1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যইউরোপ

অর্থনৈতিক সংকট কাটার আভাস দেখছে ইইউ

১৩ ফেব্রুয়ারি ২০২৩

ইউরোপের অর্থনীতির ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছে ইউরোপীয় কমিশন৷ ২০২৩ সালে জোট অঞ্চলে প্রায় এক শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে তারা৷ আশা দেখাচ্ছে মূল্যস্ফীতির পরিসংখ্যানও৷

Extra-Geld vom Chef als Inflationsausgleich
ছবি: Monika Skolimowska/dpa/picture alliance

ইউক্রেন যুদ্ধের প্রভাবে গোটা ইউরোপজুড়ে অর্থনীতি ব্যাপক চাপে পড়ে৷ তবে ধীরে হলেও কঠিন সেই পরিস্থিতি থেকে উত্তরণের আভাস মিলছে৷ সোমবার অর্থনৈতিক পূর্বাভাসের সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন৷ তাতে দেখা যাচ্ছে, কাগজে-কলমে মন্দার আশঙ্কা থেকে উত্তরণ সম্ভব হচ্ছে৷ প্রাকৃতিক গ্যাসের দাম গত বছরের রেকর্ড অবস্থা থেকে কমতে থাকায় মূল্যস্ফীতির রেখাও সর্বোচ্চ চূড়া থেকে নামতে শুরু করেছে৷

তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি চাপ থেকে রাতারাতি রেহাই মিলছে না, সেটিও জানিয়ে রেখেছে ইউরোপীয় কমিশন৷ চলতি বছর মূল্যস্ফীতির হার অন্তত পাঁচ শতাংশের নীচে নামার সম্ভাবনা তারা দেখছে না৷

ইইউ অর্থনৈতিক কমিশনার পাওলো জেন্টিলোনির মতে, রাশিয়ার আগ্রাসনের ফলে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতে গত বছর যে আশঙ্কা করা হয়েছিল প্রবৃদ্ধির দিক থেকে তা অতিক্রম সম্ভব হয়েছে৷ তিনি বলেন, ‘‘২০২৩ সালে আমরা প্রত্যাশার চেয়েও দৃড় পা ফেলতে পেরেছি৷ মন্দার ঝুঁকি আর গ্যাস ঘাটতির শঙ্কা ম্লান হয়ে গেছে এবং বেকারত্বের হার রেকর্ড নিম্নপর্যায়ে রয়েছে৷’’

কমিশনের হিসাবে, চলতি বছরে একক মুদ্রা ইউরো ব্যবহারকারী ২০টি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে দশমিক আট শতাংশ৷ আর ইইউ'র ২৭ দেশের জন্য এই পূর্বাভাস দশমিক নয় শতাংশ৷ এর আগের পূর্বাভাসের চেয়ে যা দশমিক তিন শতাংশ বেশি৷ এদিকে ২০২৪ সালে ইইউ-তে প্রবৃদ্ধি এক দশমিক ছয় ও ইউরো অঞ্চলে দেড় শতাংশ হবে বলে আশা করছে কমিশন৷ প্রবৃদ্ধির দেখা মিলছে চলতি জানুয়ারি-মার্চ প্রান্তিকেও৷ তাতে মন্দার আশঙ্কা আর থাকছে না৷

এদিকে কমিশনের হিসাবে ২০২৩ সালে ইউরো অঞ্চলে পাঁচ দশমিক ছয় আর ইইউ-তে ছয় দশমিক তিন শতাংশ মূল্যস্ফীতি হবে বলে জানিয়েছে তারা৷ গত অক্টোবরে যেখানে ইউরো অঞ্চলে এই হার ছিল ১০ দশমিক ছয় শতাংশ৷ জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে সাড়ে আট শতাংশ হয়েছে৷ 

এফএস/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ