1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভূতপূর্ব সাড়া পাচ্ছেন চামেলি

২ নভেম্বর ২০১৮

বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন চামেলি খাতুন৷ কিন্তু বর্তমানে মেরুদণ্ডের সমস্যায় শয্যাশায়ী তিনি৷ তবে গণমাধ্যমে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর অভূতপূর্ব সাড়া মিলেছে৷

ছবি: bdnews24.com

রাজশাহীর হেতেমখা বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করা চামেলি একজন আনসার সদস্য৷ তাঁর আয়েই চার জনের সংসারটি চলে৷ ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত জাতীয় নারী ক্রিকেট দলে ছিলেন চামেলি৷ ২০১০ সালে এশিয়া কাপে রানার্স আপ বাংলাদেশ দলেও তিনি খেলেছেন৷ প্রায় আট বছর আগে জিম করার সময় তিনি কোমড়ে ব্যথা পান৷ এরপর থেকে মাঝেমধ্যেই ব্যথা অনুভব হতো৷ ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে আনসারের চাকরি চালিয়ে যাচ্ছিলেন৷ দেড় বছর আগে ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন৷

গত ২৫ সেপ্টেম্বর অফিসে কাজ করার সময় ডান হাত আর পায়ে কাঁপুনি শুরু হলে পড়ে যান তিনি৷ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানান, মেরুদণ্ডের ডিস্কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় চামেলির শরীরের ডান পাশ অবশ হয়ে যাচ্ছে৷ লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডের হাড়ে ব্যথাও রয়েছে তাঁর৷ তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷ মেরুদণ্ডে শিগগির অস্ত্রোপচার জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ প্রায় এক মাস আগে তাঁকে ভারতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়৷ কিন্তু অর্থসঙ্কটের কারণে তিনি যেতে পারেননি৷

অসুস্থতার সংবাদ গণমাধ্যমে এলে তাঁর সাহায্যের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে মাশরাফি, সাকিব, তামিম, মুস্তাফিজ, রুবেলসহ জাতীয় দলের ক্রিকেটাররা এগিয়ে এসেছেন৷ বুধবার চামেলি খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেশে চিকিৎসা করাতে চাইলেও চামেলি ও তাঁর পরিবার চায় বিদেশে উন্নত চিকিৎসা করাতে৷ সেই প্রেক্ষিতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন চামেলির৷ তাঁর আবেদনে সাড়া দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনও৷

চামেলি খাতুনকে নিয়ে চ্যানেল টুয়েন্টিফোর-এর প্রতিবেদনটি ব্যাপক সাড়া জাগিয়েছে৷ ফেসবুকে প্রতিবেদনটি পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ১২ লাখেরও বেশিবার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে ২৮ হাজার বার৷ অনেকেই সাহায্যের আশ্বাস দিয়েছেন সেখানে৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ