1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক মন্দার পর ঊর্ধ্বমুখী পর্যটন শিল্প

১৯ জানুয়ারি ২০১১

বিশ্ব অর্থনৈতিক মন্দায় অনেক কিছু ক্ষতিগ্রস্ত হলেও পর্যটন শিল্প বেশ ভালোই মোকাবিলা করেছে এই মন্দা৷ এমনকি পর্যটন শিল্প নিয়ে যা প্রত্যাশা ছিল তার চেয়েও বেশি প্রবৃদ্ধি ঘটেছে এই শিল্পে৷ জানিয়েছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা৷

বতসোয়ানায় একটি পর্যটন কেন্দ্রছবি: picture alliance/dpa

মাদ্রিদ ভিত্তিক এই সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর সাথে সাথে পর্যটন শিল্পে প্রবৃদ্ধি হয়েছে বেশ দ্রুত৷ ২০০৮ সালের শেষ দিকের অর্থনৈতিক সংকট এবং ২০০৯ এর মন্দা পর্যটন শিল্পকে কিছুটা প্রভাবিত করলেও পরের বছরই তা বেশ এগিয়ে গেছে৷ সংস্থাটির হিসাব মতে, ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বেড়েছে ৬.৭ শতাংশ৷

২০১০ সালে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বেড়েছে ৬.৭ শতাংশছবি: AP

বিষয়টি আরো পরিষ্কার করে তুলে ধরা হলো এভাবে৷ ২০০৯ সালে পর্যটক ছিলেন সাড়ে ৯৩ কোটি৷ পরের বছরেই তা বেড়েছে পাঁচ কোটি আশি লাখ৷ আরো একটু পিছন ফিরে সংস্থাটি জানালো, ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা শুরুর আগে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিল ৯১ কোটি ৩০ লাখ৷ ফলে ২০১০ সালের পর্যটকের সংখ্যা সেটিকেও ছাড়িয়ে গেছে৷ এক সাংবাদিক সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক তালেব রিফাই জানালেন, সারাবিশ্বে পর্যটকের সংখ্যা বৃদ্ধির হার অনেক বিশ্লেষকের ধারণাকেও ছাড়িয়ে গেছে৷ তবে এখন প্রধান কাজ হচ্ছে পর্যটন শিল্পের এই প্রবৃদ্ধির হারকে একই মাত্রায় ধরে রাখা৷ আর এটা মোটেও সহজ কাজ নয়৷

তিনি আরো জানান, ২০১১ সালেও পর্যটন শিল্পের প্রবৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে৷ তবে তা একটু ধীর গতিতে হতে পারে৷ অর্থাৎ ৪-৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে বলে মনে করছেন রিফাই৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ