1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিশ্রীলঙ্কা

অর্থনৈতিক সংকটের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

৯ মে ২০২২

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সরকার সমর্থক এবং বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরুর কয়েকঘণ্টা পরেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে৷

পদত্যাগ করলেন রাজাপাকসেছবি: Paula Bronstein/Getty Images

স্বাধীনতা লাভের পর বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে রয়েছে দেশটি৷ এর ফলে সৃষ্ট তীব্র জনঅসন্তোষের কারণেই পদত্যাগ করলেন রাজাপাকসে৷

৭৬ বছর বয়সি এই রাজনীতিবিদ পদত্যাগপত্র জমা দেয়ায় দেশটিতে নতুন ঐকমত্যের সরকার গঠনের পথ সুগম হলো৷ 

তিনি পদত্যাগপত্রে লিখেছেন, ‘‘বিভিন্ন পক্ষ থেকে এই সংকেত দেয়া হয়েছে যে বর্তমান পরিস্থিতি মোকাবিলার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে সব দলকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা৷'' 

‘‘তাই, আমি পদত্যাগ করছি, যাতে সংবিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়৷''

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের উপর সরকার সমর্থকরা হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে কলম্বোয় সেনা মোতায়েন করা হয়েছে৷

গত কয়েকসপ্তাহ ধরে চলা সরকারবিরোধী আন্দোলন বর্তমানে চরম আকার ধারণ করায় কর্তৃপক্ষ দেশজুড়ে সান্ধ্যআইনও জারি করেছে৷ রাজধানীতে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷

কেমন আছেন শ্রীলঙ্কাবাসী? শুনুন প্রবাসী বাংলাদেশির মুখে

12:02

This browser does not support the video element.

সরকারবিরোধী আন্দোলনকারীদের দুটো দাবির একটি পূরণ হয়েছে প্রধানমন্ত্রী রাজাপাকসের পদত্যাগের মধ্য দিয়ে৷ দ্বিতীয় দাবিটি হচ্ছে তার ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ৷

গত শুক্রবার অবশ্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রাজাপাকসে৷ ১৯৪৮ সালে স্বাধীন হওয়া শ্রীলঙ্কায় এর আগে এত ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা যায়নি৷

প্রতিবাদকারীদের সঙ্গে আচরণের নিন্দায় মার্কিন যুক্তরাষ্ট্র

এদিকে, সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত৷

‘‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর আজকের সহিংস হামলার নিন্দা জানাই এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানাই,'' টুইটারে লিখেছেন জুলি চাং৷ 

‘‘আমরা আজকের ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানাই এবং দ্বীপ রাষ্ট্রটির সবাইকে শান্ত হতে ও ধৈর্য ধরতে অনুরোধ করছি,'' যোগ করেন তিনি৷ 

খাদ্য এবং ঔষধের সংকট

শ্রীলঙ্কার সাধারণ মানুষ গত কয়েকমাস ধরে বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি তেল এবং ঔষধের সংকটে ভুগছেন৷ এ অবস্থায় গত কয়েকসপ্তাহ ধরে অনেকটাই শান্তিপূর্ণ সরকারবিরোধী আন্দোলন চলছিল দেশটিতে৷

কিন্তু সোমবার রাজাপাকসে সরকারের সমর্থক এবং বিরোধীরা সংঘর্ষে জড়ালে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে৷ সংঘর্ষে আহত ৭৮ জন কলম্বোর জাতীয় হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন৷

এক আইনপ্রণেতাকে মৃত উদ্ধার

এদিকে, সোমবার কলম্বোর বাইরে এক সংঘর্ষের ঘটনায় দেশটির ক্ষমতাসীন দলের এক রাজনীতিবিদের মৃত্যু হয়েছে৷ নিতাম্বুয়ায় অমরকীর্থী আঠুকোরলার গাড়ি প্রতিবাদকারীরা আটকে দিলে তিনি গুলি চালান৷ এতে দুইজন গুরুতর আহত হন৷ পরবর্তীতে পার্শ্ববর্তী একটি ভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ সংঘর্ষের সময় তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন৷

এআই/এসিবি (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)

৭ এপ্রিলের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ