1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থমন্ত্রীর সমালোচনা করে তৈরি ভিডিও ভাইরাল

১২ জুন ২০১৭

স্বঘোষিত নাম: চরমচিত্র৷ এই চরমচিত্রে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন অনুপম দেবাশীষ রায়৷ বাজেট নিয়ে করা তাঁর সাম্প্রতিক এক ভিডিও ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছে৷

Bangladesch unterzeichnet Kredit mit der Islamischen Entwicklungsbank
ছবি: DW

ভিডিও'র শিরোনাম: ‘‘ভাস্কর্যের ঘোমটায় মালসাহেবের খেমটা নাচ এবং একটি দুর্নিবার অর্থনীতির হতাশ্বাসের গল্প৷’’ সম্প্রতি সুপ্রিম কোর্টের সামনে থেকে ন্যায়বিচারের ভাস্কর্য অপসারণ এবং অর্থমন্ত্রীর ঘোষিত বিতর্কিত বাজেট নিয়ে নিজের ক্ষোভের কথা ভিডিওতে প্রকাশ করেছেন অনুপম৷

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই শিক্ষার্থী ভিডিও’র ক্যাপশনে লিখেছেন, ‘‘এই সরকার এবং সকল সরকার ভাব ধরে, তারা রবিনহুড গোত্রের কেউ৷ তারা বলে বেড়ায় যে, ধনীরা খুব খারাপ মানুষ আর সুমহান সরকার এসে ধনীর টাকা গরীবদের দিয়ে দেবে৷ কিন্তু সত্যিকারে সরকার ধনী আর গরীব উভয়ের থেকে টাকা নিয়ে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্যে সবধরণের অপ্রয়োজনীয় অনুন্নয়ন ব্যয় করে বেড়ায়৷’’

ভিডিওটি ফেসবুকে ইতোমধ্যে দেখা হয়েছে বারো লাখের বেশিবার৷ এটি শেয়ার করেছেন অসংখ্য মানুষ৷ তবে দর্শকদের সবাই যে অনুপমের সঙ্গে একমত পোষণ করেছেন, তা নয়৷ বরং অকথ্য ভাষায় তাঁকে গালমন্দ করা হচ্ছে৷ কেউ কেউ তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে হেয় করার চেষ্টা করছেন৷ অনুপম দেবাশীষ রায় সেসব মন্তব্য ডিলিটের বদলে বরং উত্তর দিচ্ছেন৷ নিজের কাজের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ