1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অরিগামি থেকে শিল্পকর্ম

২ জুন ২০১৭

অরিগামি হলো কাগজ মুড়ে বা ভাঁজ করে ফুল বা জীবজন্তু তৈরি করার আর্ট৷ কিন্তু সুইজারল্যান্ডের সিপো মাবোনা আজ দশ হাজার ইউরো মূল্যের কাগজ ভাঁজ করে লাইফ সাইজ হাতি বানান!

Origami von Sipho Mabona
কাগজ দিয়ে তৈরি হাতিছবি: DW

অরিগামি শিল্পী সিপো মাবোনা গত আট বছর ধরে কাগজ ভাঁজ করে আসছেন – পেশা হিসেবে, সুইজারল্যান্ডের লুসার্ন শহরে তাঁর ছোট্ট স্টুডিওটিতে৷ মাবেনা জানালেন, ‘‘যদি আমার ঠিক মনে থাকে, তাহলে আমার যখন পাঁচ বছর বয়স, তখন আমার মা আমাকে কাগজ মুড়ে কাগজের প্লেন তৈরি করতে শিখিয়েছিলেন৷ তখন থেকেই আমার অরিগামির নেশা৷’’

আজ তাঁর শিল্পকর্ম মিউজিয়ামে রাখা থাকে; যেমন আমস্টারডামের ট্রপিক্যাল মিউজিয়ামের জন্য ২১টি সুবিশাল কাগজের পাখি তৈরি করেছেন মাবোনা৷

কাগজ দিয়ে শিল্পকর্ম

03:46

This browser does not support the video element.

অতিকায় আকারের অরিগামি যে সম্ভব, ৩৭ বছর বয়সি মাবোনা তা প্রমাণ করেছেন একটি কাগজের হাতিটি তৈরি করে – শুধু একটি বড় কাগজের পাত ভাঁজ করে তৈরি হাতি; কাগজের মাপ: ১৫ বাই ১৫ মিটার, যুক্তরাষ্ট্রে স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করাতে হয়েছে, দাম পড়েছে প্রায় ১০,০০০ ইউরো৷ মাবোনা আর তাঁর তিন সহকর্মী এক মাস ধরে পরিশ্রম করে এই হাতিটি ‘ভাঁজ’ করেছেন৷

মাবোনা জানালেন, ‘‘আমার একটা ধারণা ছিল, একটা চারকোনা কাগজ মুড়ে যে কী করা যায়, তার কোনো সীমা নেই৷ এখন আমি যেরকম বড় কাগজ নিয়ে কাজ করি, তাতে কাগজ কতটা পুরু সেই অনুযায়ী সম্পূর্ণ অন্য ধরনের স্থিতি সৃষ্টি হয়; কাজেই মোড়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ অন্য রকমের হয়৷’’

বহুরূপী কাগজ

04:06

This browser does not support the video element.

কাগজ ছোট হোক বা বড়, শুরুতে পরিস্থিতি সব ক্ষেত্রেই এক: একটা ধারণা আর এক টুকরো কাগজ৷ মাবোনা বলেন, ‘‘নীতিগতভাবে আমি ভাবি, জীবটির শরীরের কোন অংশ কাগজের কোনখানে থাকবে৷ যেমন কাগজটা চারকোনা হলে আমি প্রথমে ভাবি, হাতির লেজটা এখানে রাখব আর দু'টো পা এখানে থাকবে৷ এখানে শরীরটা, হয়ত শুঁড়টা এই মাঝখানে আর কান দু’টো এখানে৷’’

সিপো মাবোনার অরিগামি শিল্পকর্মের কদর বিশ্ব জুড়ে৷ জাপানের এক স্পোর্টস শু নির্মাতার বিজ্ঞাপনে তাঁর কাজ দেখা যায়, অথবা একটি ইলেকট্রনিক কোম্পানির বিজ্ঞাপনে৷ হামবুর্গের একটি বিজ্ঞাপন সংস্থার জন্য মাবোনা কাগজ দিয়ে একটি আস্ত আবাসিক এলাকা তৈরি করেছিলেন৷ সিঙ্গাপুরের একটি হোটেলের জন্য তিনি কাগজের কই মাছ তৈরি করেছেন৷

একটি কাগজের প্লেন দিয়ে ছেলেবেলায় যা শুরু হয়েছিল, সিপো মাবোনার জীবনে আজ তা পেশায় পরিণত হয়েছে: এক টুকরো কাগজ থেকে শিল্প সৃষ্টি করা৷

আনা ফাইস্ট/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ