1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসন নিয়ে ইইউ-র বৈঠক

২০ জুন ২০১৮

শরণার্থী সংকটের সমাধান খুঁজতে আগামী বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন৷ তার আগে রবিবার নিজেদের মধ্যে কথা বলবেন কয়েকজন নেতা৷

Belgien Europaflaggen in Brüssel
ছবি: picture-alliance/chromorange

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার বুধবার জানান, ইউরোপে অভিবাসন ও আশ্রয় নিয়ে আলোচনার জন্য তিনি রবিবার ব্রাসেলসে ‘অনানুষ্ঠানিক' এক বৈঠক আহ্বান করেছেন৷ ‘‘ইইউ শীর্ষ সম্মেলনের আগে শরণার্থী সংকটের একটি ইউরোপীয় সমাধানসূত্র পাওয়ার লক্ষ্যে কয়েকজন রাষ্ট্রপ্রধান নিজেদের মধ্যে আলোচনা করবেন,'' বলে এক টুইট বার্তায় জানান ইয়ুংকার৷

জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, গ্রিস, অস্ট্রিয়া ও বুলগেরিয়ার নেতৃবৃন্দ এতে অংশ নেবেন বলে এএফপি জানিয়েছে৷ এদিকে, মাল্টার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনিও ইয়ুংকারের আমন্ত্রণ পেয়েছেন৷

বৈঠকে ‘ডাবলিন রেগুলেশন' সংস্কার নিয়ে আলোচনা হতে পারে৷ এই নীতি অনুযায়ী, শরণার্থীরা প্রথমে যে দেশে নিবন্ধিত হবেন, সেই দেশেই তাদের আশ্রয়ের আবেদন করতে হয়৷ এই নিয়মের কারণে ইটালি ও গ্রিসের সমস্যা হচ্ছিলো৷ কারণ, বেশিরভাগ শরণার্থীই সাধারণত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই দেশ দুটিতে আশ্রয় নিয়ে থাকেন৷

এছাড়া রবিবারের বৈঠকে ইইউর সীমান্তরক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করা, ইইউর বাইরে আশ্রয় প্রক্রিয়াকরণ কেন্দ্র খোলা এবংইইউর বিভিন্ন দেশে শরণার্থীদের বণ্টন করা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে৷

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে প্রায় ১৫ লক্ষ শরণার্থী প্রবেশ করেছে৷ তাঁদের কারণে ইইউ'র আশ্রয় ব্যবস্থা সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে৷

শরণার্থী সংকটকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশে ডানপন্থি দলগুলো জনপ্রিয় হয়ে উঠেছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর মানবিক শরণার্থী নীতির কারণে সম্প্রতি রাজনৈতিক সংকটে পড়েছেন৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ