1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসন নীতি নিয়ে ত্রিমুখী দ্বন্দ্বে জার্মানি

১২ জুন ২০১৮

মঙ্গলবার অভিবাসী ও শরণার্থী নিয়ে মাস্টার প্ল্যান প্রকাশ করার কথা জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফারের৷ কিন্তু শেষ মুহূর্তে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সাথে দ্বিমত হওয়ায় তা স্থগিত করা হয়েছে৷

Horst Seehofer und Kanzlerin Merkel
ছবি: picture-alliance/AP Photo/M. Schreiber

রক্ষণশীলদের এই অভিবাসন নীতি ঠিক কোন ইস্যুতেআটকে গেল, তা পরিষ্কার নয়৷ তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিছু বিষয়ে এখনও কিছু বিষয়ে দ্বিমত রয়ে গেছে৷

বাভারিয়ান অঞ্চলের খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন (সিএসইউ)-এর নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সেহোফারের একটি ৬৩ পয়েন্টের অভিবাসন নীতি অন্য দলগুলোর সামনে উত্থাপনের কথা ছিল৷

জার্মানির ডেইলি বিল্ড পত্রিকা বলছে, যেসব শরণার্থীর আশ্রয়প্রার্থনা এরই মধ্যে ফিরিয়ে দেয়া হয়েছে বা যারা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোতে আশ্রয় চেয়েছে, তাদের জার্মানি সীমান্তে আটকে দেয়া হবে কিনা, এ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে চ্যান্সেলর ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে৷

এই মতবিরোধ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের জোটে থাকা তৃতীয় সামাজিক গণতন্ত্রী দল এসপিডি৷ দলটি জানিয়েছে, এবার তারা নিজেদের প্রস্তাব নিয়ে এগিয়ে আসবে৷ দলের উপনেতা রাল্ফ শ্টেগনার জানিয়েছেন, ‘‘শরণার্থী বিষয়ে যাঁরা সুনির্দিষ্ট প্রস্তাব দেখতে চান, তাঁদের সেহোফার বা সিএসইউর ওপর নির্ভর করা উচিত হবে না৷ এ কারণেই এসপিডি সামনে এগিয়ে এসেছে৷''

সেহোফার বরাবরই ম্যার্কেলের অভিবাসননীতির কড়া সমালোচনা করে এসেছেন৷ ২০১৫ সাল থেকে অন্তত ১০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি৷ গত বছরের জাতীয় নির্বাচনে রক্ষণশীলদের আসন হারানো এবং ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র উত্থানের পেছনে ম্যার্কেলের এই উদারনীতিকেই দায়ী করা হয়৷

সেহোফার দায়িত্ব নেয়ার পর থেকে সরকারকে রক্ষণশীল অভিবাসননীতির দিকে নিয়ে যেতে চাচ্ছেন৷ এএফডির কাছে হারানো স্থান পুনরুদ্ধারও তাঁর অন্যতম লক্ষ্য৷

এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ