1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিন্তু বিচার হবে কি?

৩ সেপ্টেম্বর ২০১৫

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ ইসলামি জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ৷ চলতি বছর খুন হওয়া চার ব্লগার হত্যা মামলায় অভিযোগ দায়েরের এটিই প্রথম ঘটনা৷

Screenshot Facebook Blog Blogger somewhereinblog.net Dhaka Washiqur Rahman getötet
ছবি: Facebook

‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট' সিপিজে-এর সুমিত গালহোত্রা একটি ব্লগে লিখেছেন, ‘‘বাংলাদেশ সরকার যে ব্লগারদের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে, তা প্রমাণের এটি একটি সুযোগ৷'' গত কয়েক সপ্তাহে চার ব্লগার হত্যায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে গালহোত্রা বলেন, ‘‘এরপরও এসব মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ কিনা, তা নিয়ে সমালোচকরা এখনও সন্দিহান৷'' আনুষ্ঠানিক অভিযোগ দায়ের আর আদালতে গ্রহণযোগ্য সাজা প্রদানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে সেটাও তিনি তাঁর ব্লগে উল্লেখ করেছেন৷

সুমিত গালহোত্রার ব্লগে বাংলাদেশের ব্লগার আসিফ মহিউদ্দিনের মন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে৷ সাম্প্রতিক সময়ে যেসব গ্রেপ্তারের ঘটনা ঘটেছে সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মুখ রক্ষার চেষ্টা বলে মনে করেন বর্তমানে জার্মানিতে বসবাসরত মহিউদ্দিন৷ সিপিজি-কে তিনি বলেন, ব্লগারদের রক্ষায় ব্যাপক আন্তর্জাতিক চাপের কারণেই সরকার এসব করতে বাধ্য হয়েছে৷ ‘‘এই গ্রেপ্তারগুলো কেবলমাত্র আই ওয়াশ,'' মন্তব্য আসিফ মহিউদ্দিনের৷ তাঁর আশঙ্কা, এখন যারা কারাগারে বন্দি আছে, পুলিশ তাদের বিরুদ্ধে এমন দুর্বল চার্জশিট গঠন করবে যে, যার ভিত্তিতে বন্দিরা পরবর্তীতে ছাড়া পেয়ে যাবে৷

ডেভিড রহমানও মনে করেন যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের কোনো বিচার হবে না৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘কোনো বিচার হবে না৷ আসামি জামিনে মুক্তি পাবে৷ এই হলো আমাদের বিচার ব্যবস্থা৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ