নেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ বরং এই বিষয়ে দ্বিমত পোষণ করেন তিনি৷ বলেন, অধিক সংখ্যক অভিবাসীর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় এমন তত্ত্বের কোনো প্রমাণ নেই৷        

ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘‘কোনো ভুল করা যাবে না, এই পরিকল্পনার মানে হলো অভিবাসীর সংখ্যা কমে আসবে৷ এটিই প্রতিজ্ঞা৷’’  তিনি বলেন, ‘‘যদি আরো পক্ষেপ নেওয়ার দরকার হয়, আমার কথা খেয়াল করুন, আমরা পদক্ষেপ নেব৷’’  

আরআর/টিএম (রয়টার্স, এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ