1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপোল্যান্ড

অভিবাসী-সহ চার প্রশ্নে পোল্যান্ডে গণভোট

১৮ আগস্ট ২০২৩

পার্লামেন্টে প্রস্তাব পাস হয়েছে। সাধারণ নির্বাচনের সঙ্গে পোল্যান্ডে চারটি প্রশ্ন নিয়ে গণভোট হবে।

পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে নবনির্মিত  ধাতুর দেওয়ালের পাশে সতর্ক প্রহরা।
পোল্যান্ডে র ভোটে অভিবাসী এবং বেলারুশের সঙ্গে সীমান্তের বিষয়টি প্রভাব ফেলতে পারে।ছবি: Michal Dyjuk/AP Photo/picture alliance

এই চারটি প্রশ্ন হলো, সরকারি কোম্পানিগুলির বেসরকারিকরণ, অবসরের বয়স বাড়ানো, বেলারুশ সীমান্তে কাঁটাতারের বেড়া এবং ইইউ-র নীতি মেনে অভিবাসীদের গ্রহণ করা হবে কি?

ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টি(পিআইএস) চায়, এই চারটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ তার রায় দিক। আর বিরোধীদের দাবি, ক্ষমতাসীন দল আসলে এই প্রশ্নগুলিকে সামনে রেখে সরকারি খরচে নিজেদের প্রচার সেরে নিতে চাইছে এবং বিরোধীদের চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করতে চাইছে।

সরকারি মুখপাত্র জানিয়েছেন, এই সব প্রশ্নের উত্তর পাওয়া দরকার। কারণ এগুলি দেশের সব নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

পার্লামেন্টে এই প্রস্তাবটি ২৩৪-২১০ ভোটে অনুমোদিত হয়েছে। সাতজন এমপি ভোট দেননি।

আগামী অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনের সময় এই চারটি বিষয়ে গণভোটও নেয়া হবে।

ক্ষমতাসীন দল কীা চায়?

ক্ষমতাসীন পিআইএস চায়, ব্যালটে চারটি বিষয়ে প্রশ্ন রাখা থাকবে। ভোটদাতারা সেই সব প্রশ্নের জবাব দেবেন। এই চারটি প্রশ্নকে হাতিয়ার করেই পিআইএস তাদের প্রতি সহানুভূতিশীল ভোটারদের পুরোপুরি নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করছে।

পিআইএসের দাবি, ইউরোপীয় আমলারা তাদের উপর আফ্রিকা ও মধ্য প্রাচ্য থেকে আসা হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে চাপিয়ে দিতে চায়।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ