1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসীদের ‘চিহ্নিত' করতে চেয়েছিল উগ্র-ডানপন্থিরা

২৭ আগস্ট ২০১৯

বিদেশির হাতে একজন জার্মান নাগরিক নিহতের পর এনিয়ে আন্দোলনের সময় দেশটির উগ্র ডানপন্থিরা অভিবাসীদের ‘চিহ্নিত' করার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে৷

Deutschland Demonstration der rechten Szene in Chemnitz
ছবি: picture-alliance/dpa/J. Woitas

জার্মান দৈনিক স্যুডডয়চে সাইটুং এবং ডব্লিউডিআর ও এনডিআর সম্প্রচার কেন্দ্রের গবেষণা অনুযায়ী, স্যাক্সনি রাজ্যের ক্রিমিনাল পুলিশ অফিস কেমনিৎস শহরের ডানপন্থি হিসেবে পরিচিত সদস্যদের চ্যাটিংয়ের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানায়৷ তবে প্রকৃতপক্ষে অভিবাসীদের চিহ্নিত করা হয়েছিল কিনা এনিয়ে বিতর্ক রয়েছে৷

২০১৮ সালের ২৬ আগস্ট কেমনিৎসে ছুরিকাঘাতে এক জার্মান নাগরিক নিহত হন৷ এই হত্যাকাণ্ডের জন্য ওই সময় একজন বিদেশিকে সন্দেহ করা হয়েছিল৷ সম্প্রতি ২৩ বছর বয়সী এক সিরিয়ান নাগরিককে ওই হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে৷

এই হত্যাকাণ্ডের পর কেমনিৎস শহরে এক সপ্তাহ ধরে বিক্ষোভ হয়৷ এসময় উগ্র ডানপন্থিদের রাস্তায় অভিবাসী ও বিদেশিদের ধাওয়া করতে দেখা যায়৷

কেমনিৎসে বিক্ষোভের তদন্ত করে পুলিশ বলছে, ওই সময় চরম ডানপন্থি ব্যক্তিরা অভিবাসী এবং বিদেশিদের চিহ্নিত করার পরিকল্পনা করেছিলেন৷

দৈনিক স্যুডডয়চে সাইটুং এবং ডব্লিউডিআর ও ওনডিআর সম্প্রচার কেন্দ্রের গবেষণা অনুযায়ী, স্যাক্সনি রাজ্যের ক্রিমিনাল পুলিশ অফিস বিক্ষোভের সময় কেমনিৎসের ডানপন্থি হিসেবে পরিচিত সদস্যদের মধ্যে ২৬ থেকে ২৮ আগস্টের চ্যাটিংয়ের তথ্য মূল্যায়ন করেছে৷

স্যুডডয়চে সাইটুং বলছে, স্যাক্সনির প্রতিবেদনের সারকথা হলো – বিক্ষোভকারীরা পুলিশ, অভিবাসী, রাজনৈতিক প্রতিপক্ষ ও সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার ব্যাপক প্রস্তুতি নিয়েছিল৷

প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের মধ্যে চ্যাটিংয়ে সময় তারা ‘হান্ট' শব্দটি বারবার ব্যবহার করেছেন এবং অভিবাসীদের হিংস্রভাবে আক্রমণ বা প্রত্যাখ্যানের বিষয়ে আলাপ করেছেন৷

নথিতে আরও বলা হয়েছে, চ্যাটিংয়ে অংশগ্রহণকারীরা সফলভাবে অভিবাসীদের চিহ্নিত করা নিয়ে গর্ব করেন৷ চ্যাটিংগুলো ‘বিদেশিদের বিরুদ্ধে সহিংস অপরাধমূলক কাজের প্রকৃত বাস্তবায়ন' নির্দেশ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷

কেমনিৎসে ডানপন্থিদের সহিংসতার সময় বিদেশিদের বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হলেও তা বাস্তবায়ন করা হয়েছিল কি না এ নিয়ে বিতর্ক রয়েছে৷

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার তৎকালীন প্রধান হান্স-জর্জ মাসেন এ বিষয়ে দ্বিমত পোষণ করে বিদেশিদের ধাওয়া করা হচ্ছে এমন ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন৷

২০১৮ সালের আগস্টে চেমনিটজ বিক্ষোভ নিয়ে স্যাক্সনি পুলিশের প্রতিবেদনটি আরও মূল্যায়নের জন্য অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হয়েছে৷

এসআই/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ