1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনের ইউনিভার্সিটির লাইসেন্স বাতিল

২ সেপ্টেম্বর ২০১২

লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির লাইসেন্স বাতিল করায় বিপদে পড়েছে ২,৬০০ বিদেশি শিক্ষার্থী৷ দুই মাসের মধ্যে তাদের ব্রিটেন ছাড়তে হতে পারে৷ এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন লন্ডনের দৈনিক জনমত পত্রিকার সাংবাদিক সাজেদুর রহমান৷

No decision yet on university. File photo dated 19/02/2004 of London Metropolitan University on Holloway Road, north London, as the Government today insisted no decision had been taken on whether to strip the university of its right to admit foreign students. Issue date: Sunday August 26, 2012. According to the Sunday Times, London Metropolitan University has been judged a threat to immigration control and will no longer be allowed to authorise visas. See PA story EDUCATION University. Photo credit should read: Johnny Green/PA Wire URN:14383451
ছবি: picture alliance/empics

লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিদেশি শিক্ষার্থী ভর্তির লাইসেন্স কেন বাতিল করা হলো? জানতে চাইলে সাংবাদিক সাজেদুর রহমান জানান, বেশ কিছু কারণে একটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হতে পারে৷ একটি হতে পারে বিশ্ববিদ্যালয়ের মান ভালো না, কিংবা তাদের বিদেশ থেকে শিক্ষার্থী আনার প্রক্রিয়ায় সমস্যা আছে৷ তবে এখন যেটা বলা হচ্ছে সেটা হল, বর্তমান টোরি সরকারের যে ইমিগ্রেশন নীতি আছে তাতে লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির কর্মকাণ্ড বাধা সৃষ্টি করছে৷ কারণ ব্রিটেনের বর্তমান সরকার চাচ্ছে অভিবাসীদের সংখ্যা কমাতে৷

সাজেদুর রহমানছবি: privat

সাজেদুর রহমান জানান, বর্তমানে ২৬০০ বিদেশি ছাত্রছাত্রী রয়েছে যার মধ্যে একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসা৷ তাদের অনেকেই আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট করছেন৷ পিএইচডিও করছেন অনেকে৷ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাতিল হওয়ায় এখন তাদের আগামী দুই মাসের মধ্যে অন্য কোথাও ভর্তি হতে হবে, নয়তো ব্রিটেন ছাড়তে হবে৷ এই অবস্থাতে তাদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে এবং তাদের ব্যক্তিগত ও শিক্ষা জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷

লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটির পক্ষ থেকে অবশ্য তেমন কিছু করা হচ্ছে না৷ কেবল সেখানকার ভাইস চ্যান্সেলর একটি বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বলে জানান লন্ডনের সাংবাদিক সাজেদুর রহমান৷

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ