1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসন-প্রত্যাশীদের ভালো চোখে দেখছে না জার্মানরা

২৮ এপ্রিল ২০১৯

সাম্প্রতিক এক সমীক্ষা থেকে জানা গেছে, প্রায় অর্ধেকের বেশি জার্মান নাগরিক এখন আর অভিবাসন-প্রত্যাশীদের ভালো নজরে দেখেন না৷ গত কয়েক বছরে শরণার্থী সংখ্যা কমলেও এই মনোভাব দেখা যাচ্ছে৷

ছবি: picture-alliance/dpa/B. Thissen

বৃহস্পতিবার জার্মানির বামপন্থি ‘থিঙ্কট্যাঙ্ক' ফ্রেডরিক এবার্ট স্টিফটুং একটি প্রতিবেদনে জানিয়েছে যে, জার্মানিতে সাধারণ মানুষের মধ্যে ক্রমেই জাতিবিদ্বেষী চিন্তাভাবনা স্বাভাবিক হয়ে উঠছে৷

বিলেফেল্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের নেতৃত্বে সম্পন্ন হওয়া এই গবেষণা জানাচ্ছে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মোট ৫৪ দশমিক ১ শতাংশ মানুষই অভিবাসন-প্রত্যাশীদের প্রতি সদয় নন৷ বরং, তাঁদের প্রতি নেতিবাচক মনোভাবই বেশি রয়েছে৷ 

উল্লেখ্য, ২০১৬ সালে রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে জার্মানিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এসেছেন৷ সেই সময় এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মোট ৪৯ দশমিক ৫ শতাংশ মানুষ ছিলেন আশ্রয়-প্রত্যাশীদের প্রতি সন্দিহান ও নেতিবাচক৷ এই সংখ্যাই বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১ শতাংশে৷

যদিও ২০১৪ বা ২০১৬ সালের তুলনায় জার্মানিতে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়-প্রত্যাশী মানুষের সংখ্যা বর্তমানে অনেকটাই কম, তবুও শরণার্থী-বিদ্বেষী মনোভাব তাতে কমেনি৷

শরণার্থী-বিদ্বেষ, না বিদেশি-বিদ্বেষ?

একই প্রতিবেদন থেকে জানা গেছে যে, প্রতি পাঁচজনের মধ্যে একজন জার্মান (অংশগ্রহণকারীদের ১৯ শতাংশ) বিদেশি বা অ-জার্মান মানুষদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন

শুধু তাই নয়, এই সমীক্ষা বলছে, শরণার্থী বা অভিবাসন-প্রত্যাশীদের তুলনায় গৃহহীন বা সমকামী মানুষদের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে জার্মানদের৷

এসএস/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ