1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যবাংলাদেশ

অভিলাষী পরিকল্পনায় লাগাম টানার বাজেট

৬ জুন ২০২৪

অর্থনৈতিক সংকটের মধ্যে উচ্চাভিলাষী ব্যয় বৃদ্ধির প্রথা থেকে কিছুটা সরে এসেছেন বাংলাদেশের নতুন অর্থমন্ত্রী৷ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেছেন আবুল হাসান মাহমুদ আলী৷

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদে আসছে অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রীছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বাস্তবায়ন হোক বা না হোক বড় আকারের ব্যয় পরিকল্পনা, বিশাল রাজস্বের লক্ষ্যমাত্রা, প্রবৃদ্ধির উচ্চাশা; এমনটাই বাংলাদেশে বাজেট ঘোষণার রেওয়াজ হয়ে উঠেছিল৷ এবার সেখানে কিছুটা হলেও ভিন্ন পথে হেঁটেছেন প্রথমবারের মতো বাজেট পেশ করা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী৷ ছয় দশমিক ৭৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে নতুন বাজেট ঘোষণা করেছেন তিনি৷ 

বৃহস্পতিবার জাতীয় সংসদে আসছে অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট বা ব্যয় পরিকল্পনা পেশ করেন৷ এটি বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে সাড়ে ১১ শতাংশ বেশি৷ তবে গত জুনে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে বাজেট ঘোষণা করেছিলেন এটি তার চেয়ে সাড়ে চার শতাংশের কিছু বেশি৷ যেখানে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই বৃদ্ধি ছিল ১২ শতাংশ৷

তবু আড়াই লাখ কোটি টাকার ঘাটতি

অর্থমন্ত্রী যে ব্যয়ের পরিকল্পনা করেছেন তার পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব থেকে সংগ্রহ করতে চান৷ এরমধ্যে চার লাখ ৮০ হাজার কোটি টাকা নেয়ার পরিকল্পনা করা হয়েছে আয়কর, মূল্য সংযোজন কর ও শুল্ক থেকে৷ বাকিটা আসবে জাতীয় রাজস্ব বোর্ডের আওতার বাইরে থাকা অন্যান্য কর বা সরকারের অন্য আয় থেকে৷

তারপরও ব্যয়ের পরিকল্পনায় দুই লাখ ৫৬ হাজার কোটি টাকার ঘাটতি থেকে যাবে, যা দেশের জিডিপির চার দশমিক ছয় শতাংশ৷ অবশ্য এটি বিগত বছরের তুলনায় কম৷

অর্থমন্ত্রীর আশা আসছে অর্থবছরে বৈদেশিক অনুদান বাবদ পাওয়া যাবে চার হাজার ৪০০ কোটি টাকা৷ ৯০ হাজার ৭০০ কোটি টাকার যোগান দেয়া হবে বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি৷ দেশের ব্যাংক ব্যবস্থাসহ অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া হবে এক লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকার ঋণ, যা চলতি অর্থবছরের চেয়ে দুই দশমিক সাত শতাংশ বেশি৷

সরকার পরিচালনাতেই ৬৩ শতাংশ ব্যয়

যে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট অর্থমন্ত্রী দিয়েছেন তার পাঁচ লাখ ছয় হাজার ৯৭১ কোটি টাকা বা ৬৩ শতাংশই চলে যাবে সরকার পরিচলনায়৷ এর মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা থেকে, বিগত বছরে নেয়া ঋণ বা সুদ পরিশোধের মতো ব্যয়গুলো রয়েছে৷ এটি বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি৷

গত কয়েক বছর ধরে সরকারের ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন অনেক অর্থনীতিবিদ৷ এবারও অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ৯৩ হাজার কোটি টাকা আর বিদেশি ঋণের সুদ পরিশোধ করতে গিয়েই ২০ হাজার ৫০০ কোটি টাকা চলে যাবে সরকারের৷

বাকি দুই লাখ ৮১ হাজার কোটি টাকা সরকার উন্নয়ন খাতে ব্যয় করবে, যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে সোয়া আট শতাংশ বেশি৷

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ