অভিবাসী পরিকল্পনার জের, নির্বাচনে ধাক্কা খেলো এএফডি
২৯ জানুয়ারি ২০২৪
অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর এবার নির্বাচনে ধাক্কা খেলো এএফডি।
বিজ্ঞাপন
এই অতি-দক্ষিণপন্থি দলের প্রার্থী দুই সপ্তাহ আগেও পূর্ব জার্মানির টুরিংগিয়া রাজ্যের একটি জেলার প্রশাসক নির্বাচনে সবচেয়ে আগে ছিলেন। কিন্তু রোববার চূড়ান্ত পর্যায়ের ভোটাভুটিতে তিনি হেরে যান।
জার্মানিতে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বিখ্যাত কারেকটিভ-এ একটি খবর প্রকাশিত হয়। তাতে বলা হয়েছিল, এএফডির নেতারা অন্য অতি-দক্ষিণপন্থি এবং অস্ট্রিয়ার নব্য-নাৎসি নেতার সঙ্গে বসে অভিবাসী ও যারা জার্মানির সংস্কৃতির সঙ্গে মিশে যেতে পারেননি, তাদের বিতাড়নের পরিকল্পনা করেছেন।
এই খবর প্রকাশিত হওয়ার পর রীতিমতো হইচই শুরু হয়ে যায়। চ্যান্সেলর শলৎস-সহ প্রচুর মানুষ বিক্ষোভ দেখান। তারপর এটাই ছিল প্রথম ভোট। সেখানে রক্ষণশীল সিডিইউ প্রার্থী ক্রিশ্চিয়ান হারগট এএফডি প্রার্থী উভে থ্রুমকে হারিয়ে দিয়েছেন।
জার্মানির এএফডি নেতাদের কয়েকটি আলোচিত মন্তব্য
জার্মানির অভিবাসনবিরোধী অতি-ডানপন্থি এএফডি দলের নেতারা আক্রমণাত্মক ও উদ্ভট মন্তব্যের জন্য পরিচিত৷ ছবিঘরে এমন কয়েকজনের মন্তব্য থাকছে৷
ছবি: Britta Pedersen/dpa/picture alliance
বিয়র্ন হ্যোকে
টুরিঙ্গিয়া রাজ্যের এএফডি প্রধান হ্যোকে ২০১৭ সালে বার্লিনের হলোকস্ট মেমোরিয়ালকে ‘মনুমেন্ট অফ শেম’, অর্থাৎ ‘লজ্জার স্মৃতিসৌধ’ বলে আখ্যায়িত করে প্রথমবারের মতো শিরোনামে এসেছিলেন৷ নাৎসি অতীত নিয়ে প্রায়শ্চিত্ত করা বন্ধ করতেও বলেন তিনি৷ এরপর ২০২৩ সালে তিনি বলেন, ‘‘এই ইইউকে অবশ্যই মরতে হবে যেন সত্যিকারের ইউরোপ বাঁচতে পারে৷’’ ২০১৯ সালে আদালত বলেছিল, হ্যোকেকে ফ্যাসিস্ট বলা হলে সেটা অপবাদ দেওয়া হবে না৷
ছবি: picture-alliance/Arifoto Ug/Candy Welz
আলিস ভাইডেল
এএফডির অন্যতম পরিচিত মুখ দলের কো-চেয়ার ভাইডেল ২০১৮ সালে জার্মান সংসদে বলেছিলেন, ‘‘বোরকা, হেডস্কার্ফ পরা মেয়ে, ছুরি নিয়ে চলা মানুষ ও অলসেরা আমাদের সমৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক রাষ্ট্রের সুফল পাবে না৷’’
ছবি: Sebastian Kahnert/dpa/picture-alliance
আলেক্সান্ডার গাউলান্ড
এএফডির সাবেক সংসদীয় নেতা গাউলান্ড ২০১৮ সালে দলের তরুণ সদস্যদের সামনে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন, জার্মানির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যেটা (হিটলারের) ১২ বছরের শাসনামলের চেয়ে বেশিদিন টিকে ছিল৷ ‘‘জার্মানির এক হাজারেরও বেশি বছরের সফল ইতিহাসে হিটলার আর নাৎসিরা পাখির বিষ্ঠার দাগ মাত্র,’’ বলেন তিনি৷
ক্রিস্টিয়ান ল্যুথ
বিতর্কিত মন্তব্য করে কয়েকবার পদ অবনমন হয়েছে সাবেক প্রেস অফিসার ল্যুথের৷ এরপরও তিনি ডানপন্থি এক ইউটিউব ব্লগারকে বলেছিলেন, ‘‘আমরা পরেও তাদের (অভিবাসীদের) গুলি করতে পারব, সেটা কোনো বিষয় নয়৷ বা গ্যাস দিতে পারব৷ আমার কাছে এটা কোনো বিষয় নয়৷
ছবি: Soeren Stache/dpa/picture-alliance
বেয়াট্রিক্স ফন স্টর্শ
ইউরোপীয় এই সাংসদ ২০১৬ সালে অভিবাসনপ্রত্যাশীদের সম্পর্কে বলেছিলেন, ‘‘যারা আমাদের সীমান্তে দেয়া বাধা মানবে না, তারা আসলে হামলাকারী৷ তাদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে হবে- সেটি নারী ও শিশুদের গুলি করে হলেও৷’’
ছবি: picture-alliance/dpa/M. Murat
ফ্রাউকে পেট্রি
২০১৬ সালে জার্মানির একটি আঞ্চলিক পত্রিকাকে এএফডির সেই সময়কার প্রধান পেট্রি বলেছিলেন, ‘‘অবৈধভাবে জার্মানিতে প্রবেশকারী শরণার্থীদের দিকে জার্মানির বর্ডার পুলিশের গুলি ছোড়া উচিত৷’’
ছবি: Getty Images/T. Lohnes
হারাল্ড ভায়এল
বুন্ডেসটাগ সদস্য ভায়এল ২০২২ সালের সেপ্টেম্বরে বলেছিলেন, তিনি আশা করছেন জার্মানিতে যেন ‘অনেক শীত’ পড়ে৷ তাহলে জ্বালানির জন্য অনেক খরচ হবে৷ ‘‘তা নাহলে সবকিছু এখন যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে,’’ বলেন তিনি৷ অবশ্য এই কথা বলার সময় যে তার মাইক্রোফোন অন ছিল সেটি তিনি বুঝতে পারেননি৷
ছবি: Christoph Hardt /Future Image/imago images
7 ছবি1 | 7
পর্যবেক্ষকেরা এই ভোটকেই এএফডির জনপ্রিয়তার ব্যারোমিটার হিসাবে দেখছিলেন। সেই ভোটে এএফডি প্রাথমিকভাবে এগিয়ে থেকেও সাফল্য পেল না।
কারেকটিভের রিপোর্ট বেরোবার আগে থ্রাম ৪৫ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। হারগট পেয়েছিলেন ৩৩ দশমিক তিন শতাংশ ভোট। কিন্তু রোববারের ভোটে থ্রাম পেয়েছেন ৪৭ দশমিক ছয় শতাংশ ও হারগট পেয়েছেন ৫২ দশমিক চার শতাংশ ভোট।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে হারগট জেলা প্রশাসনের দায়িত্ব নেবেন।
যে জেলায় এই ভোট হয়েছে, সেখানে এএফডি খুবই শক্তিশালী। সেখানে তারা জিততে না পারায় বোঝা যাচ্ছে, তাদের ফাঁস হওয়া পরিকল্পনার প্রভাব ভোটে পড়েছে।