1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক বৈষম্য

১৬ আগস্ট ২০১২

বাংলাদেশে প্রকট হচ্ছে আয় বৈষম্য৷ আর এই বৈষম্য শহর, বিশেষ করে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি৷ অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, এই পরিস্থির অবসান না ঘটলে বঞ্চিত মানুষ প্রতিবাদী হয়ে উঠতে পারে৷

ছবি: DW

বাংলাদেশে আয় বৈষম্য উৎসব আয়োজনের সময় প্রকটভাবে ধরা পড়ে৷ রাজধানী ঢাকায় লাখ টাকার ঈদের পোশাক বিক্রি হয়৷ আর একশ্রেণির বিত্তবান তা কিনতে পারেন সহজেই৷

কিন্তু মধ্যবিত্ত আর নিম্নবিত্ত যেন খেই হারিয়ে ফেলেন৷ তারা যান কম দামের দোকানে বা ফুটপাতে৷ সেখানেও তাদের হিসেব মেলাতে হিমশিম খেতে হয়৷

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ একে দেখছেন রাষ্ট্র আর সমাজের অসমবণ্টন প্রক্রিয়ার অংশ হিসেবে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, বিশ্বব্যাপী মন্দার পরও গত তিন বছর বাংলাদেশের অর্থনীতিতে ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে৷ কিন্তু এই প্রবৃদ্ধি কোনো সুফল সাধারণ মানুষ পায়নি৷ পেয়েছেন অল্প কিছু লোক৷ ফলে বৈষম্য প্রকট হয়েছে৷

তিনি জানান, গত দু'বছরে বৈষম্য কমেনি৷ আর এই বৈষম্য এখন গ্রামের চেয়ে শহরে বেশি৷ কারণ গ্রাম ছেড়ে যারা শহরে আসেন, তাদের জন্য তেমন কোনো কাজ নেই৷

বাংলাদেশে এখনও ৪০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে৷ আর এর ওপর এই তীব্র আয় বৈষম্য সামাজিক কাঠামোকে দুর্বল করে ফেলছে৷ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সরকার আয় বৈষম্য কমাতে বাজেটে কিছু ব্যবস্থা নিয়েছে৷ কিন্তু তা যথেষ্ঠ নয়৷ প্রয়োজন টেকসই ব্যবস্থা৷ নয়তো তীব্র সামাজিক প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে৷

তিনি বলেন, কল্যাণ রাষ্ট্রের ধারণা নিয়ে কাজ করতে হবে৷ নয়তো প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন হবে না৷ উন্নত হবে না সাধারণ মানুষের অবস্থা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ