1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অমিতাভ এবং শাহরুখের সঙ্গে তুসোর ঘরে ঋত্বিক

১ ডিসেম্বর ২০১০

দিনকাল বেশ ভালোই যাচ্ছে ঋত্বিক রোশনের৷ তাঁর সাম্প্রতিক দুটি ছবি বেশ আলোড়ন তুলেছে৷ একটি ‘গুজারিশ' আর অপরটি ‘কাইটস'৷

এবার তুসোর ঘরে ঋত্বিকছবি: UNI

বেশ কিছুদিন তাঁর হাতে ছবি ছিল না৷ তবে তিনি এই সময়ে নাকি বসে ছিলেন না৷ এ সময়ে নিয়মিত ব্যায়ামাগারে গিয়ে নিজের শরীরের পেশিগুলোকে আরও গড়াপেটা করেছেন৷ আর ইংলিশ নাচের তামিলও নিয়েছেন তিনি৷ সঙ্গে তিনি নাকি চলচ্চিত্রের উপর নতুন নতুন বই পড়েছেন৷

নতুন দু'টি ছবি মুক্তি পাবার পর দর্শকরা বলছেন, ঋত্বিক সত্যিই বেশ শক্তিশালী অভিনেতা৷ যাহোক, সেই ঋত্বিক এবার মিলেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খানের সঙ্গে৷ তারা এখন একই জায়গায় দাঁড়িয়ে আছেন৷ না, সত্যিকারের এই চার অভিনেতার সঙ্গে নয়, তাদের মোমের মুর্তির সঙ্গে৷

সলমন খানও তুসোর মিউজিয়ামে স্থান পেয়েছেনছবি: AP

সংবাদটি হচ্ছে, লন্ডনের মাদাম তুসোর মোমের জাদুঘরের নতুন অতিথি হচ্ছেন ঋত্বিক রোশন৷ এখন তাঁর শরীরের মাপ, চোখের মণির রং, মূর্তির ডিজাইন এসব চূড়ান্ত করতে ব্যস্ত মাদাম তুসো কর্তৃপক্ষ৷ আর এর জন্য ঋত্বিককে কয়েক দফা সময় দিতে হয়েছে ডিজাইনারদের সঙ্গে৷

টুইটারে ঋত্বিক লিখেছেন, এতে কিছুটা বিব্রত বোধ করছি৷ তবে আমার পরিবার বেশ খুশি৷

তবে এর সঙ্গে ঋত্বিককে এখনো কথা শুনতে হচ্ছে বারবারা মোরিকে নিয়ে৷ মেক্সিকান এই অভিনেত্রী বলিউডের 'কাইটস' ছবিতে ঋত্বিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন৷ এই বারবারাকে নিয়েই নিজের টুইটারে ঋত্বিক লিখেছিলেন, মোরির প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছিলেন৷ তবে স্ত্রী সুজান খানের প্রতি ভালোবাসা অটুট থাকায় তিনি আর সেদিকে পা মাড়াননি৷ তবে নিন্দুকেরা বলছে, এখনো নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন রাকেশ রোশন পুত্র ঋত্বিক রোশন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ