1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসীদের চাকরির সন্ধান দিতে এগিয়ে এলো জার্মানির কর্মসংস্থান দপ্তর

২৩ জুন ২০০৯

জার্মানিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, বিশেষত তুরস্ক থেকে আসা অভিবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি৷ কিন্তু, এঁদের অনেকেই জার্মান কর্ম-বাজারে তেমন একটা জায়গা করে নিতে পারেন নি৷ আর সেখানেই দেখা গেছে সমস্যা৷

ছবি: AP

জার্মানির বিভিন্ন স্কুলে অভিবাসী ছাত্র-ছাত্রীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে৷ বিভিন্ন শহরে, স্কুলের যে কোন ক্লাসে অর্ধেকরও বেশি ছাত্র-ছাত্রী জার্মান নয়, অভিবাসী গোষ্ঠীর৷ আর বর্তমানে জার্মানির কর্ম বাজারে এই সমস্ত অভিবাসী তরুণ-তরুণীদের জায়গা করে দেওয়াই হয়ে উঠেছে সবচেয়ে বড় সমস্যা৷

তাই এবার, এ সমস্ত অভিবাসীদের কর্মসংস্থানের যোগান করে দিতে এগিয়ে এসেছে জার্মানির উত্তরে অবস্থিত হামবুর্গ শহরের কর্মসংস্থান দপ্তর৷ শহরের একটি মসজিদে সম্প্রতি তারা চালু করেছে একটি প্রশিক্ষণ কেন্দ্র৷

আজ হামবুর্গের মসজিদ শুধু এক প্রার্থনালয় নয়, পরিণত হয়েছে একটি শিক্ষা কেন্দ্রেছবি: AP

ছবিটা অনেকটা এরকম৷ শুক্রবার দুপুর৷ জুম্মার নামাজের দিন৷কিন্তু, আজ হামবুর্গের মসজিদ শুধু এক প্রার্থনালয় নয়, পরিণত হয়েছে একটি শিক্ষা কেন্দ্রে৷ হামবুর্গ শহরের কর্মসংস্থান দপ্তর থেকে এসেছেন রল্ফ স্টাইল৷ তিনি বললেন : জন্ম লগ্ন থেকে প্রত্যেক মানুষই সমানভাবে স্বাধীন এবং তাদের প্রত্যেকেরই জার্মান সমাজে একাত্ম হওয়ার সমান সুযোগ আছে৷ অন্ততপক্ষে হামবুর্গে৷ তবে এই সমানাধিকার আদায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা এবং তারপর কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করা৷

কিন্তু বহুক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, জার্মান পাসপোর্ট ছাড়া কর্মসংস্থান, এমনকি প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রেও জায়গা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে৷ আর এ জন্যই বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে জার্মানিতে৷ কিন্তু এভাবে তো চলতে পারে না, বললেন রল্ফ স্টাইল৷ তাঁর কথায় : যারা প্রথম প্রজন্মের অভিবাসী - তারা অবশ্য সাধারণ শ্রমিকের কাজ করে বেশ ভালো ভাবেই জীবনটা কাটিয়ে দিয়েছে৷ আর তারাই আজকের অভিভাবক৷ তাদেরই তো আজকের তরুণ প্রজন্মকে বলা উচিৎ - না, এভাবে চলতে পারে না৷ তোমাদের কিছু একটা করতে হবে৷ একটা কোন প্রশিক্ষণ যে নিতেই হবে৷

কারণ, আজকের যুগে মামা-কাকার দোকানে কাজ করে আর কাজ শেখা যায় না৷ শুধু হামবুর্গ কেন - অন্যান্য শহরেও আজ শুধুমাত্র বিশেষজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্ত কর্মচারীর চাহিদা রয়ে গেছে৷ সে কারণে নিজের অফিস ঘরের জানলা থেকে মসজিদের চূড়ো দেখতে দেখতে, সেখানেই শিক্ষা দেওয়ার এমন একটা অভিনব পন্থা মাথায় আসে রল্ফের৷ আর বুদ্ধিটা মাথায় আসার সঙ্গে সঙ্গে রল্ফ সোজা চলে যান মসজিদে৷

জার্মানিতে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী প্রয়োজনছবি: D. Kohl

সেখানে তাঁর আলাপ হয় রামাজান উচার-এর সঙ্গে৷ মসজিদের ইমাম তিনি৷ বর্তমানে হামবুর্গের কর্মসংস্থান দপ্তরের সঙ্গে একযোগে কাজ করছেন৷ কেন ? তিনি বলেন : এখানে এরকম বহু মানুষ আছেন - যাঁরা বেকার৷ যারা কোন একটা সময় পড়াশোনা বন্ধ করে দিয়েছেন৷ এঁদের অনেকেই আমাদের কাছে আসেন৷ অনেকেই আমাদের তাঁদের পরামর্শদাতা মনে করে থাকেন৷ তাই এ সমস্যা সম্পর্কে আমরা অবগত৷

আর সে জন্য হামবুর্গ শহরের এই মসজিদটির ইমাম কর্মসংস্থান দপ্তরের জন্য শুধু যে মসজিদ প্রাঙ্গনই খুলে দিয়েছেন - তা নয়৷ সাধারণ মানুষকে একথা বোঝানোর চেষ্টা করছেন যে, শারীরিক কোন অসুবিধা না থাকা সত্ত্বেও সরকারের কাছ থেকে বেকার ভাতা নেওয়া বা নেওয়ার চেষ্টা করা - কতো বড় ভুল, কতো বড় পাপ৷ তাই শুক্রবার জুম্মার নামাজের শেষে, মসজিদটি ছোট-বড় সকলের জন্য একটি মিলন স্থলে পরিণত হয়৷ চায়ের কাপ হাতে নিয়ে তাঁদের সঙ্গে যোগ দেন হামবুর্গ শহরের কর্মসংস্থান দপ্তরের প্রতিনিধিরাও৷

আজ এই মসজিদ প্রাঙ্গনে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে হাসান আলাটাস এবং আবদুল্লাহ সানাল-ও৷ এঁরা দুজনেই বর্তমানে ছোট-খাট কাজ করছেন৷ কিন্তু চাইছেন আবারো পড়াশোনা করতে৷ কোন একটি বিষয়ে উচ্চশিক্ষা লাভ করতে৷ আর ঠিক এরকম মানুষদের নিয়েই কাজ করছে কর্মসংস্থান দপ্তরটি৷ জার্মানির উত্তরাঞ্চলের ইসলামী সংগঠনের প্রধান আহমেত ইয়াসিচি জানান : তরুণ প্রজন্ম এবং তাদের অভিবাবকরা - আমার মতে দু পক্ষের জন্যই এটা একটি ইতিবাচক দিক হয়ে ওঠে, যখন তারা এটা দেখে যে কাজের সন্ধান এবং প্রশিক্ষণের গুরুত্বটাও ধর্মীয় স্তর থেকে উঠে আসছে৷ যখন তারা বোঝে যে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করাটাও একটা ধর্মীয় দায়িত্ব৷

তবে এসব অভিবাসী তরুণ-তরুণীর ওপর এদেশের সংস্কৃতি, ধর্ম, ইতিহাস কোন ধরণের প্রভাব রাখছে ? বিশেষ করে স্কুলে ইতিহাসের পাঠ্যপুস্তকে সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যের কোন প্রভাব আদৌ পড়েছে কিনা - সে বিষয়টিকেও একেবারে ভুলে গেলে চলবে না৷

রল্ফ স্টাইলের মতে, জার্মানিতে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী প্রয়োজন৷ প্রয়োজন দক্ষ শ্রমিকের, বিশেষজ্ঞের৷ আর সেই ফাঁকটাই পুরণ করতে পারে শিক্ষিত অভিবাসীরা৷ তাই চা খাওয়ার অবসরে অভিবাসী, বিশেষ করে তুর্কী বংশোদ্ভূত অভিবাসীদের সামনে ধর্মীও এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের যৌথ উপস্থিতি - সেটা কি কম কথা ?

প্রতিবেদক: দেবারতি গুহ, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ