1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনীতিতে অবদান রাখবে বিকল্প খামার

ফাতেমা আবেদীন
২৮ জানুয়ারি ২০১৯

বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে যাচ্ছে বিকল্প খামার৷ উট, উট পাখি, টার্কি, সাপ, ব্যাং, কুচিয়া,কাঁকড়া, কুমিরের মতো প্রাণির খামার গড়ে উঠছে বাণিজ্যিকভাবে৷

Kuba Alljährliche Massenwanderung der Landkrabben
ছবি: REUTERS/A. Meneghini

সম্ভাবনা তৈরি হচ্ছে রপ্তানির৷ এ সব বিকল্প খামারের তালিকা এখনো কৃষি সম্প্রসারণ বা মৎস ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত হয়নি ঠিকই, কিন্তু ব্যক্তি উদ্যোগে চলছে কাজ৷ তবে কুচিয়া, কাঁকড়া, কাছিম চাষ মৎস অধিদপ্তর স্বীকৃত এবং রাষ্ট্রীয়ভাবেই রপ্তানি প্রকল্প রয়েছে৷

মৎস ও প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশের ছয়টি জোনে পূর্ণাঙ্গভাবে কুচিয়া ও কাঁকড়া চাষ হচ্ছে৷ বরিশাল, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ জেলায় মৎস অনেক খামারি প্রাতিষ্ঠানিকভাবে কুচিয়া ও কাঁকড়া চাষ করছেন৷ 

উটের খামার হয়েছে দেশের ৪-৫টি  স্থানে৷ দেশের সর্বপ্রথম উটের খামার হয় রাজধানী ঢাকার কমলাপুরে৷ ২০০৪ সালে কমলাপুরে দেওয়ানবাগ দরবার শরীফের ১০ বিঘা জায়গায় এই খামার গড়ে ওঠে৷ গত ১৫ বছরে বাণিজ্যিকভাবে লাভের মুখ দেখেছে খামারটি৷ এছাড়া মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় জাকের হোসেন ও খুলনার আবদুল জব্বারের উটের খামার উল্লেখযোগ্য৷ ইতোমধ্যে বাণিজ্যিক সফলতার মুখ দেখছেন জাকের৷

অন্যদিকে দিনাজপুরে উটপাখি লালন করে রীতিমতো তারকা বনে গেছেন নারী কৃষি উদ্যোক্তা আনজুমান আরা৷ যেহেতু বাংলাদেশের আবহাওয়া উটপাখির খামার করার উপযোগী, সে চিন্তা থেকে বাণিজ্যিকভাবে খামার করার পরিকল্পনা করেন তিনি৷ আফ্রিকা থেকে ২৪টি উটপাখির বাচ্চা এনে খামার দেন৷ ছ'মাসে তাঁর প্রতিটি উটপাখির ওজন ৮০ থেকে ৯০ কেজি হয়েছে৷ বাণিজ্যিকভাবে রপ্তানির পরিকল্পনা করছেন তিনি৷

দেশের দ্বিতীয় উট পাখির খামার রয়েছে খুলনায়৷ সজিব আহমেদ ব্যক্তি উদ্যোগে বাণিজ্যিকভাবে তাঁর সমন্বিত খামারে উট পাখি, গাড়ল (এক প্রজাতির ভেড়া), টার্কি ও ছাগল পালন করছেন৷

এদিকে গত তিন বছর টার্কি চাষে রীতিমতো বিপ্লব এসেছে বাংলাদেশে৷ দেশে প্রায় শতাধিক খামারে টার্কি চাষ হচ্ছে৷ টার্কি চাষের পর বাজারজাতকরণের জন্য গড়ে উঠেছে বেশ কয়েকটি সংগঠন৷ এর মধ্যে ‘টার্কি মিট বিডি' অন্যতম৷ প্রতিষ্ঠানটি টার্কি চাষে প্রশিক্ষণও দিয়ে আসছে৷ মুরগির বিকল্প হিসেবে টার্কির চাষ বেশ লাভজনক বলেই মনে করছেন এর চাষীরা৷ প্রতি কেজি টার্কি ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে৷ ফলে একটি ১০ কেজি ওজনের টার্কির দাম ৩ থেকে ৫ হাজার টাকা৷ অচিরেই টার্কি রপ্তানিকারক হিসেবে উল্লেখযোগ্য দেশগুলোর তালিকায় নাম লেখানোর স্বপ্ন দেখছেন খামারিরা৷

অন্যদিকে কোনো ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া একেবারে  ব্যক্তি উদ্যোগে দেশে সাপের চাষ হচ্ছে৷  তবে সাপের বাজারজাতকরণ, রপ্তানির কোনো সুযোগ না থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খামারিরা সাপের চাষ করে এলেও লাভের মুখ দেখছেন না কেউ৷ বাংলাদেশে সাপচাষীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া জাগিয়েছেন পটুয়াখালির আবদুর রাজ্জাক, রাজবাড়ির রবিউল ইসলাম রঞ্জু, গাজীপুরের কাপাসিয়ার বরুন গ্রামের যুবক প্রদীপ চন্দ্র দাস, রাজশাহীর বোরহান বিশ্বাস৷ এর মধ্যে প্রদীপ চন্দ্র সাপের খামারিদের সংঘও গড়ে তুলেছেন৷

তবে রাষ্ট্রীয়ভাবে সাপ বা বিষ রপ্তানির কোনো সুযোগ নেই৷ ২০০৮ সালে সাপ চাষ ও বিষ রপ্তানি নিয়ে একটি গেজেট ও ২০১৪ সালে এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হলেও এ বিষয়টির কোনো সুরাহা হয়নি৷ অনেক চাষী সাপের পাশাপাশি কেঁচো বা কচ্ছপ চাষ করে জীবিকা নির্বাহ করছেন৷

অন্যান্য বিকল্প প্রাণীর চাষে রাষ্ট্রীয় পৃ্ষ্ঠপোষকতা না থাকলেও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে কাছিম চাষ হচ্ছে৷ এই উদ্যোগে ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে প্রকল্প মালিকদের৷ বিরল বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ সংরক্ষণের জন্য ভাওয়াল জাতীয় উদ্যান ছাড়াও বন বিভাগের বর্ধিত আরেকটি প্রজেক্ট রয়েছে সুন্দরবনের করমজলে৷ এছাড়া ব্যক্তি উদ্যোগে অ্যাকুরিয়ামে বিক্রির উদ্দেশ্যে বেশ কয়েকটি স্থানে কাছিম চাষ হচ্ছে৷

বাংলাদেশে বিকল্প খামারের ভবিষ্যত কেমন বলে মনে হয়? লিখুন মন্তব্যের ঘরে৷ 

ফাতেমা আবেদীন বাংলাদেশের উদ্যোক্তা ও সাংবাদিক
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ