1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য

১০ ডিসেম্বর ২০১৮

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ৮ মাস আগে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটি এখন পর্যন্ত দেখেছেন বহু মানুষ৷

Bangladesch Näherinnen bei der Arbeit
ছবি: DW/Harun Ur Rashid Swapan

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ঐ ভিডিওতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে৷ পাকিস্তানের অংশ হিসেবে দেশটি দারিদ্র্য আর দুর্ভিক্ষে জর্জরিত ছিল৷ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পরও বহু বছর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছে দেশটিকে৷ কিন্তু ২০০৬ সাল থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, পেছনে ফেলে দিয়েছে পাকিস্তানকে৷

বর্তমানে বাংলাদেশকে এশিয়ার ‘টাইগার ইকোনমি' দেশ বলা হয়৷ ভিডিওটিতে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কীভাবে ত্বরান্বিত হয়েছে তা বর্ণনা করা হয়েছে৷ গত ৮ মাসে ভিডিওটি দেখা হয়েছে ১০ লাখ বার৷ শেয়ার হয়েছে ১৫ হাজারেরও বেশি বার৷

এপিবি/এসিবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ