1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিষেকের কাছে আট ঘণ্টা ধরে কী জানতে চাইলো ইডি?

২৩ মার্চ ২০২২

পশ্চিমবঙ্গে কয়লা কেলেঙ্কারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আট ঘণ্টা ধরে জেরা করলো ইডি।

অভিষেককে দিল্লিতে দীর্ঘ জেরা করলো ইডি। ছবি: Satyajit Shaw/DW

গত সোমবার নতুন দিল্লিতে ইডির অফিসে অভিষেক বন্ধ্যোপাধ্যায় ঢোকেন বেলা এগারোটা নাগাদ। সেখান থেকে তিনি বের হন রাত আটটার একটু আগে। আট ঘণ্টারও বেশি সময় ধরে তাকে জেরা করেন ইডির উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে সেপ্টেম্বরে অভিষেককে নয় ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল।

জেরায় কী হয়েছে

সূত্র জানাচ্ছে, কয়লা কেলেঙ্কারি নিয়ে তদন্তের পরে ইডির হাতে বেশ কিছু তথ্যপ্রমাণ এসেছে। সেই সব তথ্যপ্রমাণ অভিষেকের সামনে রাখা হয়েছিল এবং তার ভিত্তিতে তাকে জেরা করা হয়েছে। তারপর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুসারে তার বিবৃতি রেকর্ড করা হয়।

 ইডি সূত্র জানাচ্ছে, তারা তাদের তদন্তের ভিত্তিতে পাওয়া তথ্যপ্রমাণের সঙ্গে এবার অভিষেকের জবাব মিলিয়ে দেখবেন। তারপর তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। অভিষেকের কাছে তারা এই মামলায় অভিযুক্ত বিনয় মিশ্রের ব্যাপারে জানতে চেয়েছেন। তদন্তে তারা কিছু বিদেশি অ্যাকাউন্টের বিষয়ে জানতে পেরেছেন। সে বিষয়েও অভিষেকের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল।

অভিষেকের অভিযোগ, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। ইডির দাবি, তারা তদন্তের স্বার্থে জেরা করছে। ছবি: Satyajit Shaw/DW

অভিষেকের বক্তব্য

সেপ্টেম্বরে জেরার পর অভিষেক জানিয়েছিলেন, তিনি ইডিকে সর্বতোভাবে সাহায্য করেছেন এবং তাদের জিজ্ঞাসার জবাব দিয়েছেন। এবারও তিনি দাবি করেছেন, তিনি ইডি-র সঙ্গে সহযোগিতা করেছেন। তার কাছ থেকে যে তথ্য, পরিসংখ্যান ও নথি চাওয়া হয়েছিল সেসবই তিনি দিয়েছেন। তার বক্তব্য, এটা পশ্চিমবঙ্গের মামলা। সেক্ষেত্রে তাকে কেন দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে? কেন কলকাতায় জেরা করা হচ্ছে না? তার দাবি, রাজনৈতিক কারণেই তাকে জেরা করা হচ্ছে। তিনি কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন।

অভিষেক এই ব্যাপারে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়ার পর তিনি এখন সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্ন তুলেছেন।

অভিষেকের স্ত্রী যাননি

অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরার জন্য ডেকেছিল ইডি। কিন্তু তিনি যাননি। অভিষেক জানিয়েছেন, মেয়েদের কিছু পারিবারিক দায়িত্ব থাকে। তার মেয়ের বয়স আড়াই বছর। তাকে ফেলে দিল্লি আসা রুজিরার পক্ষে সম্ভব নয়। ইডি কর্মকর্তারা চাইলে কলকাতায় গিয়ে রুজিরাকে জেরা করতে পারেন।

কয়লা কেলেঙ্কারি

আসানসোলে ইস্টার্ন কোল ফিল্ডের দুইটি খনি থেকে বিপুল অঙ্কের কয়লা পাচার করা হয়েছে বলে অভিযোগ। ইডির দাবি, এই ঘটনায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এই মামলায় ইডি দুই জনকে গ্রেপ্তার করেছে। একজন হলেন তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। বিনয় দেশ ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ। এছাড়া বাঁকুড়া থানার সাবেক ইন্সপেক্টর ইন-চার্জ অশোক কুমার মিশ্র।

ইডির মনে করে, এই দুই ভাই মিলে কিছু প্রভাবশালী ব্যক্তি ও নিজেদের জন্য ৭৩০ কোটি টাকার মতো অর্থ সরিয়েছে। তারা রাজনৈতিক মদত পেয়েছে। খুব মসৃনভাবে তারা এই বেআইনি কার্যকলাপ চালিয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই, আউটলুক)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ