1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্ডার ফিরছে গার্মেন্টসে

সমীর কুমার দে ঢাকা
১৮ জুলাই ২০২০

বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরী পোশাক শিল্পে স্থবিরতা কাটতে শুরু করেছে৷ স্থগিত হওয়া রপ্তানি আদেশগুলো নতুন করে চালু করছেন ক্রেতারা৷ ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ অর্ডার ফিরেছে বলে জানা গেছে৷

বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরী পোশাক শিল্পে স্থবিরতা কাটতে শুরু করেছে৷ স্থগিত হওয়া রপ্তানি আদেশগুলো নতুন করে চালু করছেন ক্রেতারা৷ ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ অর্ডার ফিরেছে বলে জানা গেছে৷
ছবি: AFP/M. U. Zaman

বিজিএমইএ সূত্র জানিয়েছে, এরই মধ্যে বাতিল হওয়া রপ্তানি আদেশের ৮০ শতাংশই ফিরেছে৷ কারখানা মালিকদের এই সংগঠনের সভাপতি ড. রুবানা হকও সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যটি নিশ্চিত করেছেন৷ বিজিএমইএর পক্ষ থেকে ক্রেতাদের সঙ্গে আলোচনা ও মধ্যস্থতা করা হচ্ছে৷ অবশ্য ক্রয়াদেশ ফিরলেও বায়াররা অর্থ পরিশোধের ক্ষেত্রে শর্ত জুড়ে দিচ্ছেন বলে জানা গেছে৷ অনেক ক্ষেত্রেই ছয় মাস কিংবা এক বছরের মতো লম্বা সময় নিচ্ছেন তারা৷ আবার কেউ কেউ দামে ছাড় দিতে বাধ্য করছেন৷ বিজিএমইএ'র সহ-সভাপতি মশিউল আজম সজল ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা এখনো বলতে পারছি না যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে৷ তবে কিছুটা ইতিবাচক হলো আমাদের কাছে যে কাপড়গুলো রেডি ছিলো সেগুলো এখন তারা নিচ্ছে৷ খুব যে বেশি নতুন অর্ডার আসছে তা নয়৷ ফলে সামনের সময়ে অর্ডার কেমন আসে সেটা দেখতে হবে৷’’

সিদ্দিকুর রহমান

This browser does not support the audio element.

বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে চুক্তির শর্ত দেখিয়ে চলতি বছর একের পর এক রপ্তানি আদেশ স্থগিত করে ক্রেতারা৷ বিজিএমইএর হিসাবে, তিন শতাধিক ক্রেতা প্রতিষ্ঠানের প্রায় ৩১৫ কোটি ডলারের (প্রায় ২৭ হাজার কোটি টাকা) রপ্তানি আদেশ স্থগিত হয়েছিল৷ পরিস্থিতি সামাল দিতে রপ্তানিকারকদের পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা দেয় সরকার৷ তারপরও বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে৷ চাকরি হারিয়েছেন অনেক শ্রমিক৷

মশিউল আজম সজলের মতে, করোনা মহামারিতে ৩৪টি বড় ও মাঝারি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে৷ তবে কত সংখ্যক শ্রমিক চাকরি হারিয়েছেন তার সুনির্দিষ্ট কোনো হিসাব দিতে পারেননি তিনি৷

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের সংগঠনের হিসাব অনুযায়ী করোনার পরিস্থিতে ১ লাখ ১০ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন৷ বহু শ্রমিকদের পাওনা পরিশোধ করেননি মালিকরা৷ দীর্ঘ আইনি লড়াইয়ে কেউ কেউ পাওনা পেলেও অনেককেই পাওনার জন্য লড়ে যেতে হচ্ছে৷ তবে শুধু যে চাকরি হারিয়েছে, বিষয়টা এমন নয়৷ আবার নতুন চাকরিও পেয়েছেন অনেকে৷ আসলে মালিকরা দীর্ঘদিনের পুরাতন শ্রমিককে বাদ দিয়ে নতুন শ্রমিক নিচ্ছেন৷ কারণ একজন শ্রমিক দীর্ঘদিন এক প্রতিষ্ঠানে থাকলে তার বেতন বেড়ে যায়৷ আর নতুন শ্রমিক নিলে তার বেতনও কম, পাওনাও থাকে না৷ করোনা পরিস্থিতিতে এই সুযোগটাই নিয়েছেন গার্মেন্টস মালিকরা৷ তবে দক্ষ ও অভিজ্ঞ ওই শ্রমিকরা অন্য কোথাও কম বেতনে হলেও চাকরি পেয়ে গেছেন৷ ফলে খুব বেশি শ্রমিক এখন বেকার নেই৷ তারপরও ২৫-৩০ হাজার শ্রমিক এখনো বেকার৷’’

জলি তালুকদার

This browser does not support the audio element.

গার্মেন্টস শ্রমিক নেত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত নন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সহ-সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘একজন দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক বেতন বেশি পেলেও তার প্রোডাকশনও বেশি৷ অভিজ্ঞ শ্রমিক ছাড়া কোন প্রতিষ্ঠান চলতে পারে না৷ আর ৪০ লাখ শ্রমিক যে সেক্টরে কাজ করে সেখানে ১৫-২০ হাজার শ্রমিক বেকার থাকা এমন বড় বিষয় না৷ বড় কথা হলো, প্রতিষ্ঠান না বাঁচলে কিভাবে শ্রমিক বাঁচবে? এখন ৬০-৭০ ভাগ অর্ডার দিয়ে কতদিন শতভাগ শ্রমিকের বেতন দেওয়া যাবে? তাছাড়া এই সময়ে সামনের গ্রীষ্মের ক্রয়াদেশ নিয়ে আলোচনা হওয়ার কথা৷ কিন্তু সেই আলোচনা তেমন হচ্ছে না৷ এটি আমাদের জন্য অবশ্যই উদ্বেগের৷’’

বাংলাদেশ থেকে একক ব্র্যান্ড হিসেবে সবচেয়ে বেশি পোশাক পণ্য ক্রয় করে সুইডেনভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান এইচএন্ডএম৷ প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের প্রধান জিয়াউর রহমান ডয়চে ভেলেকে জানিয়েছেন, করোনার কারণে তারা কোনো ক্রয়াদেশ বাতিল করেননি৷ শুধু তাই নয়, কারো পাওনা পরিশোধেও দেরি করেনি৷ গত দেড় মাসে তারা নতুন করে প্রায় ৪৫ কোটি ডলারের রপ্তানি আদেশ দিয়েছে৷ এখন পরবর্তী গ্রীষ্মের জন্য অর্ডারের প্রস্তুতি চলছে৷

সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি কমেছে ৬৮৬ কোটি ডলার (প্রায় ৫৮ হাজার কোটি টাকা)৷ স্বাধীনতার পর আর কখনও রপ্তানিতে এত বড় ধস নামেনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ