1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসীদের প্রতি সাবেক জার্মান প্রেসিডেন্টের আহ্বান

৮ জুন ২০১৮

জার্মানিতে সমান্তরাল সমাজ গড়া থেকে বিরত থাকতে অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক৷ পাশাপাশি, জার্মান শব্দ ‘হাইমাট’, অর্থাৎ স্বদেশ শব্দের অপব্যবহারের বিষয়েও সতর্ক করেছেন তিনি৷

ছবি: picture-alliance/dpa/W. Rothermel

জার্মানিতে বসবাসরত অভিবাসীদের যেমন আছে সেভাবেই দেশটিকে এবং দেশটির মূল্যবোধ গ্রহণ করা উচিত বলে মনে করেন ইওয়াখিম গাউক৷ জার্মানির এক পত্রিকায় বৃহস্পতিবার তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়েছে৷

‘‘এটা আমার কাছে অগ্রহণযোগ্য যে, জার্মানিতে কয়েকদশক ধরে বসবাসরত মানুষরাও জার্মান ভাষায় কথাবার্তা বলতে পারে না, শিক্ষক-অভিভাবক সম্মেলনে অংশ নেয় না কিংবা সন্তানদের ক্লাসে বা খেলাধুলায় অংশ নেয়া থেকে বিরত রাখতে চায়,’’ বলেন গাউক৷

জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে গাউক জানান, যাঁরা নিজেদের বর্ণবাদী বা বিদেশিআতঙ্কগ্রস্ত ভাবা হতে পারে মনে করে জার্মান মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসছেন না, তাঁদের সেটা করা উচিত নয়৷ বরং জার্মান মূল্যবোধের ভিত্তিতে জার্মানিতে একক সমাজ ব্যবস্থার পক্ষে তিনি৷

অভিবাসীদের সমাজের মূলধারায় অন্তর্ভূক্ত করতে জার্মান রাজনীতিবিদদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করেন গাউক৷ রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘জার্মানিতে বসবাসরত সবাই যাতে দেশটির নিয়ন্ত্রক নিয়মনীতি গ্রহণ করে, তা নিশ্চিত করতে হবে৷’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিল্ড পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়, যার বিষয়বস্তু ছিল ‘হাইমাট’ অর্থাৎ স্বদেশ৷ নাৎসি জমানায় এবং সাবেক কমিউনিস্ট পূর্ব জার্মানিতে এই শব্দটিকে ব্যাপক আকারে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়৷ সেই সময় দীর্ঘদিন শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে৷

সাবেক জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউকছবি: picture-alliance/dpa/B. von Jutrczenka

ইদানিংকালে জার্মানদের মধ্যে শব্দটির ব্যবহার ফিরে আসার বিষয়টি স্বাগত জানিয়েছেন গাউক৷ তিনি বলেন, ‘‘অতীতে রাজনৈতিকভাবে শব্দটির অপব্যবহার করা হয়েছিল, যা থেকে আগেই বেরিয়ে আসা উচিত ছিল৷ এখন সেটা ভালোভাবে ফিরে এসেছে৷’’

তবে তিনি এটাও স্বীকার করেছেন, গত কয়েক বছরে জার্মানিতে অনেক শরণার্থী প্রবেশ করায় মূলত শব্দটা আবারো ফিরে এসেছে, কেননা, বিদেশিদের এত উপস্থিতির কারণে কিছু জার্মান এখন আর জার্মানিকে স্বদেশ ভাবতে পারছেন না৷ তাই, শব্দটি যাতে আবারো শুধুমাত্র নেতিবাচক আবেগ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা না হয়, সে সম্পর্কে সচেতন করেছেন তিনি৷

উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৭ সাল অবধি জার্মানির প্রেসিডেন্ট ছিলেন ইওয়াখিম গাউক৷

এআই/এসিবি (কেএনএ, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ