1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বব্যাংকের আরও তিন শর্ত

২১ সেপ্টেম্বর ২০১২

পদ্মা সেতু প্রকল্পে শর্ত সাপেক্ষে ফিরে আসতে রাজি হয়েছে বিশ্বব্যাংক৷ বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে সরকারের নেয়া সব পদক্ষেপ একটি স্বাধীন এবং আন্তর্জাতিক প্যানেল খতিয়ে দেখবে৷

ছবি: picture-alliance/dpa

বিশ্বব্যাংক বলছে, তাদের শর্ত অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ সরকার চারটি পদক্ষেপ নেয়ার কথা বলেছে৷ তাতে তারা সন্তুষ্ট হয়ে ফের অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে৷ তবে আরো নতুন তিনটি শর্ত আরোপ করেছে বিশ্বব্যাংক৷ তা হলো দুর্নীতিমুক্তভাবে সেতু নির্মাণ নিশ্চিত করতে বাড়তি নজরদারিসহ ক্রয় প্রক্রিয়া নতুনভাবে ঠিক করা, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষভাবে দুর্নীতির তদন্ত এগিয়ে নেয়া এবং বাংলাদেশ সরকারের এপর্যন্ত নেয়া সব পদক্ষেপ খতিয়ে দেখতে একটি স্বাধীন আন্তর্জাতিক প্যানেল গঠন৷ মূলত: এই প্যানেলের মতামতকেই শেষ পর্যন্ত গুরুত্ব দেবে বিশ্বব্যাংক৷ তাই বাংলাদেশকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ব্যাপারে আরো সতর্ক হতে হবে৷ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন এ ব্যাপারে বিশ্বব্যাংকের নিয়ন্ত্রণ আরো বাড়বে৷

বিশ্বব্যাংক বিবৃতিতে স্পষ্টই বলেছে এই সেতু প্রকল্পে যেকোনো ধরনের দুর্নীতির ব্যাপারে তাদের কঠোর নজরদারি থাকবে৷ আর দুর্নীতির ব্যাপারে কোনো ছাড় দেবে না তারা৷ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ একে গুরুত্বের সঙ্গে দেখছেন৷ তিনি বলেন বিশ্বব্যাংক এখনো দুর্নীতির বিষয়কে তাদের মতো করেই দেখছে এবং তারা শতভাগ দুর্নীতিমুক্ত রাখার প্রক্রিয়া নিশ্চিত করতে চাইছে৷

আর অর্থমন্ত্রী বলেছেন বিশ্বব্যাংকের একটি দল শিগগিরই বাংলাদেশে আসবে৷ তারা বাংলাদেশ সরকারের নেয়া সব ব্যবস্থা দেখবে৷ ঠিক করবে নতুন কর্মপ্রক্রিয়া৷

দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯শে জুন পদ্মা সেতু প্রকল্পে ১২০ কেটি মার্কিন ডলারের ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক৷ এই সেতু প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার৷ বিশ্বব্যাংক আবারো ঋণ দিতে রাজি হওয়ায় এডিবি, জাইকা ও আইডবিও ঋণ চুক্তি বহাল রাখবে৷ বিশ্বব্যাংককে পদ্মাসেতুতে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বিদায় করতে হয়েছে৷ ছুটিতে পাঠাতে হয়েছে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানকে৷ শুরু করতে হয়েছে দুর্নীতির তদন্ত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ