1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায়

২৬ মার্চ ২০২৩

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা আর স্বাধীনতাবিরোধী রাজাকারের তালিকা নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷ মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত কবে হবে তা অনিশ্চিত৷

স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন অনেক মুক্তিযোদ্ধা

আর রাজাকারের তালিকাও এই বছরে হচ্ছেনা৷

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান বলেছেন, ‘‘অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকে গেছে৷'' আর সেক্টর কামন্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেছেন, ‘‘জাতীয়ভাবে পরিচিত বীর মুক্তিযোদ্ধাদের নামও রাজাকারের তালিকায় ঢোকানো হয়েছিলো৷''

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালের মার্চ মাসে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার একটি তালিকা (অপূর্ণাঙ্গ) প্রকাশ করেছিল সরকার৷

তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জানা গেছে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মোট দুই লাখ ৩৫ হাজার ৪৬৭ জনের নাম বিভিন্ন সময়ে গেজেটভুক্ত হয়েছিল৷ আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখা গত জানুয়ারি মাসে দুই লাখ ১৯ হাজার ৭৫৮ জন বীর মুক্তিযোদ্ধার নামে মসিক ভাতা বরাদ্দ দিয়েছে৷ ফলে দেশে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা কতো তা নিয়ে অস্পষ্টতা আছে এখনো৷

এর আগে ১৯৮৪ সালে এরশাদ সরকার, ১৯৯৪ সালে বিএনপি সরকার, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কাজ করে৷
সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব বলেন, ‘‘মুক্তিযুদ্ধের ৫২ বছরেরও আমরা দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করতে পারলাম না৷ এটা নিঃসন্দেহে আমাদের জাতীয় ব্যর্থতা৷''
তার কথা, ‘‘মুক্তিযুদ্ধের পরে অনেক দুঃসময় গেছে বাংলাদেশের৷ জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়েছে৷ এভাবে ২১-২২ বছর গেছে৷ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক সরকার টানা ১৪-১৫ বছর ক্ষমতায় থাকার পরও এখনো পর্যন্ত তালিকা চূড়ান্ত হয়নি৷ যে তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়েও নানা অভিযোগ আছে- যা দুঃখজনক৷''

তিনি বলেন, ‘‘এরশাদ ও বিএনপি-জামায়াত সরকারের সময়ও তালিকা করা হয়েছে৷ তখন অমুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে৷ কিন্তু এখনো তো সেই অভিযোগ আছে৷''

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘‘আমরা মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করে দিয়েছি৷ কিছু লোক আছে যারা যেকোনো বিষয়ে প্রশ্ন করে৷ যারা প্রশ্ন করার তারা করবেই৷ কবরস্থান পর্যন্ত করবে৷''

তার কথায়, ‘‘যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরতো আবেদন করতে হবে৷ আবেদন না করলে আমি বুঝব কীভাবে? আমার কাছে তো অহী আসবেনা৷ আমি তো সবাইকে চিনিনা৷ সবাইতো আমরা সঙ্গে মুক্তিযুদ্ধ করেননি৷ আমার সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন ২০০ লোক৷ তালিকাতো উপজেলা থেকে এসেছে৷ আমরা সেটা দেখেছি৷ এখন সেখান থেকে কোনো অমুক্তিযোদ্ধার নাম পাঠানো হলে আমরা বুঝব কীভাবে?''


তিনি বলেন, ‘‘এখন আর নতুন করে আবেদনের সুযোগ নাই৷ যে আবেদন আছে সেগুলো এখনো আমরা যাচাই বাছাই করছি৷ তালিকা থেকে সংখ্যা কমতে পারে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় যে তিনি মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়েছেন৷''

যাচাই বাছাইয়ের সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান শাজাহান খান বলেন, ‘‘মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা সবাই এত আবেদন করেছেন যে একবারের শুনানিতে হচ্ছেনা৷ একাধিকবার শুনানি করতে হচ্ছে৷ আমাকে ১৫টি জেলা দেখার দায়িত্ব দেয়া হয়েছে৷ কয়েক হাজার আবেদন যাচাই বাছাইয়ের জন্য পেন্ডিং আছে৷ আমাদের তো অন্যান্য কাজও আছে৷''


তিনি বলেন, ‘‘মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভূক্ত হতে নতুন কোনো আবেদনের সুযোগ নেই৷ পেন্ডিং আবেদনগুলোই যাচাই বাছাই করা হচ্ছে৷ তবে সময় লাগবে৷''
 

রাজাকারের তালিকা:
জাতীয় সংসদদে আইন পাস হওয়ার পর ২০১৯ সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ জন রাজাকার, আলবদর, আল শামসসহ স্বাধীনতাবিরোধী ব্যক্তির নাম প্রকাশ করে প্রথম পর্যায় হিসেবে৷ কিন্তু ওই তালিকা নিয়ে ব্যাপক সমালোচনা হলে তা স্থগিত করা হয়৷ ওই তালিকায় মুক্তিযোদ্ধা এমন কী শহিদ মুক্তিযোদ্ধার নামও ছিলো৷


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রবিবার বলেন, ‘‘ওই তালিকার সঙ্গে এখন আর আমি যুক্ত নই৷ এটা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান শাজাহান খান কাজ করছেন৷''


শাজাহান খান বলেন, ‘‘সারাদেশে ৪৫০টির মতো উপজেলা৷ আমরা ১৫০টি উপজেলার রাজাকারের তালিকা পেয়েছি৷ এটা প্রকাশ করলে নানা আলোচনা সমালোচনা হবে৷ যাই হোক আমরা প্রকাশ করে দিতে পারি৷ কিন্তু আমরা চাইছি আলোচনা সমালোচনা যাই হোক একবারে হোক৷ তাই একবারে প্রকাশ করতে চাইছি৷''

তার কথায়, ‘‘সামনে নির্বাচন আছে৷ আমরা সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি৷ তাই নির্বাচনের আগে আর সারাদেশের তালিকা এক করে প্রকাশ করা সম্ভব হবেনা৷ আশা করছি নির্বাচনের পরে রাজাকারদের তালিকা প্রকাশ করব৷''

তবে ১৫০ উপজেলায় কতজন রাজাকার পাওয়া গেছে সেই সংখ্যা তিনি জানাতে পারেননি৷

হারুন হাবীব বলেন, ‘‘মুক্তিযুদ্ধ মন্ত্রণলায় কয়েক বছর আগে রাজাকারের যে তালিকার নামে যা প্রকাশ কছেলো তা ন্যাক্কারজনক৷ বহু সংখ্যক মুক্তিযোদ্ধা যারা জাতীয়ভাবে পরিচিত তাদের রাজাকারের তালিকায় দেখানো হলো৷ এতটা অক্ষমতা আর অবহেলা নিয়ে আমরা আছি৷ এটাই বাস্তবতা৷''


তার কথা, ‘‘মুক্তিযোদ্ধাদের বিষয়গুলো নিয়ে শুধু অযোগ্যতা, অদক্ষতা নয়, কোনো কোনো পর্যায়ে সংকট আছে৷ আমি হয়তো চিহ্নিত করতে পারবো না৷ তবে নিশ্চয়ই সংকট আছে৷ তা না হলে এরকম হবে কেন?৷''

 
হারুন উর রশীদ স্বপন (ঢাকা)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ