পার্লামেন্টে প্রস্তাব পাস হয়েছে। সাধারণ নির্বাচনের সঙ্গে পোল্যান্ডে চারটি প্রশ্ন নিয়ে গণভোট হবে।
বিজ্ঞাপন
এই চারটি প্রশ্ন হলো, সরকারি কোম্পানিগুলির বেসরকারিকরণ, অবসরের বয়স বাড়ানো, বেলারুশ সীমান্তে কাঁটাতারের বেড়া এবং ইইউ-র নীতি মেনে অভিবাসীদের গ্রহণ করা হবে কি?
ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টি(পিআইএস) চায়, এই চারটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ তার রায় দিক। আর বিরোধীদের দাবি, ক্ষমতাসীন দল আসলে এই প্রশ্নগুলিকে সামনে রেখে সরকারি খরচে নিজেদের প্রচার সেরে নিতে চাইছে এবং বিরোধীদের চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করতে চাইছে।
সরকারি মুখপাত্র জানিয়েছেন, এই সব প্রশ্নের উত্তর পাওয়া দরকার। কারণ এগুলি দেশের সব নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
বেলারুশ সীমান্তে অভিবাসীদের উপর জলকামান পোল্যান্ডের
শরণার্থী-সংকট ক্রমশ তীব্র হচ্ছে। অভিবাসীরা পোল্যান্ডে ঢোকার চেষ্টা করলে তাদের উপর জলকামান, কাঁদানে গ্যাস সেনার।
ছবি: Leonid Shcheglov/BELTA/AFP/Getty Images
সীমান্তে হাজারো শরণার্থী
বেলারুশ-পোল্যান্ড সীমান্তে হাজার হাজার অভিবাসী এসেছেন। তারা পোল্যান্ড হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান। কিন্তু পোল্যান্ড তাদের ঢুকতে দিতে রাজি নয়।
ছবি: State Border Committee of the Republic of Belarus/TASS/dpa/picture alliance
পোল্যান্ডের অভিযোগ
পোল্যান্ড অভিযোগ করেছে, বেলারুশই অভিবাসীদের সীমান্তে নিয়ে আসছে এবং সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে ঢোকার জন্য সাহায্য করছে। ইইউ তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলেই বেলারুশ এই কাণ্ড করছে। সেজন্যই এত অভিবাসী পোল্যান্ড সীমান্তে আসতে পেরেছেন।
ছবি: Oksana Manchuk/BelTA/AP/picture alliance
সেনার মুখোমুখি অভিবাসীরা
বেলারুশ-পোল্যান্ড সীমান্তের ছবি। একেবারে মুখোমুখি পোল্যান্ডের সেনা ও অভিবাসীরা।
ছবি: Leonid Shcheglov/BelTA/AP/picture alliance
শরণার্থীদের উপর জলকামান
শরণার্থীরা জোর করে পোল্যান্ড সীমান্তে ঢুকতে যান। তখনই জলকামান ব্যবহার করে পোল্যান্ডের সেনা। তার আগে শরণার্থীরা পাথর ছোঁড়ে বলে সেনার অভিযোগ।
ছবি: Leonid Shcheglov/BELTA/AFP/Getty Images
জলকামানের দাপট
একাধিক জলকমান থেকে তীব্র বেগে জল এসে লাগে অভিবাসীদের উপর। তারপর পালাতে থাকেন তারা।
ছবি: Leonid Shcheglov/BelTA/AP/dpa/picture alliance
প্রবল ঠান্ডা
পোল্যান্ডে এখন প্রবল ঠান্ডা। অভিবাসীরা সীমান্তের কাছের জঙ্গলে আশ্রয় নিয়েছেন। কাঠ জ্বালিয়ে শরীর গরম রাখতে হচ্ছে। খুবই খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।
ছবি: Oksana Manchuk/BelTA/dpa/picture alliance
বাচ্চাদের কষ্ট
কষ্ট পাচ্ছে বাচ্চারা। ঠান্ডা প্রবল। জঙ্গলে রাত কাটাতে হচ্ছে। মাথার উপর ছাদ নেই। খাবার পাওয়া যাচ্ছে না ঠিকমতো। সবমিলিয়ে খুবই খারাপ অবস্থা।
ছবি: Oksana Manchuk/BelTA/dpa/picture alliance
মানবিক সংকট
পোল্যান্ড ঢুকতে দেবে না, বেলারুশও তাদের আশ্রয় দেবে না। ইউরোপের দেশগুলি তাদের নিতে আগ্রহী নয়। অথচ, দেশ ছেড়ে অনেক কষ্ট করে তারা এই জায়গায় পৌঁছেছেন। অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন মূলত মধ্যপ্রাচ্য থেকে আসা এই মানুষেরা। কী হবে তাদের ভবিষ্যত?
ছবি: Oksana Manchuk/BelTA/dpa/picture alliance
ইরাকের ঘোষণা
এই অভিবাসীদের একটা বড় অংশ এসেছে ইরাক থেকে। ইরাক যাতে নিজের দেশের মানুষকে ফিরিয়ে নেয় সেজন্য অনুরোধ করেছে, চাপ দিয়েছে ইউরোপের দেশগুলি। ইরাক জানিয়েছে, যারা দেশে ফিরতে আগ্রহী, তাদের ফিরিয়ে নেয়া হবে।
ছবি: State Border Committee of the Republic of Belarus/TASS/dpa/picture alliance
আগামী অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনের সময় এই চারটি বিষয়ে গণভোটও নেয়া হবে।
ক্ষমতাসীন দল কীা চায়?
ক্ষমতাসীন পিআইএস চায়, ব্যালটে চারটি বিষয়ে প্রশ্ন রাখা থাকবে। ভোটদাতারা সেই সব প্রশ্নের জবাব দেবেন। এই চারটি প্রশ্নকে হাতিয়ার করেই পিআইএস তাদের প্রতি সহানুভূতিশীল ভোটারদের পুরোপুরি নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করছে।
পিআইএসের দাবি, ইউরোপীয় আমলারা তাদের উপর আফ্রিকা ও মধ্য প্রাচ্য থেকে আসা হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে চাপিয়ে দিতে চায়।