1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিশংসনে সহযোগিতা করবেন না ট্রাম্প

৯ অক্টোবর ২০১৯

ডেমোক্র্যাটিক পার্টির শুরু করা অভিশংসন প্রক্রিয়ায় সহযোগিতা করবেন না ট্রাম্প৷ প্রক্রিয়াটিকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করে হোয়াইট হাউজ জানিয়েছে তাতে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা হবে৷

USA Washington Donald Trump
ছবি: picture-alliance/CNP/T. Katopodis

ডনাল্ড ট্রাম্প টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ের জেলেনস্কিকে জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছেন- এই অভিযোগ তুলে গত সপ্তাহে ডেমোক্র্যাটরা অভিশংসন প্রক্রিয়া শুরু করে৷ মার্কিন প্রেসিডেন্ট তারপর চীনের প্রতিও প্রকাশ্যে একই আহ্বান জানান৷ গত বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘‘বাইডেনদের বিরুদ্ধে চীনের তদন্ত শুরু করা উচিত৷'' তিনি আরো জানান, বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত করার জন্য আগে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে অনুরোধ করেননি, তবে এখন তা-ও বিবেচনায় নেবেন৷

নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যে-কোনো দুর্নীতি নিয়ে তদন্ত করার অধিকার তাঁর আছে৷ সেরকম তদন্তে অন্য দেশের সহযোগিতা চাওয়ার মাঝে কোনো অন্যায় দেখেন না বলেও জানান তিনি৷

এবার অভিশংসন প্রক্রিয়ার বিরুদ্ধেও অনড় অবস্থান প্রকাশ করল ট্রাম্প প্রশাসন৷ এ প্রক্রিয়ায় সহযোগিতার সম্ভাবনা খারিজ করে হাউজের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, এ তদন্তের কোনো সাংবিধানিক ভিত্তি নেই আর তাই এতে অংশ নেয়া নির্বাহী শাখার পক্ষে সম্ভব নয়৷

হোয়াইট হাউজের আপত্তি কোনো ভোট ছাড়া অভিশংসন প্রক্রিয়া শুরু করা নিয়ে৷

অভিসংশন প্রক্রিয়ায় সহযোগিতা না করার ঘোষণায় ট্রাম্পের বিরোধী শিবির ক্ষুব্ধ৷ হাউজের ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ ক্ষোভ প্রকাশ করে টুইটারে লিখেছেন, এতে বোঝানো হলে ‘‘ প্রেসিডেন্ট সব আইনের ওপরে, অথচ সংবিধান কিন্তু ভিন্ন কথা বলে৷'' স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ‘‘মিস্টার প্রেসিডেন্ট্, আপনি আইনের ঊর্ধ্ধে নন৷ আপনাকে জবাবদিহি করতে হবে৷''

এসিবি/কেএম (এপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ