1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনীতি সামাল দিতে সরকারের ব্যয়সংকোচ পদক্ষেপ

১৩ জানুয়ারি ২০১২

বার্ষিক উন্নয়ন বাজেটেও কিছু কাটছাঁট করা হবে৷ তবে অর্থনীতিবিদরা বলছেন, এমপিদের অনুরোধে নেয়া অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পও বাদ দিতে হবে৷ আর তৈরি পোশাক শিল্পের মালিকরা বর্তমান পরিস্থিতিতে এই শিল্পে বিপর্যয়ের আশঙ্কা করছেন৷

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আগামী বাজেটে কাটছাঁট থাকবেছবি: DW/Kumar Dey

বাংলাদেশে সরকারি কাজে দামি গাড়ি কেনা এবং বড় ধরণের সরকারি নিয়োগ আপাতত বন্ধ রয়েছে৷ আর আগামী বাজেটে যেসব সরকারি কর্মচারি-কর্মকর্তার বিশেষ সুবিধা বা ভাতা পাওয়ার কথা তাও হচ্ছেনা৷ কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন সুবিধা ও ভাতা দেয়ার মত টাকার চাপ সরকারি কোষাগার নিতে পারবেনা বলেই সরকারি চাকরির অবসরের সময় সীমা বাড়ানো হয়েছে৷ আর আগামী উন্নয়ন বাজেট ৪৬ হাজার কোটি টাকা থেকে কমে ৪০ হাজার কোটি টাকা হতে পারে৷ পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেছেন, ব্যয়সংকোচে ব্যর্থতার কিছু নেই৷ অর্থনীতিকে কার্যকর রাখতেই এসব ব্যবস্থা৷

তবে অর্থনীতির টানাপোড়েন সামাল দিতে এসব পদক্ষেপই যথেষ্ট নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা৷ তারা মনে করেন, রাজনৈতিক বিবেচনায় যে সব উন্নয়নমুলক প্রকল্প নেয়া হয়েছে তা কাটঁছাট করতে হবে৷ বিদেশি সাহায্যের ব্যবহার বাড়াতে হবে আর কমাতে হবে মুদ্রাস্ফীতি৷ জ্বালানি তেলে বিপুল ভর্তুকি অর্থনীতিকে সংকটে ফেলেছে৷ যেমন বললেন বিআইডিএস-এর অর্থনীতিবিদ ড. জায়েদ বখত৷

এদিকে তৈরি পোশাক শিল্পের মালিকরা এ অবস্থায় এই শিল্পে বিপর্যয়ের আশঙ্কা করছেন৷ গ্যাস, বিদ্যুত আর ব্যাংক ঋণের সুদের হার তাদের বিপাকে ফেলছে বলে জানান বিজিএমই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন৷ বিজিএমই-এর সাবেক সভাপতি আনিসুল হক মনে করেন, তৈরি পোশাক শিল্পে বিপর্যয় হলে সামাজিক বিপর্যয় দেখা দেবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক
 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ