1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের মৃত্যু রুখতে খরচ বাড়াল

২৪ এপ্রিল ২০১৫

ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর মিছিল বন্ধ করার জন্য ‘ট্রাইটন'-এর ব্যয় তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ইইউ৷ ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়৷

Symbolbild afrikanische Flüchtlinge im Mittelmeer
ছবি: picture-alliance/Milestone Media

ভূমধ্যসাগর থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারের জন্য ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত প্রয়াস গত অক্টোবর থেকে বন্ধ রয়েছে৷ এখন শুধু ‘ট্রাইটন' নামের একটি কার্যক্রম চলছে, যার অধীনে শুধু ইউরোপীয় দেশগুলোর ৫০ কিলোমিটার পর্যন্ত জলসীমার তদারক করা যায়৷ বৃহস্পতিবার সেই কার্যক্রমের জন্য ব্যয় তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন ইইউ নেতৃবৃন্দ৷

লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে যায় একটি মাছ ধরার জাহাজ৷ অভিবাসন প্রত্যাশীতে বোঝাই ছিল জাহাজটি৷ বহন ক্ষমতার চেয়ে অনেক গুণ বেশি যাত্রী পরিবহন করতে গিয়ে জাহাজটি সাগরেই ডুবে যায়৷ এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৮০০ জন মারা গেছেন বলে বার্তাসংস্থাগুলো জানাচ্ছে৷

ভূমধ্যসাগরের এই মর্মন্তুদ ঘটনার পরই আবার অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু বন্ধ করার উপায় খুঁজতে নড়েচড়ে বসে ইউরোপীয় দেশগুলো৷ ইটালির আহ্বানে বৃহস্পতিবার সেই উদ্দেশ্যেই বেলজিয়ামে বৈঠকে বসেছিলেন ইইউভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ৷

বৈঠক শেষে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, ‘‘আমরা দ্রুত ব্যবস্থা নিতে চাই৷ এ কারণেই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হলো৷'' ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুঙ্কারও বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন৷ ইইউ জানিয়েছে, ট্রাইটন-এর ব্যয় বাড়ানোর উদ্দেশ্য ভূমধ্যসাগর দিয়ে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বন্ধের উদ্যোগকে আরো কার্যকর করা৷ সমুদ্রসীমা তদারকের জন্য আরো কিছু হেলিকপ্টার ও হাহাজ কিনে ‘ট্রাইটন'-এর কার্যকারিতা বাড়ানো হবে৷

এসিবি/এসবি (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ