1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অমর একুশে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ ফেব্রুয়ারি ২০১৪

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন এই জনপদের মানুষ৷ বাংলা এখন বাংলাদেশের রাষ্ট্রভাষা৷ কিন্তু এই বাংলাদেশেই আজকাল বাংলা ভাষা বিকৃতির অভিযোগ উঠেছে৷

ছবি: picture-alliance/AP

বাংলাদেশে এখন বাংলা ভাষা নিয়ে চলছে এক ধরণের নৈরাজ্য৷ বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে তৈরি করা হচ্ছে এক ‘ককটেল' ভাষা৷ গণমাধ্যমে এর প্রকাশ প্রকট৷ এফএম রেডিও এবং বেসরকারি টেলিভশন চ্যানেলগুলির নানা অনুষ্ঠানে বাংলা-ইংরেজি মিশিয়ে কথা বলছেন উপস্থাপকরা৷ এমনকি তাঁরা বাংলা শব্দের উচ্চারণও করছেন ইংরেজি ধাঁচে৷ এই ভাষার সংক্রমণ ঘটছে সাধারাণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে৷

ইংরেজি সাহিত্যের অধ্যাপক, সাহিত্যিক এবং প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘পণ্য সংস্কৃতির জন্য এফএম রেডিও এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো এ কাজ করছে৷ কারণ তারা চায় একটি বুদ্ধিহীন প্রজন্ম, যারা বিজ্ঞাপন দেখে বা শুনে কিছু না বুঝেই তা গ্রহণ করবে৷ কিন্তু এই বুদ্ধিহীন মিশ্র ভাষা চাই না৷ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ এটা যাঁরা করছেন তাঁরা ভাষার ক্ষতি করছেন৷''

‘বাংলাদেশে এখন বাংলা ভাষা নিয়ে চলছে এক ধরণের নৈরাজ্য’ছবি: picture-alliance/AP

মনজুরুল ইসলাম আরো বলেন, যাঁরা এ কাজ করছেন তাঁরা বাংলা বা ইংরেজি কোনোটাই ভালো জানেন না৷ এতে তাঁদের দীনতাই প্রকাশ পায়৷ এর ফলে একটি প্রজন্ম গড়ে উঠছে, যারা আদতেই শিক্ষিত হচ্ছে না৷ তিনি বলেন, এই মিশ্র ভাষার ব্যাপারে এখনই সতর্ক হতে হবে৷ এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্র – সবাইকে দায়িত্ব নিতে হবে৷

তিনি আক্ষেপ করে বলেন, এ প্রবণতা এই উপমহাদেশ ছাড়া আর কোথাও নেই৷ মনজুরুল ইসলাম বলেন, ভাষা বহমান নদীর মতো৷ এতে অনেক বিদেশি শব্দ আসে স্বাভাবিক গতিতে, যা ভাষাকে সমৃদ্ধ করে৷ কিন্তু এফএম রেডিও এবং টিভি চ্যানেলগুলো যা করছে, তা বাংলা ভাষার প্রতি অত্যাচার ছাড়া আর কিছুই না৷

‘বুদ্ধিহীন মিশ্র ভাষা চাই না৷ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ‘ছবি: DW

এদিকে বাংলা একাডেমির মহপরিচালক শামসুজ্জামান খান ডয়চে বলেন, এই মিশ্রণ প্রতিরোধে তারা সরকারের কছে আবেদন জানিয়েছেন৷ সরকারের তথ্যমন্ত্রণালয় এ ব্যাপারে এফএম রেডিও এবং বেসরকরি টেলিভিশকে সতর্কও করেছে তিন বছর আগে৷ তারা প্রথমে কিছুটা সতর্ক হলেও আবার আগের অবস্থায় ফিরে গেছে৷ তিনি বলেন, সরকারে উচিত হবে এ জন্য শাস্তির ব্যবস্থা করা৷

তবে শামসুজ্জামান খান মনে করেন, বাংলা ভাষার বিকৃতিকারীরা সফল হবেন না৷ কারণ এই ভাষার নিজস্ব শক্তি আছে৷ অতীতে যাঁরা এই চেষ্টা করেছেন তাঁরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন৷ এবার এঁরাও আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ