1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অরুণাচলে জি২০-র বৈঠকে গড়হাজির চীন

২৭ মার্চ ২০২৩

অরুণাচল নিয়ে ভারত এবং চীনের বিতর্ক দীর্ঘদিনের। চীন অরুণাচলকে তিব্বতের অংশ বলে মনে করে। সে কারণেই কি তারা জি২০-র বৈঠকে যোগ দিল না?

ছবি: Aamir Ansari/DW

অরুণাচল নিয়ে ভারত এবং চীনের বিতর্ক দীর্ঘদিনের। চীন অরুণাচলকে তিব্বতের অংশ বলে মনে করে। সে কারণেই কি তারা জি২০-র বৈঠকে যোগ দিল না?

চীন কেন বৈঠকে যোগ দেয়নি, অরুণাচলের বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, এর কোনো কিছুই জানানো হয়নি। ভারতের তরফে বলা হয়েছে, বৈঠক নিয়ে মিডিয়ার সামনে কোনো কথা বলা হবে না। চীন কেন শেষ মুহূর্তে বৈঠকে যোগ দেয়নি, সে বিষয়েও ভারত এদিন কোনো মন্তব্য করেনি। চীনও এবিষয়ে কোনো বিবৃতি জারি করেনি। 

রোববার অরুণাচলের ইটানগরে জি২০-র একটি প্রস্তুতি বৈঠক ছিল। একাধিক দেশের প্রায় ৫০ জন প্রতিনিধি সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকের বিষয় ছিল 'রিসার্চ ইনোভেশন ইনিশিয়েটিভ, গ্যাদারিং'। কিন্তু সেখানে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কারা কী বলেছেন, তা গণমাধ্যমকে জানানো হয়নি। এই বৈঠকে চীনের প্রতিনিধিদেরও যোগ দেওয়ার কথা ছিল।

ভারতে জি২০ বৈঠকের লোগো। ছবি: Aamir Ansari/DW

বস্তুত, সেপ্টেম্বর জি২০ শীর্ষ বৈঠকের আগে ভারতের ৫০টি শহরে জি২০ প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে যোগ দিচ্ছেন। ভারতের অন্য শহরে চীনের প্রতিনিধিরা বৈঠকে যোগ দিচ্ছেন। কিন্তু অরুণাচলে শেষ মুহূর্তে তারা যাওয়া বাতিল করেছেন। 

চীনের বক্তব্য, অরুণাচল তিব্বতের অংশ। অর্থাৎ, ভারত নয়, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি চীনের অংশ। স্বাভাবিকভাবেই ভারত এই দাবি মানে না। ভারত ১৯৫০ সালে ভারত-তিব্বতের মধ্যে আলোচিত ম্যাকমোহন লাইনকে সীমান্ত হিসেবে গণ্য করে। ফলে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিষয়টি নিয়ে চীনের সঙ্গে ভারতের সংঘাত বহুদিনের। ষাটের দশকে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছে। 

সম্প্রতি অরুণাচল সীমান্তে চীন বেশ কিছু সামরিক কাঠামো তৈরি করেছে। শুধু তা-ই নয়, একটি রেললাইন একেবারে সীমান্তের ধার পর্যন্ত তৈরি করা হয়েছে। এনিয়ে ভারতের সঙ্গে চীনের নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে। তারই মধ্যে অরুণাচলে চীনের প্রতিনিধিদের বৈঠকে যোগ না দেয়ার বিষয়টি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ