অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে তারকা-সমাবেশ। সিনেমা, রাজনীতি, খেলা-সহ বিভিন্ন ক্ষেত্রের তারকারা এসেছেন এই অনুষ্ঠানে।
বিজ্ঞাপন
শ্রী রামজন্মভূমি ট্রাস্ট উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রায় আট হাজার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। তার মধ্যে রাজনীতিবিদরা যেমন আছেন। তেমনই আছেন শিল্পপতি, বলিউড সুপারস্টার ও আরো বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা।
অনুষ্ঠান শুরুর অনেক আগেই পৌঁছে যান অমিতাভ ও অভিষেক বচ্চন। পৌঁছে যান মাধুরী দীক্ষিত, কঙ্গনা রানাওয়াত, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, অংশুমান খুরানা, রোহিত শেটি, রাজকুমার হিরানি, মহাবীর জৈনরা। তেলুগু তারকা চিরঞ্জীবি ও রাম চরণ ছিলেন। ছিলেন অভিনেতা মনোজ জোশী।
বলিউডের প্রচুর তারকা উপস্থিত থাকলেও ছিলেন না তিন খান, সলমন, শাহরুখ ও আমির খান। সূত্র জানাচ্ছে, তারা আমন্ত্রণ পাননি।
রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ছিলেন শচিন টেন্ডুলকর, অনিল কুম্বলে। রণদীপ হুডা, অনুপম খেররাও সময়ের আগে পৌঁছে যান।
তবে রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সকালে অযোধ্যা পৌঁছে যান। পৌঁছে গেছেন সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়া, অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, আরএসএসের প্রধান মোহন ভাগবতও।
রামমন্দিরের অযোধ্যায়
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে ২২ জানুয়ারি। প্রস্তুত অযোধ্যা। জনকপুরে সীতার বাড়ি থেকেও জিনিস এসে গেছে।
ছবি: Goutam Hore/DW
অযোধ্যা রামময়
অযোধ্যার রাস্তায় এখন শ্রীরামের ছবির বন্যা, ফ্লাইওভার, রাস্তার ধারে, বিভিন্ন বাড়িতে, পোস্টার, গ্রাফিটিতে ছেয়ে আছেন শ্রীরাম ও রামায়ণের কিহিনি। তবে শ্রীরামের পরই যার ছবি সবচেয়ে বেশি শোভা পাচ্ছে, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২ জানুয়ারি মোদীই রামমন্দিরের উদ্বোধন করবেন।
ছবি: Goutam Hore/DW
সীতার বাড়ি থেকে
এই যে কলসিগুলো দেখছেন, সেগুলি এসেছে জনকপুর থেকে। সীতার দেশ থেকে অযোধ্যায় এসে পৌঁছেছে ঘি, বিভিন্ন কুণ্ডের জল এবং আরো অনেক কিছু। রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে এগুলি ব্যবহৃত হবে।
ছবি: Goutam Hore/DW
দুই হাজার চারশ কিলোর ঘণ্টা
অষ্টধাতুর তৈরি এই ঘণ্টার ওজন দুই হাজার চারশ কিলোগ্রাম। এসেছে বিজনোর থেকে। এভাবেই ভারতের বিভিন্ন জায়গা থেকে আসছে নানান জিনিস। পশ্চিমবঙ্গ থেকে এসেছে সুন্দবরনের মধু। এই ঘণ্টা মন্দির চত্বরে লাগানো হবে।
ছবি: Goutam Hore/DW
নারী ভক্ত
অযোধ্যার রাস্তায় চোখে পড়বে এই নারী ভক্তদের। কপালে শ্রীরাম লেখা। দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং আসছেন।
ছবি: Goutam Hore/DW
মহারাষ্ট্র থেকে আসা নারীরা
এই নারীরা মহারাষ্ট্র থেকে এসেছেন। উদ্দেশ্য রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হওয়া। কাজ করা। তাদের যে কাজ দেয়া হবে, সেটাই তারা করবেন। তবে কবে তারা মন্দিরে ঢুকতে পারবেন তা জানেন না। কারণ, ২২ তারিখ মন্দিরে ঢোকার ক্ষেত্রে খুবই কড়াকড়ি তাকবে।
ছবি: Goutam Hore/DW
সাইকেল করে
উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে সাইকেলে করে প্রচুর মানুষ এসেছেন অযোধ্যায়। ছবিতে যে যুবককে দেখা যাচ্ছে, তিনি এসেছেন কানপুর থেকে। সঙ্গে ছোট একটা ব্যাগ। তাছাড়া আছে পতাকা ও ফুল।
ছবি: Goutam Hore/DW
অযোধ্যার পেড়া ও লাড্ডু
মন্দিরের আশপাশের এলাকা তো বটেই, গোটা অযোধ্যা জুড়ে এখন অসংখ্য পেড়া ও লাড্ডুর দোকান। ২২ তারিখের পর থেকে মানুষের ঢল নামবে মনে করে, প্রতিটি দোকানে প্রচুর পেড়া ও লাড্ডু বানিয়ে রাখা হচ্ছে। এই দেশি ঘিয়ে তৈরি বেসনের লাড্ডু থাকেও অনেকদিন।
ছবি: Goutam Hore/DW
রঘুপতি রাঘব
তখন সবে সন্ধ্যা নেমেছে। সেই সময় অযোধ্যা মন্দিরের দরজার কাছ থেকে শুরু হলো এই নাচ ও গান। রঘুপতি রাঘব রাজারাম, পতিত পবন সীতারাম-- গান্ধীজির অতি প্রিয় এই গান গাইতে গাইতে এবং নাচতে নাচতে এগিয়ে চললো দলটি। আর নাচে নেতৃত্ব দিচ্ছিলেন নেপাল থেকে আগত এই অতিথি।
ছবি: Goutam Hore/DW
সামিল কিন্নররা
অযোধ্যার এই অনুষ্ঠানে সামিল কিন্নররাও। শুক্রবার বিকেলে তাদের একটি বড় দল অযোধ্যায় ঘুরলেন। তাদের কপালেও লেখা ছিল শ্রীরাম। তারা বললেন, রামমন্দিরের এই উৎসবে তারাও সামিল হয়েছেন। তারা তাদের আনন্দের কথা জানাচ্ছেন।
ছবি: Goutam Hore/DW
কড়া নিরাপত্তা
অযোধ্যায় এখন কড়া নিরাপত্তা। শহর মুড়ে পালা হয়েছে নিরাপত্তার বেড়াজালে। দাঙ্গাবিরোধী পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্থানে। তাছাড়া আছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, রাজ্য়ের সশস্ত্র পুলিশ ও লাঠিধারী পুলিশের দল। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড লাগানো আছে।
ছবি: Goutam Hore/DW
বদলের অযোধ্যা
এই রাস্তাই চলে গেছে রামমন্দিরের দিকে। দুইপাশের দোকান নতুন করে তৈরি করা হয়েছে। তাতে নতুন রং লাগানো হয়েছে। রাজদ্বার মন্দিরের উপর থেকে তোলা ছবিতে ধরা পড়লো সেই বদলে যাওয়া অযোধ্যার একটুকরো ছবি।
ছবি: Goutam Hore/DW
দুই পতাকার মাঝখানে
দুই পতাকার মাঝখানে দেখা যাচ্ছে তাকে। মাঝেমধ্য়ে এই পতাকার ডাণ্ডায় কাম়ড়ও বসাচ্ছেন তিনি। তবে তার দুষ্টুমিতে কেউ বিরক্ত হয় না অযোধ্যায়।
ছবি: Goutam Hore/DW
অযোধ্যা-জুড়ে
অযোধ্যা-জুড়ে দেখা যাচ্ছে নানান ধরনের, নানান সম্প্রদায়ের সাধুদের।
ছবি: Goutam Hore/DW
পতাকায় পতাকায়
অযোধ্যা-জুড়ে ছড়িয়ে আছে এই পতাকা। প্রচুর দোকানেও তা বিক্রি হচ্ছে। মন্দির উদ্বোধনের আগে এই পতাকার চাহিদা তুঙ্গে।
ছবি: Goutam Hore/DW
14 ছবি1 | 14
ইন্ডিয়া জোটের শরিক বিরোধী দলগুলি এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিচ্ছে না। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরীও রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাননি। রাহুল গান্ধী এখন উত্তর-পূর্বে ন্যায় যাত্রা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় পাল্টা সংহতি মিছিল করছেন।