1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসন-প্রত্যাশীদের ভালো চোখে দেখছে না জার্মানরা

২৮ এপ্রিল ২০১৯

সাম্প্রতিক এক সমীক্ষা থেকে জানা গেছে, প্রায় অর্ধেকের বেশি জার্মান নাগরিক এখন আর অভিবাসন-প্রত্যাশীদের ভালো নজরে দেখেন না৷ গত কয়েক বছরে শরণার্থী সংখ্যা কমলেও এই মনোভাব দেখা যাচ্ছে৷

ছবি: picture-alliance/dpa/B. Thissen

বৃহস্পতিবার জার্মানির বামপন্থি ‘থিঙ্কট্যাঙ্ক' ফ্রেডরিক এবার্ট স্টিফটুং একটি প্রতিবেদনে জানিয়েছে যে, জার্মানিতে সাধারণ মানুষের মধ্যে ক্রমেই জাতিবিদ্বেষী চিন্তাভাবনা স্বাভাবিক হয়ে উঠছে৷

বিলেফেল্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের নেতৃত্বে সম্পন্ন হওয়া এই গবেষণা জানাচ্ছে, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মোট ৫৪ দশমিক ১ শতাংশ মানুষই অভিবাসন-প্রত্যাশীদের প্রতি সদয় নন৷ বরং, তাঁদের প্রতি নেতিবাচক মনোভাবই বেশি রয়েছে৷ 

উল্লেখ্য, ২০১৬ সালে রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে জার্মানিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এসেছেন৷ সেই সময় এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মোট ৪৯ দশমিক ৫ শতাংশ মানুষ ছিলেন আশ্রয়-প্রত্যাশীদের প্রতি সন্দিহান ও নেতিবাচক৷ এই সংখ্যাই বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১ শতাংশে৷

যদিও ২০১৪ বা ২০১৬ সালের তুলনায় জার্মানিতে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়-প্রত্যাশী মানুষের সংখ্যা বর্তমানে অনেকটাই কম, তবুও শরণার্থী-বিদ্বেষী মনোভাব তাতে কমেনি৷

শরণার্থী-বিদ্বেষ, না বিদেশি-বিদ্বেষ?

একই প্রতিবেদন থেকে জানা গেছে যে, প্রতি পাঁচজনের মধ্যে একজন জার্মান (অংশগ্রহণকারীদের ১৯ শতাংশ) বিদেশি বা অ-জার্মান মানুষদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন

শুধু তাই নয়, এই সমীক্ষা বলছে, শরণার্থী বা অভিবাসন-প্রত্যাশীদের তুলনায় গৃহহীন বা সমকামী মানুষদের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে জার্মানদের৷

এসএস/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ