অর্থনৈতিক মন্দার পথেও জার্মান ড্যাক্স স্টক সূচক রেকর্ড
১৪ মার্চ ২০২৪
জার্মানি বলতে গেলে একটি মন্দার দিকেই যাচ্ছে৷ কিন্তু জার্মানির শেয়ার বাজারের সূচক ড্যাক্স রেকর্ড গড়েছে৷ এর পেছনে কারণ কী হতে পারে?
বিজ্ঞাপন
জার্মানির বেঞ্চমার্ক ব্লু-চিপ স্টক হিসেবে পরিচিত এই সূচক বুধবার সকালে লেনদেনের সময় প্রথমবারের মতো ১৮ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করে। লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই সূচক পৌঁছায় ১৮ হাজার দশমিক ৪২ পয়েন্টে৷
পাবলিক শেয়ারে থাকে ৪০টি বড় জার্মান করপোরেশনের সমন্বয়ে গঠিত এই সূচক। জার্মানির অর্থনীতি যখন সামগ্রিকভাবে মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই সূচকে দেখা যাচ্ছে উলটো চিত্র।
জার্মানির অর্থনীতিতে এমন ইতিবাচক খবর এলো অনেকদিন পর৷ কয়েক সপ্তাহ আগে জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক ২০২৪ সালের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করেছেন। এক দশমিক তিন শতাংশ থেকে কমিয়ে লক্ষ্যমাত্রা নামিয়ে আনা হয়েছে শুন্য দশমিক দুই শতাংশে।
হাবেক বলেন, ‘‘বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ অস্থিতিশীল এবং বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি ঐতিহাসিকভাবে কম হওয়াটা জার্মানির মতো রপ্তানিকারক দেশের জন্য একটি চ্যালেঞ্জ।’’
জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেসবাংকও ঘোষণা করেছে যে, ২০২৪ সালের প্রথম তিন মাসে জার্মানিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আবার সামান্য কমবে৷ এর ফলে দেশটি অর্থনৈতিক তত্ত্ব অনুযায়ী মন্দায় পড়বে। জার্মানিজুড়ে বিভিন্ন খাতে ধর্মঘটকে এই মন্দার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছে বুন্ডেসবাংক।
অন্য অনেক দেশের মতো জার্মানিতেও উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে৷ রপ্তানিনির্ভর দেশটিতে শিল্পখাতে চাহিদা ও উৎপাদন কমেছে৷ সমীক্ষাতে দেখা যাচ্ছে জার্মান প্রতিষ্ঠানগুলো বাকি বছর নিয়েও খুব একটা আশাবাদী নয়৷
জার্মানির ইফো ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের অর্থনীতিবিদ লারা জারগেস ডিডাব্লিউকে বলেন, ‘‘কোম্পানিগুলো বর্তমান পরিস্থিতি এবং আগামী বছরগুলোতে তাদের প্রত্যাশা নিয়ে এখনও বেশ অনিশ্চিত।’’
তাহলে বিনিয়োগকারীরা কেন আশাবাদী?
বিনিয়োগ প্রতিষ্ঠান এবিডিআরএন এর ইক্যুইটি বিভাগের প্রধান বেন রিটশি বলেন, ‘‘মজার ব্যাপার হলো, আমি মনে করি অর্থনৈতিক পারফরম্যান্স এবং শেয়ার বাজারের পারফরম্যান্সের মধ্যে একটি বিপরীত পারস্পরিক সম্পর্ক তৈরির পক্ষে যুক্তিটি বেশ শক্তিশালী৷’’
২০১৫ সালের পর থেকে এই সূচকটি দীর্ঘতম রেকর্ড ধরে রাখার পথে চলেছে। তিনি বলেন, ‘‘এই কোম্পানিগুলোর আয় জার্মানিতে নয়৷ ফলে জার্মান অর্থনীতির পরিস্থিতিতে কিছু যায় আসে না৷’’
জার্মানির জন্য কী নিয়ে এলো ২০২৪?
বিদ্যুতের দাম বৃদ্ধি, দক্ষ অভিবাসন, গাঁজা বৈধকরণসহ বেশ কিছু পরিবর্তন আসছে নতুন বছরে। জার্মানির অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনেও এই সব নতুন ইস্যু বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ছবি: Ales Utouka/CHROMORANGE/picture alliance
বিদ্যুতের দাম বৃদ্ধি
জীবাশ্ম জ্বালানি ব্যবহারে কার্বন শুল্ক প্রতি টনে ৩০ ইউরো থেকে বাড়িয়ে ৪৫ ইউরো করা হবে। এর ফলে পাম্পে ডিজেল এবং পেট্রোলের দামও বাড়বে। গ্যাস প্রতি লিটারে প্রায় পাঁচ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাসের দামে করছাড়ের মেয়াদও মার্চ মাসে শেষ হবে। ঘর গরম করার জন্য ব্যবহার করা প্রাকৃতিক গ্যাসের কর সাত শতাংশ থেকে আবার করোনা পূর্ববর্তী ১৯ শতাংশে উন্নীত হবে।
ছবি: Wolfgang Maria Weber/IMAGO
ভ্রমণ হবে ব্যয়বহুল
২০২৪ সালে বিমান ভ্রমণ আরো ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে। জার্মান সরকার টিকেট কর বাড়িয়েছে। জার্মান বিমানবন্দর থেকে উড্ডয়ন করা সকল যাত্রীবাহী বিমানের জন্য এই কর ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে৷ আগে জার্মান মোটরওয়েতে টোল শুধুমাত্র সাড়ে সাত টন বা তার বেশি ওজনের যানবাহনের জন্য প্রযোজ্য ছিল। এখন এই টোলের আওতায় সাড়ে তিন টনের ট্রাকও নিয়ে আসার চিন্তা করা হচ্ছে।
ছবি: Sven Hoppe/dpa/picture alliance
রেস্তোরাঁয় খাবারের দাম বাড়বে
রেস্তোরাঁ এবং অন্যান্য ক্যাটারিং প্রতিষ্ঠানে বিক্রয় কর সাত শতাংশ থেকে আবার করোনার পূর্বের ১৯ শতাংশে ফিরে যাবে। কোভিড ১৯ মহামারির সময় বিভিন্ন খাতকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করার উদ্দেশ্যে এই কর কমানো হয়েছিল। এর ফলে খাবারের দাম অনেক বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ছবি: Bernd Juergens/CHROMORANGE/picture alliance
দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন নিয়ম
২০২৩ সালের নভেম্বর থেকে দক্ষ অভিবাসন আইন কার্যকর হয়েছে। ২০২৪ সালের মার্চে এই আইনে দেয়া সুযোগ আরো বাড়ানো হবে। জার্মানিতে আসতে চাওয়া দক্ষ কর্মীরা চাকরির প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য ১২ মাসের পরিবর্তে ২৪ মাসের জন্য জার্মানিতে থাকার অনুমতি পাবেন৷ তিন বছর পর্যন্ত এই অনুমতির মেয়াদ বাড়ানো সম্ভব। যোগ্যতা পরিমাপের পাশাপাশি তারা সপ্তাহে ২০ ঘণ্টা খণ্ডকালীন কাজের অনুমতিও পাবেন।
ছবি: Daniel Karmann/dpa/picture alliance
বিতর্কিত 'হিটিং আইন'
এই আইনে বলা আছে, ঘর গরম রাখার জন্য ব্যবহৃত জ্বালানির অন্তত ৬৫ শতাংশ পুনর্নবায়নযোগ্য শক্তি দ্বারা চালিত হতে হবে। প্রাথমিকভাবে এটি শুধুমাত্র নতুন গড়ে তোলা আবাসিক এলাকার ভবনগুলোতে প্রযোজ্য হবে। তবে এই বিল্ডিং এনার্জি অ্যাক্টের প্রাথমিক খসড়ার লক্ষ্য ধীরে ধীরে তেল এবং গ্যাস গরম করার ব্যবস্থাগুলোকে পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে।
ছবি: David Inderlied/Kirchner/IMAGO
দলীয় রাজনীতিতে অস্থিরতা
বাম দলের প্রাক্তন আইনপ্রণেতা সাহরা ভাগেনক্নেখট জানুয়ারিতে একটি নতুন দল প্রতিষ্ঠা করবেন। জনমত জরিপে দেখা যাচ্ছে, তার দল ডানপন্থি ভোটারদেরও আকৃষ্ট করবে। তবে এজন্য প্রস্তুতি রয়েছে কট্টর ডানপন্থি পপুলিস্ট অল্টারনেটিভ ফর জার্মানি - এএফডি। ইউরোপীয় পার্লামেন্ট এবং তিনটি পূর্ব জার্মান রাজ্যের নির্বাচনে দলটি জয়লাভের আশা করছে৷
ছবি: Annegret Hilse/REUTERS
কল্যাণ সুবিধা, পেনশন এবং ন্যূনতম মজুরি বাড়বে
জার্মানির কল্যাণ ভাতা 'ব্যুর্গারগেল্ড' বা নাগরিক আয় নামে পরিচিত। অবিবাহিত ব্যক্তিদের জন্য এই ভাতা প্রতি মাসে ১২ শতাংশ বৃদ্ধি পাবে, অর্থাৎ ৫৩৬ ইউরো থেকে ভাতা বেড়ে দাঁড়াবে ৬২৫ ইউরোতে। ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টায় ১২ ইউরো থেকে ১২ ইউরো ৪১ সেন্ট হবে। করমুক্ত চাকরির উচ্চসীমা প্রতি মাসে ৫২০ ইউরো থেকে ৫৩৮ ইউরো পর্যন্ত বাড়ানো হবে। জুলাই মাস থেকে পেনশনও তিন দশমিক পাঁচ শতাংশ বাড়তে পারে।
ছবি: Monika Skolimowska/dpa/picture alliance
গাঁজা বৈধকরণ
কিছু শর্ত বজায় রেখে প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা বহন এবং সেবনকে বৈধতা দেয়া হবে ১ এপ্রিল থেকে। ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা সঙ্গে রাখার অনুমতি দেওয়া হবে। বাসায় তিনটি গাঁজা গাছের চাষ করা যাবে। এই আইনি কাঠামোর তীব্র বিরোধিতা করেছে মধ্য ডানপন্থি বিরোধীরা। নানা ধরনের ব্যতিক্রম এবং এত বিস্তারিত আইন নিয়ে উপহাসও করেছেন সমালোচকেরা।
ছবি: Matthias Bein/dpa/picture alliance
সেনাবাহিনীর ভূমিকা বাড়ছে
ন্যাটোর পূর্ব সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিক্রিয়ায় জার্মান সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হয়েছেন। ২০২৪ সালের শুরু থেকে ন্যাটোর অংশ জার্মান সেনাবাহিনী বুন্ডেসভেয়ার বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়ায় একটি স্থায়ী ব্রিগেড স্থাপন শুরু করবে।
ছবি: picture-alliance/dpa/B.von Jutrczenka
ইউরো ২০২৪
গ্রীষ্মে জার্মানি আবারও ফুটবলের উৎসবে মেতে উঠবে। পুরুষদের উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৭তম সংস্করণের আয়োজক জার্মানি। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই প্রতিযোগিতায় ২৪টি দেশ ১০টি ভিন্ন শহরে প্রতিদ্বন্দ্বিতা করবে। শহরগুলোর একটি হল লাইপজিশ। সাবেক পূর্ব জার্মানির কোনো মাঠে এবারই প্রথমবারের মতো ইউরো ম্যাচ হবে।