1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

অর্থনৈতিক মন্দার পথেও জার্মান ড্যাক্স স্টক সূচক রেকর্ড

১৪ মার্চ ২০২৪

জার্মানি বলতে গেলে একটি মন্দার দিকেই যাচ্ছে৷ কিন্তু জার্মানির শেয়ার বাজারের সূচক ড্যাক্স রেকর্ড গড়েছে৷ এর পেছনে কারণ কী হতে পারে?

ফ্রাংকফুর্ট স্টক এক্সচেঞ্জের সামনে ষাঁড়ের ভাস্কর্য
অন্য অনেক দেশের মতো জার্মানিতেও উচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছেছবি: AP

জার্মানির বেঞ্চমার্ক ব্লু-চিপ স্টক হিসেবে পরিচিত এই সূচক বুধবার সকালে লেনদেনের সময় প্রথমবারের মতো ১৮ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করে। লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই সূচক পৌঁছায় ১৮ হাজার দশমিক ৪২ পয়েন্টে৷

পাবলিক শেয়ারে থাকে ৪০টি বড় জার্মান করপোরেশনের সমন্বয়ে গঠিত এই সূচক। জার্মানির অর্থনীতি যখন সামগ্রিকভাবে মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই সূচকে দেখা যাচ্ছে উলটো চিত্র।

জার্মানির অর্থনীতিতে এমন ইতিবাচক খবর এলো অনেকদিন পর৷ কয়েক সপ্তাহ আগে জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক ২০২৪ সালের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করেছেন। এক দশমিক তিন শতাংশ থেকে কমিয়ে লক্ষ্যমাত্রা নামিয়ে আনা হয়েছে শুন্য দশমিক দুই শতাংশে।

হাবেক বলেন, ‘‘বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ অস্থিতিশীল এবং বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি ঐতিহাসিকভাবে কম হওয়াটা জার্মানির মতো রপ্তানিকারক দেশের জন্য একটি চ্যালেঞ্জ।’’

জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেসবাংকও ঘোষণা করেছে যে, ২০২৪ সালের প্রথম তিন মাসে জার্মানিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আবার সামান্য কমবে৷ এর ফলে দেশটি অর্থনৈতিক তত্ত্ব অনুযায়ী মন্দায় পড়বে। জার্মানিজুড়ে বিভিন্ন খাতে ধর্মঘটকে এই মন্দার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছে বুন্ডেসবাংক।

অন্য অনেক দেশের মতো জার্মানিতেও উচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে৷ রপ্তানিনির্ভর দেশটিতে শিল্পখাতে চাহিদা ও উৎপাদন কমেছে৷ সমীক্ষাতে দেখা যাচ্ছে জার্মান প্রতিষ্ঠানগুলো বাকি বছর নিয়েও খুব একটা আশাবাদী নয়৷

জার্মানির ইফো ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের অর্থনীতিবিদ লারা জারগেস ডিডাব্লিউকে বলেন, ‘‘কোম্পানিগুলো বর্তমান পরিস্থিতি এবং আগামী বছরগুলোতে তাদের প্রত্যাশা নিয়ে এখনও বেশ অনিশ্চিত।’’

তাহলে বিনিয়োগকারীরা কেন আশাবাদী?

বিনিয়োগ প্রতিষ্ঠান এবিডিআরএন এর ইক্যুইটি বিভাগের প্রধান বেন রিটশি বলেন, ‘‘মজার ব্যাপার হলো, আমি মনে করি অর্থনৈতিক পারফরম্যান্স এবং শেয়ার বাজারের পারফরম্যান্সের মধ্যে একটি বিপরীত পারস্পরিক সম্পর্ক তৈরির পক্ষে যুক্তিটি বেশ শক্তিশালী৷’’

২০১৫ সালের পর থেকে এই সূচকটি দীর্ঘতম রেকর্ড ধরে রাখার পথে চলেছে। তিনি বলেন, ‘‘এই কোম্পানিগুলোর আয় জার্মানিতে নয়৷ ফলে জার্মান অর্থনীতির পরিস্থিতিতে কিছু যায় আসে না৷’’

ক্রিস্টি প্লাডসন/এডিকে

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ