মুসলিমদের অ্যামেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা, মেক্সিকোরই অর্থে মেক্সিকোর সীমান্তে প্রাচীর তৈরি করা – এমন সব হুমকি সমর্থকদের রক্ত গরম করতে উপযুক্ত হলেও হোয়াইট হাউসে বলে সে সব কার্যকর করা যে সম্ভব নয়, ট্রাম্প সেটা বুঝিয়ে দিয়েছেন৷ অন্যদিকে তিনি তাঁর সমর্থকদের ভাঁওতা দিয়েছেন, এমন একটা ধারণাও তৈরি করা তাঁর পক্ষে বিপজ্জনক৷ তাই কিছুটা মধ্যপন্থার কথা বলেছেন তিনি৷ সিবিএস নেটওয়ার্কের সঙ্গে টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে প্রেসিডেন্ট পদে উপযুক্ত ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন৷
বেআইনি অভিবাসন বন্ধ করতে ট্রাম্প মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির অবাস্তব পরিকল্পনা থেকে সরে এসেছেন৷ তার বদলে কয়েকটি অংশে কাঁটাতারের বেড়া তৈরির কথা বলেছেন তিনি৷ প্রায় ২০ থেকে ৩০ লক্ষ বেআইনি অভিবাসী, যাদের অপরাধের রেকর্ড রয়েছে, তাদের দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ট্রাম্প৷ তবে বাকিদের প্রশ্নে সুর কিছুটা নরম করেছেন তিনি৷
ডোনাল্ড ট্রাম্প আবার স্পষ্ট করে দিয়েছেন, যে তিনি অ্যামেরিকার সব মানুষের প্রেসিডেন্ট হতে চান৷ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর মুসলিম ও হিসপ্যানিক সম্প্রদায়ের উপর হামলায় তিনি দুঃখ প্রকাশ করে সে সব বন্ধ করার ডাক দিয়েছেন৷
তবে দক্ষিণপন্থি রক্ষণশীল অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নন তিনি৷ নারীদের গর্ভপাতের অধিকারের বিরোধিতা ও নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের পক্ষে তিনি জোরালো সওয়াল করেন৷ সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তিনি সমমনস্ক প্রার্থী মনোনয়ন করবেন বলে জানিয়েছেন৷
প্রচারের সময়ে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য বিমা উদ্যোগের বিরোধিতা করলেও ক্ষমতায় এসে তিনি তার কিছু অংশ বহাল রাখতে চান৷
কোটিপতি হিসেবে ট্রাম্প প্রেসিডেন্ট পদের বেতন ও ছুটি নিতেও অস্বীকার করবেন বলে জানিয়েছেন৷ বছরে ৪ লক্ষ ডলারের বদলে তিনি মাত্র ১ ডলার বেতন গ্রহণ করবেন৷
প্রেসিডেন্টের পরিবারকে বলা হয় ফার্স্ট ফ্যামিলি বা প্রথম পরিবার৷ চলুন, ট্রাম্পের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক৷
ছবি: picture-alliance/dpa৪৬ বছর বয়স৷ জন্ম স্লোভেনিয়ায়৷ আগে ছিলেন মডেল৷ ২০০১ সালে যুক্তরাষ্ট্রে থাকার গ্রিন কার্ড পান, নাগরিকত্ব পান ২০০৬ সালে, ডোনাল্ডের সঙ্গে বিবাহের এক বছর পরে৷ অ্যামেরিকার নতুন ফার্স্ট লেডি গ্ল্যামারাস হবেন তো বটেই, সম্ভবত তাঁর নিজের ব্যক্তিত্বকেও প্রতিষ্ঠা করবেন৷ ক্রমশ প্রকাশ্য৷
ছবি: Reuters/M. Segarট্রাম্পের জ্যেষ্ঠা কন্যা শুধু তাঁর কোম্পানির ভাইস-প্রেসিডেন্টই নন, নির্বাচনি প্রচার অভিযানে ট্রাম্পের ঘনিষ্ঠতম সহযোগী ছিলেন এই সাবেক মডেল৷ ইভানকার নিজের একাধিক ব্যবসা আছে, যেমন জামাকাপড়ের অথবা ফ্যাশন জুয়েলারির৷ নারী অধিকার কর্মী হিসেবেও নাম আছে৷ জ্যারেড কুশনারকে বিবাহ করার সময় ইহুদিধর্ম গ্রহণ করেন৷ ৩৫ বছর বয়সি ইভানকা চেলসি ক্লিন্টনের বান্ধবী, এমনকি ২০০৭ সালে ক্লিন্টনের ক্যামপেইনে দানও করেছিলেন৷
ছবি: Reuters/M. Segarট্রাম্পের মধ্যম পুত্র এরিক ট্রাম্পের বয়স ৩২, ইভানকার মতো তিনিও ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউকিভ৷ বাবার প্রচার অভিযানে সারাক্ষণ সংশ্লিষ্ট ছিলেন৷ তিনি ও তাঁর বড় ভাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কুমীর ও চিতাবাঘের মতো প্রাণী শিকার করে সমালোচনার সম্মুখীন হয়েছেন৷ দু’বছর আগে লারা ইউনাস্কাকে বিবাহ করেন এরিক ট্রাম্প৷
ছবি: Reuters/G. Cameronইভানার সঙ্গে ট্রাম্পের প্রথম বিবাহের প্রথম সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র৷বয়স ৩৮৷ ইনিও বাবার সঙ্গে প্রচার অভিযানে থেকেছেন৷ অন্য দুই ভাইবোনের মতো পারিবারিক ব্যবসায় নিযুক্ত৷ ভাইয়ের সঙ্গে পশুশিকার করতে গিয়ে জনতার রোষে পড়েছেন৷ মডেল ভ্যানেসা কে হেইডন তাঁর স্ত্রী; উভয়ের পাঁচ সন্তান৷
ছবি: picture-alliance/AP Photo/M. Yorkডোনাল্ড ট্রাম্প আর তাঁর দ্বিতীয় স্ত্রী মার্লা মেপলসের কন্যা ২৩ বছর বয়সি টিফানি ট্রাম্প৷ ২০১৬ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন৷ একটি গানের রেকর্ড বের করেছেন ও কিছু মডেলিংও করেছেন৷ ইনস্টাগ্রামে সক্রিয়৷ বাবার সঙ্গে অন্য ছেলে-মেয়েদের মতো ঘনিষ্ঠ নন, বলে শোনা যায়৷
ছবি: picture-alliance/Geisler-Fotopressইভানকার স্বামী কুশনার পরিবারের রিয়্যাল এস্টেট কোম্পানির সিইও, এছাড়া নিউ ইয়র্ক অবজার্ভার পত্রিকার মালিক৷ কুশনার ইহুদি৷ প্রচার অভিযান চলাকালীন তিনি ভবিষ্যৎ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টায় পরিণত হন৷
ছবি: picture-alliance/Geisler-Fotopress(ছবিতে মেলানিয়া ট্রাম্পের বামদিকে) ৩৩ বছর বয়সি লারা ইউনাস্কা আগে ছিলেন পার্সোনাল ট্রেনার৷ এরিক ট্রাম্প দু’বছর আগে লারাকে বিবাহ করেন৷ এরিক শিকার করতে ভালোবাসেন, কিন্তু লারা নর্থ শোর অ্যানিমেল লিগ অফ অ্যামেরিকার মতো প্রাণী কল্যাণ সংগঠনগুলির সমর্থক ও প্রবক্তা৷
ছবি: Imago/Zuma Pressদশ বছরের ব্যারন ট্রাম্প মেলানিয়া-ডোনাল্ড ট্রাম্প দম্পতির একমাত্র সন্তান৷ ট্রাম্প নাকি ব্যারনকে ‘লিটল ডোনাল্ড’ বলে ডাকেন৷ দু’জনে একসঙ্গে গল্ফ খেলতে ভালোবাসেন৷
ছবি: Getty Images/M. Wilson এসবি/ডিজি (এএফপি/ডিপিএ)